ETV Bharat / city

সুব্রত, অরূপ ও মলয়ের কাজে অসন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রীর - মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক সংক্রান্ত খবর

আজ নবান্নর কনফারেন্স হলে মন্ত্রী-সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সূত্রের খবর, তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীর উপরে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ তাঁরা হলেন রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটক ৷

প্রতীকী ছবি
author img

By

Published : Nov 14, 2019, 11:21 PM IST

কলকাতা, 14 নভেম্বর : নবান্ন কনফারেন্স রুমে প্রশাসনিক বৈঠকে আজ রাজ্যের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীর উপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর । এই তিনজন হলেন, রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটক । তাঁদের কাজ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

আজ নবান্নর সভাঘরে মন্ত্রী-সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী । সম্প্রতি বুলবুল ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠকে বেশিরভাগ সময় আলোচনা হয় । পরিস্থিতির কীভাবে মোকাবিলা করা যাবে সেই কৌশল নিয়ে আলোচনা হয় । পাশাপাশি দপ্তরগুলির কাজ নিয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী । এই আলোচনা চলাকালীন কয়েকটি দপ্তরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি ।

মুখ্যমন্ত্রী জানতে পারেন কার্শিয়াঙে একটি সার্কিট হাউজ় রয়েছে । কিন্তু তাও সেখানে আরও একটি সার্কিট হাউজ় তৈরি করার জন্য দরপত্র ডেকেছে পূর্ত দপ্তর । সূত্রের খবর, বিষয়টি নিয়ে বৈঠকেই মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েন অরূপ বিশ্বাস । এমন কাজ করা যাবে না বলে মন্ত্রীকে সাফ জানিয়ে দেন তিনি । পাশাপাশি রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও রেয়াত করেননি মুখ্যমন্ত্রী । পঞ্চায়েত দপ্তরের গ্রিভান্স সেলে প্রচুর অভিযোগ জমে থাকার প্রসঙ্গ তোলেন তিনি । মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েন আইনমন্ত্রী মলয় ঘটকও । মুখ্যমন্ত্রী বৈঠকে আইনমন্ত্রীকে প্রশ্ন করেন, এত মামলা জমে রয়েছে কিভাবে? বিষয়টি দেখার কথা বলেন তিনি । ওয়াকিবহাল মহলের মতে, 2020 সালে রাজ্যে পৌরসভা নির্বাচন । 2021 সালে বিধানসভা ভোট । সার্বিক উন্নয়নের কাজ শেষ করার জন্য হাতে সময় অনেকটাই কম । কাজে গতি আনতেই মন্ত্রীদের উপরে চাপ তৈরি করছেন মুখ্যমন্ত্রী ।

কলকাতা, 14 নভেম্বর : নবান্ন কনফারেন্স রুমে প্রশাসনিক বৈঠকে আজ রাজ্যের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীর উপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর । এই তিনজন হলেন, রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটক । তাঁদের কাজ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

আজ নবান্নর সভাঘরে মন্ত্রী-সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী । সম্প্রতি বুলবুল ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠকে বেশিরভাগ সময় আলোচনা হয় । পরিস্থিতির কীভাবে মোকাবিলা করা যাবে সেই কৌশল নিয়ে আলোচনা হয় । পাশাপাশি দপ্তরগুলির কাজ নিয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী । এই আলোচনা চলাকালীন কয়েকটি দপ্তরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি ।

মুখ্যমন্ত্রী জানতে পারেন কার্শিয়াঙে একটি সার্কিট হাউজ় রয়েছে । কিন্তু তাও সেখানে আরও একটি সার্কিট হাউজ় তৈরি করার জন্য দরপত্র ডেকেছে পূর্ত দপ্তর । সূত্রের খবর, বিষয়টি নিয়ে বৈঠকেই মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েন অরূপ বিশ্বাস । এমন কাজ করা যাবে না বলে মন্ত্রীকে সাফ জানিয়ে দেন তিনি । পাশাপাশি রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও রেয়াত করেননি মুখ্যমন্ত্রী । পঞ্চায়েত দপ্তরের গ্রিভান্স সেলে প্রচুর অভিযোগ জমে থাকার প্রসঙ্গ তোলেন তিনি । মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েন আইনমন্ত্রী মলয় ঘটকও । মুখ্যমন্ত্রী বৈঠকে আইনমন্ত্রীকে প্রশ্ন করেন, এত মামলা জমে রয়েছে কিভাবে? বিষয়টি দেখার কথা বলেন তিনি । ওয়াকিবহাল মহলের মতে, 2020 সালে রাজ্যে পৌরসভা নির্বাচন । 2021 সালে বিধানসভা ভোট । সার্বিক উন্নয়নের কাজ শেষ করার জন্য হাতে সময় অনেকটাই কম । কাজে গতি আনতেই মন্ত্রীদের উপরে চাপ তৈরি করছেন মুখ্যমন্ত্রী ।

Intro:কলকাতা, ১৪ নভেম্বর: নবান্ন সভাঘরের প্রশাসনিক বৈঠক থেকে আজ রাজ্যের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীর ওপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। এই তিন মন্ত্রী হলেন, রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটক। জানা গেছে, তাঁদের কাজ নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী ।


Body: আজ নবান্ন সভাঘরে মন্ত্রী - সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি বুলবুল ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠকে বেশিরভাগ সময় যাবত আলোচনা হয়। পরিস্থিতি মোকাবিলা করে ছন্দে ফেরাতে কী কী করা যাবে সেই রণকৌশল তৈরি হয়। পাশাপাশি দপ্তর গুলির কাজ নিয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী। এই আলোচনা চলাকালীন কয়েকটি দপ্তরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী জানতে পারেন কার্শিয়াংয়ে একটি সার্কিট হাউজ রয়েছে । কিন্তু তা সত্তেও সেখানে আরও একটি সার্কিট হাউজ তৈরি করার জন্য দরপত্র হেকেছে পূর্ত দপ্তর। সূত্রের খবর, বিষয়টি নিয়ে বৈঠকেই মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েন অরূপ বিশ্বাস। এমন কাজ করা যাবে না বলে মন্ত্রীকে সাফ জানিয়ে দেন তিনি। পাশাপাশি রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও রেয়াত করেননি মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত দপ্তরের গ্রিবান সেলে প্রচুর অভিযোগ জমা থাকার কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েন আইন মন্ত্রী মলয় ঘটকও। মুখ্যমন্ত্রী বৈঠকে আইনমন্ত্রীকে প্রশ্ন করেন, এত মামলা জমে রয়েছে কিভাবে ? বিষয়টি দেখার কথা বলেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে, ২০২০ সালে রাজ্যে পুরসভা নির্বাচন। ২০২১ সালে বিধানসভা ভোট। সার্বিক উন্নয়নের কাজ শেষ করার জন্য হাতে সময় রয়েছে অনেকটাই কম। কাজে গতি আনতেই মন্ত্রীদের ওপরে চাপ তৈরি করছেন মুখ্যমন্ত্রী ।


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.