ETV Bharat / city

শুভেন্দুকেই বিধানসভার বিরোধী দলনেতা ঘোষণা করল বিজেপি

পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হলেন শুভেন্দু অধিকারী ৷ আজ বিজেপির তরফে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ শুভেন্দু নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন ৷

author img

By

Published : May 10, 2021, 1:59 PM IST

Updated : May 10, 2021, 3:06 PM IST

the-bjp-has-declared-suvendu-adhikari-as-the-leader-of-the-opposition-in-the-west-bengal-assembly
শুভেন্দু অধিকারীকে বিধানসভার বিরোধী দলনেতা ঘোষণা করল বিজেপি

কলকাতা, 10 মে : পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হলেন শুভেন্দু অধিকারী ৷ আজ বিজেপির তরফে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ শুভেন্দুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন ৷ বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই জল্পনা চলছিল বিরোধী দলনেতার পদ নিয়ে ৷ শুভেন্দু অধিকারী ছাড়াও মনোজ টিগ্গার নামও উঠে আসছিল ৷ তবে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিধানসভায় দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে নির্বাচিত করা হয়েছে ৷

আজ মুরলীধর সেন রোডের কার্যালয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনের জন্য বৈঠক শুরু হয় ৷ সেই বৈঠকে মুকুল রায়ের তরফে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করা হয় ৷ যে নামে বিজেপির প্রায় সব নেতাই সম্মতি জানান ৷ যার পরেই সর্বসম্মতভাবে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ শুভেন্দু অধিকারীর নাম রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করেন ৷

প্রসঙ্গত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বাছার দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ সেই মতো আজ বিজেপির পরিষদীয় দলের বৈঠক ডাকা হয় ৷ সেই বৈঠকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় শুভেন্দুর নাম প্রস্তাব করেন ৷ এ নিয়ে রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, বিজেপি বিধায়কদের সর্বসম্মতিতে শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : কোভিড আবহে একসঙ্গে শপথ 43 মন্ত্রীর, ভার্চুয়াল শপথ অমিত-ব্রাত্য-রথীনের

তবে, বিজেপির অন্দরের খবর, প্রথমে মুকুল রায়কে বিরোধী দলনেতা হিসেবে ভাবা হচ্ছিল ৷ কিন্তু, মুকুল রায়ের উপর দলের সাংগঠিক দায়িত্ব রয়েছে ৷ সেই সঙ্গে প্রথমবার নির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন ৷ সেখানে বিধানসভার কাজকর্ম সম্পর্কে শুভেন্দুর অভিজ্ঞতা অনেক ৷ তাই শুভেন্দু অধিকারীকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিপক্ষ ছিলেন শুভেন্দু ৷ যে একক লড়াইয়ে মমতাকে নন্দীগ্রাম কেন্দ্র থেকে হারিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ তাই বিধানসভায় শাসক দলের বিপরীতে প্রধান মুখ হিসেবে শুভেন্দুকে দাঁড় করানোর পক্ষে ছিল শীর্ষ নেতৃত্ব ৷ আজ পরিষদীয় দলের বৈঠকে মুকুল রায় নিজে শুভেন্দুর নাম প্রস্তাব করলে, সেই নামে শিলমোহর দেন বাকি সদস্যরা ৷

সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও শুভেন্দুর বিরোধী দলনেতা হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানান ৷ যেখানে তিনি জানিয়েছেন করোনা আক্রান্ত হওয়ায় কয়েকজন বিধায়ক বৈঠকে হাজির থাকতে না পারলেও দলের 76 জন বিধায়ক শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন ৷

কলকাতা, 10 মে : পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হলেন শুভেন্দু অধিকারী ৷ আজ বিজেপির তরফে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ শুভেন্দুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন ৷ বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই জল্পনা চলছিল বিরোধী দলনেতার পদ নিয়ে ৷ শুভেন্দু অধিকারী ছাড়াও মনোজ টিগ্গার নামও উঠে আসছিল ৷ তবে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিধানসভায় দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে নির্বাচিত করা হয়েছে ৷

আজ মুরলীধর সেন রোডের কার্যালয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনের জন্য বৈঠক শুরু হয় ৷ সেই বৈঠকে মুকুল রায়ের তরফে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করা হয় ৷ যে নামে বিজেপির প্রায় সব নেতাই সম্মতি জানান ৷ যার পরেই সর্বসম্মতভাবে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ শুভেন্দু অধিকারীর নাম রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করেন ৷

প্রসঙ্গত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বাছার দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ সেই মতো আজ বিজেপির পরিষদীয় দলের বৈঠক ডাকা হয় ৷ সেই বৈঠকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় শুভেন্দুর নাম প্রস্তাব করেন ৷ এ নিয়ে রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, বিজেপি বিধায়কদের সর্বসম্মতিতে শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : কোভিড আবহে একসঙ্গে শপথ 43 মন্ত্রীর, ভার্চুয়াল শপথ অমিত-ব্রাত্য-রথীনের

তবে, বিজেপির অন্দরের খবর, প্রথমে মুকুল রায়কে বিরোধী দলনেতা হিসেবে ভাবা হচ্ছিল ৷ কিন্তু, মুকুল রায়ের উপর দলের সাংগঠিক দায়িত্ব রয়েছে ৷ সেই সঙ্গে প্রথমবার নির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন ৷ সেখানে বিধানসভার কাজকর্ম সম্পর্কে শুভেন্দুর অভিজ্ঞতা অনেক ৷ তাই শুভেন্দু অধিকারীকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিপক্ষ ছিলেন শুভেন্দু ৷ যে একক লড়াইয়ে মমতাকে নন্দীগ্রাম কেন্দ্র থেকে হারিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ তাই বিধানসভায় শাসক দলের বিপরীতে প্রধান মুখ হিসেবে শুভেন্দুকে দাঁড় করানোর পক্ষে ছিল শীর্ষ নেতৃত্ব ৷ আজ পরিষদীয় দলের বৈঠকে মুকুল রায় নিজে শুভেন্দুর নাম প্রস্তাব করলে, সেই নামে শিলমোহর দেন বাকি সদস্যরা ৷

সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও শুভেন্দুর বিরোধী দলনেতা হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানান ৷ যেখানে তিনি জানিয়েছেন করোনা আক্রান্ত হওয়ায় কয়েকজন বিধায়ক বৈঠকে হাজির থাকতে না পারলেও দলের 76 জন বিধায়ক শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন ৷

Last Updated : May 10, 2021, 3:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.