ETV Bharat / city

কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় শিক্ষক নিয়োগে আরও দু'সপ্তাহের স্থগিতাদেশ - work education

SSC-র কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ বাড়াল হাইকোর্ট । এই মামলায় আরও দুই সপ্তাহ স্থগিতাদেশ বাড়াল হাইকোর্ট ।

হাইকোর্ট
author img

By

Published : Jun 24, 2019, 8:51 PM IST

কলকাতা, 24 জুন: SSC-র কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ বাড়াল হাইকোর্ট । এই মামলায় আরও দুই সপ্তাহ স্থগিতাদেশ বাড়াল হাইকোর্ট । তবে মামলাটির গুরুত্ব বিচার করে আগামীকাল ফের শুনানি হবে বলে জানান বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ।

চলতি বছরের 19 ফেব্রুয়ারি 2016 সালের কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ের চাকরিপ্রার্থীদের মেধাতালিকা প্রকাশ, NCTE-র নির্দেশিকা অনুযায়ী ইন্টারভিউ লিস্ট তৈরি ও সংরক্ষণ নীতি অনুসরণ করা হয়েছিল কিনা - এ সমস্ত বিষয়ে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেন ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থী শর্মিলা মণ্ডল । এরপরই কমিশনকে সংশ্লিষ্ট বিষয়ে হলফনামা পেশ করার নির্দেশ দেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য । সেই সঙ্গে তিনি পরবর্তী রায়দান পর্যন্ত কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় নিয়োগে স্থগিতাদেশের নির্দেশ দেন । এই নির্দেশ খারিজের আবেদন জানিয়ে পালটা মামলা করার আবেদন জানায় রেকমেন্ডেশন পাওয়া চাকরিপ্রার্থীরা । কিন্তু হাইকোর্ট মামলার অনুমতি দেয়নি ।

আরও পড়ুন : আপার প্রাইমারির নিয়োগে প্রশিক্ষণপ্রাপ্তদের নথি যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন : প্রশিক্ষিতরা নয়, SSC কাউন্সেলিংয়ে ডাক পেলেন প্রশিক্ষণহীন চাকরিপ্রার্থী !

উল্লেখ্য, কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় মোট দুই হাজার চাকরিপ্রার্থীদের রেকমেন্ডেশন লেটার দেয় কমিশন । তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষক হিসেবে যোগদান করেছেন । রেকমেন্ডেশন লেটার হাতে পেলেও শিক্ষক হিসেবে যোগ দিতে পারেননি প্রায় 800 জন চাকরিপ্রার্থী । কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কিছু চাকরিপ্রার্থীর দায়ের করা মামলার প্রেক্ষিতে হাইকোর্ট এই নিয়োগে স্থগিতাদেশ দেয় । ছয় সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করে । আজ এই মামলার ফের শুনানি হয় । শুনানিতে আরও দুই সপ্তাহ স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

আরও পড়ুন : ২০ জুনের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে SSC-কে নির্দেশ শিক্ষামন্ত্রীর

আরও পড়ুন : নতুন করে ইন্টার্ন শিক্ষক নিয়োগ নয় : শিক্ষামন্ত্রী

কলকাতা, 24 জুন: SSC-র কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ বাড়াল হাইকোর্ট । এই মামলায় আরও দুই সপ্তাহ স্থগিতাদেশ বাড়াল হাইকোর্ট । তবে মামলাটির গুরুত্ব বিচার করে আগামীকাল ফের শুনানি হবে বলে জানান বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ।

চলতি বছরের 19 ফেব্রুয়ারি 2016 সালের কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ের চাকরিপ্রার্থীদের মেধাতালিকা প্রকাশ, NCTE-র নির্দেশিকা অনুযায়ী ইন্টারভিউ লিস্ট তৈরি ও সংরক্ষণ নীতি অনুসরণ করা হয়েছিল কিনা - এ সমস্ত বিষয়ে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেন ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থী শর্মিলা মণ্ডল । এরপরই কমিশনকে সংশ্লিষ্ট বিষয়ে হলফনামা পেশ করার নির্দেশ দেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য । সেই সঙ্গে তিনি পরবর্তী রায়দান পর্যন্ত কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় নিয়োগে স্থগিতাদেশের নির্দেশ দেন । এই নির্দেশ খারিজের আবেদন জানিয়ে পালটা মামলা করার আবেদন জানায় রেকমেন্ডেশন পাওয়া চাকরিপ্রার্থীরা । কিন্তু হাইকোর্ট মামলার অনুমতি দেয়নি ।

আরও পড়ুন : আপার প্রাইমারির নিয়োগে প্রশিক্ষণপ্রাপ্তদের নথি যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন : প্রশিক্ষিতরা নয়, SSC কাউন্সেলিংয়ে ডাক পেলেন প্রশিক্ষণহীন চাকরিপ্রার্থী !

উল্লেখ্য, কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় মোট দুই হাজার চাকরিপ্রার্থীদের রেকমেন্ডেশন লেটার দেয় কমিশন । তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষক হিসেবে যোগদান করেছেন । রেকমেন্ডেশন লেটার হাতে পেলেও শিক্ষক হিসেবে যোগ দিতে পারেননি প্রায় 800 জন চাকরিপ্রার্থী । কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কিছু চাকরিপ্রার্থীর দায়ের করা মামলার প্রেক্ষিতে হাইকোর্ট এই নিয়োগে স্থগিতাদেশ দেয় । ছয় সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করে । আজ এই মামলার ফের শুনানি হয় । শুনানিতে আরও দুই সপ্তাহ স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

আরও পড়ুন : ২০ জুনের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে SSC-কে নির্দেশ শিক্ষামন্ত্রীর

আরও পড়ুন : নতুন করে ইন্টার্ন শিক্ষক নিয়োগ নয় : শিক্ষামন্ত্রী

Intro:কর্মশিক্ষাও শারীরশিক্ষায় নিয়োগের উপর স্থগিতাদেশ আরো বাড়ালো হাইকোর্ট Body:
মানস নস্কর --

কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় নিয়োগের উপর স্থগিতাদেশ আরো দুসপ্তাহের জন্য বাড়ালো হাইকোর্ট, আগামীকাল আবার শুনানি

কলকাতা ২৪ জুনঃ
কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় নিয়োগের উপর স্থগিতাদেশ আরো দুসপ্তাহের জন্য বাড়ালো হাইকোর্ট। তবে মামলার গুরুত্ব বিচার করে আগামীকাল ফের শুনানি করা হবে জানালেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।

মুলত চলতি বছরের গত ১৯ ফেব্রুয়ারি, ২০১৬সালের কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শিক্ষক নিয়োগ পরীক্ষায় মেরিট লিস্ট আদৌ পাবলিশ করা হয়েছিল কিনা, ইন্টারভিউ লিস্টে ১ঃ১.৪রেশিও মেনে চলা হয়েছিল কিনা।পাশাপাশি ক্যাটেগরি কি ভাবে মেনটেন করা হয়েছে (মেল- ফিমেল) ও সংরক্ষণের নীতি, এই সমস্ত বিষয়কে চ্যলেঞ্জ জানিয়ে মামলা দায়ের করে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের তরফে শর্মিলা মণ্ডল। তাতে হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনকে হলফনাম দিতে নির্দেশ দেয় বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। এবং পরবর্তী অর্ডার না দেওয়া পর্যন্ত কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় নিয়োগের উপর স্থগিতাদেশ বজায় থাকবে বলে নির্দেশ দেন তিনি।এরপর এই নির্দেশ খারিজের আবেদন জানিয়ে পাল্টা মামলা করার আবেদন জানায় ইতিমধ্যেই রেকমেন্ডেশন পাওয়া চাকরিপ্রার্থীরা।কিন্ত হাইকোর্ট মামলা করার অনুমতি না দিয়ে এদেরকে পার্টি হিসাবে যুক্ত হওয়ার অনুমতি দেয়।

মোট ২০০০মত প্রার্থীকে রেকমেন্ডেশন লেটার দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। তার মধ্যে বেশিরভাগ প্রার্থীই শিক্ষক হিসাবে যোগ দিয়ে দিয়েছেন ।নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কিছু প্রার্থীর দায়ের করা মামলায় নিয়োগের উপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট।কিন্ত কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় মোট ৮০০জন রেকমেন্ডেশন লেটার পাওয়ার পরও যোগ দিতে পারেননি স্কুলে।গত ১২ মার্চ তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তারা আবেদন জানিয়েছিলেন যে মামলাটি হাইকোর্টে শুনানি চলছে সেই মামলায় যোগ দিতে।তাদের আবেদন মেনে ও নেয় হাইকোর্ট।তাদের রেকমেন্ডেশন লেটার ইনভ্যালিড করতে পারবে না কমিশন বলে ৮ মার্চ একটা নির্দেশ দেয়।পাশাপাশি ৬ সপ্তাহের জন্য নিয়োগের উপর স্থগিতাদেশ দেয় কোর্ট।এরপর এই চাকরিপ্রার্থী রা আবার বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে আবেদন জানান সিংগল বেঞ্চের স্থগিতাদেশের নির্দেশ খারিজের আবেদন জানিয়ে।কিন্ত ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজ করে
দেন। মুল মামলাটি মৌসুমি ভট্টাচার্যর সিংগল বেঞ্চেই শুনানি চলছে।গত সোমবার মামলার শুনানির পর বিচারপতি জানান,বিষয়টি যেহেতু ডিভিশন বেঞ্চে বিচারাধীন তাই সেখানে আগে নিস্পত্তি হোক তারপর তিনি শুনবেন।এরপর মামলাটি আবার বিচারপতি দীপংকর দত্তের ডিভিশন বেঞ্চে উঠবে আগামী বুধবার।পাশাপাশি মামলার গুরুত্ব বিবেচনা করে আগামীকাল বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর সিংগল বেঞ্চেও এর শুনানি। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.