কলকাতা 9 মার্চ: প্রাথমিক শিক্ষক পদের জন্য অফলাইনে আবেদনকারীদের মেধাতালিকা খুব শীঘ্রই প্রকাশ করা হবে ৷ কলকাতা হাইকোর্টে এমনটাই জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় হাইকোর্টের নির্দেশে একেবারে শেষ মুহূর্তে অফলাইনে আবেদন করেছিলেন অনেক চাকরিপ্রার্থী ৷ তাদের মধ্যে থেকে উত্তীর্ণদের মেধা তালিকা প্রকাশ করা হবে বলে আদালতে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে কীভাবে এই তালিকা প্রকাশ করা হবে ? এনিয়ে আগামী মঙ্গলবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চে শুনানি হবে। বিচারপতি, মামলাকারী এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ দু'পক্ষকেই এ ব্যাপারে ভাবনা-চিন্তা করে মতামত জানানোর নির্দেশ দিয়েছেন আজ।
মোট 16 হাজার 500 শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের উপর গত 22 ফেব্রুয়ারি স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত রকম নিয়োগ বন্ধ থাকবে বলে সেই সময় জানিয়েছিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ আপিল করে প্রাথমিক শিক্ষা পর্ষদ । বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ 4 মার্চ তাঁদের শুনানিতে সিঙ্গল বেঞ্চের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন ৷ সেই সঙ্গে নির্দেশ দেন, আগামী দু’সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে । সেই শুনানির সময় 15 হাজার 284 জনের নিয়োগপত্র দেওয়া হয়েছিল বলে আদালতে জানায় পর্ষদ । বাকি প্রায় এক হাজার পদ অফলাইনে আবেদনকারীদের জন্য খালি রাখা হয়েছে বলে জানানো হয় পর্ষদের তরফে । এরপরই হাইকোর্টে মামলা করেন অফলাইনে আবেদনকারী একাধিক চাকরিপ্রার্থী । এ ব্যাপারে মামলাকারী ওয়াসিম আকরাম মণ্ডলের আইনজীবী আলি আহসান আলমগীর জানান, ‘‘প্রায় 26 হাজার চাকরিপ্রার্থী হাইকোর্টের নির্দেশে পরে অফলাইনে আবেদন করেছিল এই নিয়োগ প্রক্রিয়ায়। তাদের মধ্য থেকে যারা উত্তীর্ণ হয়েছে তাদের নামের মেধাতালিকা প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে । এমনটাই আদালতে জানিয়েছেন তারা।’’
আরও পড়ুন : রাজ্যজুড়ে নির্বিঘ্নে সম্পন্ন হল প্রাথমিকের টেট পরীক্ষা
এর আগে গত 23 ডিসেম্বর 16 হাজার 500 শূন্যপদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ । মূলত টেট উত্তীর্ণ এবং যাদের প্রশিক্ষণ রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন বলে পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল। গত জানুয়ারি মাসে 7 দিন ধরে শূন্যপদ পূরণের জন্য ইন্টারভিউ নেওয়া হয় । কিন্তু একের পর এক মামলার জালে জড়িয়েছে এই নিয়োগ প্রক্রিয়া । সমস্ত কিছুর মধ্যে দিয়েও গত 16 ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা পর্ষদ 15 হাজার 200’র বেশি পদে একটা মেধাতালিকা প্রকাশ করেছিল । বাকি শূন্যপদ অফলাইনের প্রার্থীদের জন্য ফাঁকা রাখা হয়েছিল বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছিল।
অফলাইনে আবেদনকারীদের মেধাতালিকা প্রকাশিত হবে শীঘ্রই, আদালতে জানাল পর্ষদ
মোট 16 হাজার 500 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের উপর গত 22 ফেব্রুয়ারি স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত রকম নিয়োগ বন্ধ থাকবে বলে সেই সময় জানিয়েছিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ আপিল করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ।
কলকাতা 9 মার্চ: প্রাথমিক শিক্ষক পদের জন্য অফলাইনে আবেদনকারীদের মেধাতালিকা খুব শীঘ্রই প্রকাশ করা হবে ৷ কলকাতা হাইকোর্টে এমনটাই জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় হাইকোর্টের নির্দেশে একেবারে শেষ মুহূর্তে অফলাইনে আবেদন করেছিলেন অনেক চাকরিপ্রার্থী ৷ তাদের মধ্যে থেকে উত্তীর্ণদের মেধা তালিকা প্রকাশ করা হবে বলে আদালতে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে কীভাবে এই তালিকা প্রকাশ করা হবে ? এনিয়ে আগামী মঙ্গলবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চে শুনানি হবে। বিচারপতি, মামলাকারী এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ দু'পক্ষকেই এ ব্যাপারে ভাবনা-চিন্তা করে মতামত জানানোর নির্দেশ দিয়েছেন আজ।
মোট 16 হাজার 500 শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের উপর গত 22 ফেব্রুয়ারি স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত রকম নিয়োগ বন্ধ থাকবে বলে সেই সময় জানিয়েছিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ আপিল করে প্রাথমিক শিক্ষা পর্ষদ । বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ 4 মার্চ তাঁদের শুনানিতে সিঙ্গল বেঞ্চের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন ৷ সেই সঙ্গে নির্দেশ দেন, আগামী দু’সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে । সেই শুনানির সময় 15 হাজার 284 জনের নিয়োগপত্র দেওয়া হয়েছিল বলে আদালতে জানায় পর্ষদ । বাকি প্রায় এক হাজার পদ অফলাইনে আবেদনকারীদের জন্য খালি রাখা হয়েছে বলে জানানো হয় পর্ষদের তরফে । এরপরই হাইকোর্টে মামলা করেন অফলাইনে আবেদনকারী একাধিক চাকরিপ্রার্থী । এ ব্যাপারে মামলাকারী ওয়াসিম আকরাম মণ্ডলের আইনজীবী আলি আহসান আলমগীর জানান, ‘‘প্রায় 26 হাজার চাকরিপ্রার্থী হাইকোর্টের নির্দেশে পরে অফলাইনে আবেদন করেছিল এই নিয়োগ প্রক্রিয়ায়। তাদের মধ্য থেকে যারা উত্তীর্ণ হয়েছে তাদের নামের মেধাতালিকা প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে । এমনটাই আদালতে জানিয়েছেন তারা।’’
আরও পড়ুন : রাজ্যজুড়ে নির্বিঘ্নে সম্পন্ন হল প্রাথমিকের টেট পরীক্ষা
এর আগে গত 23 ডিসেম্বর 16 হাজার 500 শূন্যপদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ । মূলত টেট উত্তীর্ণ এবং যাদের প্রশিক্ষণ রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন বলে পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল। গত জানুয়ারি মাসে 7 দিন ধরে শূন্যপদ পূরণের জন্য ইন্টারভিউ নেওয়া হয় । কিন্তু একের পর এক মামলার জালে জড়িয়েছে এই নিয়োগ প্রক্রিয়া । সমস্ত কিছুর মধ্যে দিয়েও গত 16 ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা পর্ষদ 15 হাজার 200’র বেশি পদে একটা মেধাতালিকা প্রকাশ করেছিল । বাকি শূন্যপদ অফলাইনের প্রার্থীদের জন্য ফাঁকা রাখা হয়েছিল বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছিল।