কলকাতা, 10 মার্চ : গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে গাড়ি নিয়ে আরোহী খালে গিয়ে পড়লেন । আজ দুপুরে সল্টলেকে AA ব্লক সংলগ্ন খালে গিয়ে পড়ল গাড়িটি । দুর্ঘটনার সময় একাই ছিলেন গাড়ির চালক গৌতম বড়াল। সল্টলেক PNB আইল্যান্ড থেকে ম্যাপ দেখে খাল পাড়ের দিকে যাওয়ার সময় আচমকা দ্রুত বেগে এসে গ্রিল ভেঙে সোজা গিয়ে খালে পড়ে ওই গাড়ি। ঘটনাস্থানে পৌঁছায় বিধাননগর উত্তর থানার পুলিশ ও বিধাননগর ট্র্যাফিক অফিসাররা। খবর পেয়ে ঘটনাস্থানে আসেন স্থানীয় বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসু ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৌতম বড়ালের বাড়ি যাদবপুরে। সল্টলেকে আত্মীয়ের বাড়িতে আসছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারপর তাঁকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। গাড়িটির পরীক্ষা করে দেখা হবে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।