ETV Bharat / city

শিক্ষকদের বিকাশ ভবন অভিযান, উত্তেজনা সল্টলেকে - শিক্ষকদের বিক্ষোভ

বিধানসভা অভিযানের পর এবার বিকাশ ভবন অভিযান ৷ ফের শিক্ষক ঐক্য় মুক্তমঞ্চের কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়াল সল্টলেকে ৷ সংগঠনের রাজ্য সম্পাদকের বক্তব্য, দাবি না মেটা পর্যন্ত লাগাতার অবস্থান, বিক্ষোভ, অনশন কর্মসূচি চলবে ।

teachers march to bikash bhavan
শিক্ষকদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার
author img

By

Published : Feb 3, 2021, 5:20 PM IST

Updated : Feb 3, 2021, 5:43 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি : ফের শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের মিছিল ঘিরে উত্তেজনা । এবার সল্টলেকের করুণাময়ীতে । এদিন মইদুল ইসলামের নেতৃত্বে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ বিকাশ ভবন অভিযান ও লাগাতার অবস্থানের ডাক দেয় । সেই ডাকে সাড়া দিয়ে কয়েকশো শিক্ষক-শিক্ষিকা জমায়েত করেন করুণাময়ী বাসস্ট্যান্ডে । সেখান থেকে করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে আসতেই পুলিশ তাঁদের জমায়েতকে বেআইনি বলে ঘোষণা করে ৷ কিন্তু পুলিশের নির্দেশ না মানায় পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায় । সেই সময় শিক্ষক-শিক্ষিকারা বাধা দিলে তাঁদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ । সবমিলিয়ে ফের শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের কর্মসূচি ঘিরে ছড়াল উত্তেজনা ৷

আরও পড়ুন : কৃষক বিক্ষোভ নিয়ে টুইট ডিলিট কেন, টুইটারকে নোটিস কেন্দ্রের

এর আগে 11 জানুয়ারি শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার হয়েছিল ধর্মতলায় । হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও শহিদ মিনারের ময়দান থেকে নবান্ন অভিযান করতে পথে নেমে পড়েছিলেন তাঁরা । 12 জানুয়ারিও লালবাজার অভিযান করার চেষ্টা করেছিলেন অবস্থানরত শিক্ষকরা ৷ তারপরের দিন নবান্ন থেকে আলোচনার আশ্বাস পেয়ে শহিদ মিনারের ময়দানে চলা অবস্থান-অনশন কর্মসূচি প্রত্যাহার করেছিলেন তাঁরা । তারপরে জানুয়ারির 27 তারিখ বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই সকালে বিধানসভা অভিযান করেন ৷ অতর্কিতে বিধানসভার নর্থ গেটে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন তাঁরা । গেট টপকে বিধানসভার ভিতরে ঢোকার চেষ্টা করেন অনেকে । ওইদিনের কর্মসূচির পরেই আজ বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থানের ডাক দেয় শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ ।

শিক্ষকদের বিকাশ ভবন অভিযান ঘিরে উত্তেজনা

আরও পড়ুন : হলদিয়ায় মোদির সঙ্গে মঞ্চে দেব, সৌমিত্রর টুইটের জবাব ঘাটালের সাংসদের

আজ পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকেই করুণাময়ী বাসস্ট্যান্ডে জমায়েত করেন কয়েকশো শিক্ষক-শিক্ষিকা । শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম বলেন, "11 থেকে 13 জানুয়ারি শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের ডাকে 13টি শিক্ষক সংগঠন নবান্ন অভিযান করেছিল । তারপরে 27 জানুয়ারি বিধানসভা অভিযান করেছিল । কিন্তু তারপরেও সরকার কথা রাখেনি ৷ আমাদের সঙ্গে বৈঠকে বসেনি । এমতাবস্থায় আবার শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ, পার্শ্বশিক্ষক, এসএসকে, এমএসকে, অ্যাকাডেমিক সুপারভাইজার, বৃত্তিমূলক, মাদ্রাসা শিক্ষক, কম্পিউটার শিক্ষকদের মতো 13টি গণসংগঠন লাগাতার অবস্থানের জন্য বিকাশ ভবন অভিমুখে মিছিল করে যাব । যতক্ষণ না দাবির ভিত্তিতে সরকারি নির্দেশিকা প্রকাশিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত লাগাতার অবস্থান, বিক্ষোভ, অনশন কর্মসূচি চলবে ।"

আরও পড়ুন : বিজেপির রথযাত্রা বন্ধের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কিন্তু এদিন জমায়েত হওয়ার পরেই পুলিশ এসে তাঁদের জমায়েতকে বেআইনি ঘোষণা করে চলে যেতে বলে । কিন্তু আন্দোলনকারীরা জানান, কলকাতা হাইকোর্টে আজ তাঁদের কর্মসূচির অনুমতির মামলা উঠবে । কিছুক্ষণের মধ্যেই সেই অনুমতি চলে আসবে । কিন্তু আগে থেকে অনুমতি না থাকায় পুলিশ তাঁদের আটক করে । সেই সময় আন্দোলনকারীরা বাধা দিলে পুলিশ টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে গাড়িতে তোলে তাঁদের । আটক করা হয় শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলামকেও । ফলে পুলিশি বাধায় আজকের কর্মসূচি করতে পারল না শিক্ষক-শিক্ষিকারা ।

আরও পড়ুন : এবার বিজেপির পরিবারে ভাঙন! মুকুল রায়ের শ্যালক তৃণমূলে

কলকাতা, 3 ফেব্রুয়ারি : ফের শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের মিছিল ঘিরে উত্তেজনা । এবার সল্টলেকের করুণাময়ীতে । এদিন মইদুল ইসলামের নেতৃত্বে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ বিকাশ ভবন অভিযান ও লাগাতার অবস্থানের ডাক দেয় । সেই ডাকে সাড়া দিয়ে কয়েকশো শিক্ষক-শিক্ষিকা জমায়েত করেন করুণাময়ী বাসস্ট্যান্ডে । সেখান থেকে করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে আসতেই পুলিশ তাঁদের জমায়েতকে বেআইনি বলে ঘোষণা করে ৷ কিন্তু পুলিশের নির্দেশ না মানায় পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায় । সেই সময় শিক্ষক-শিক্ষিকারা বাধা দিলে তাঁদের টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ । সবমিলিয়ে ফের শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের কর্মসূচি ঘিরে ছড়াল উত্তেজনা ৷

আরও পড়ুন : কৃষক বিক্ষোভ নিয়ে টুইট ডিলিট কেন, টুইটারকে নোটিস কেন্দ্রের

এর আগে 11 জানুয়ারি শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার হয়েছিল ধর্মতলায় । হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও শহিদ মিনারের ময়দান থেকে নবান্ন অভিযান করতে পথে নেমে পড়েছিলেন তাঁরা । 12 জানুয়ারিও লালবাজার অভিযান করার চেষ্টা করেছিলেন অবস্থানরত শিক্ষকরা ৷ তারপরের দিন নবান্ন থেকে আলোচনার আশ্বাস পেয়ে শহিদ মিনারের ময়দানে চলা অবস্থান-অনশন কর্মসূচি প্রত্যাহার করেছিলেন তাঁরা । তারপরে জানুয়ারির 27 তারিখ বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই সকালে বিধানসভা অভিযান করেন ৷ অতর্কিতে বিধানসভার নর্থ গেটে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন তাঁরা । গেট টপকে বিধানসভার ভিতরে ঢোকার চেষ্টা করেন অনেকে । ওইদিনের কর্মসূচির পরেই আজ বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থানের ডাক দেয় শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ ।

শিক্ষকদের বিকাশ ভবন অভিযান ঘিরে উত্তেজনা

আরও পড়ুন : হলদিয়ায় মোদির সঙ্গে মঞ্চে দেব, সৌমিত্রর টুইটের জবাব ঘাটালের সাংসদের

আজ পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকেই করুণাময়ী বাসস্ট্যান্ডে জমায়েত করেন কয়েকশো শিক্ষক-শিক্ষিকা । শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম বলেন, "11 থেকে 13 জানুয়ারি শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের ডাকে 13টি শিক্ষক সংগঠন নবান্ন অভিযান করেছিল । তারপরে 27 জানুয়ারি বিধানসভা অভিযান করেছিল । কিন্তু তারপরেও সরকার কথা রাখেনি ৷ আমাদের সঙ্গে বৈঠকে বসেনি । এমতাবস্থায় আবার শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ, পার্শ্বশিক্ষক, এসএসকে, এমএসকে, অ্যাকাডেমিক সুপারভাইজার, বৃত্তিমূলক, মাদ্রাসা শিক্ষক, কম্পিউটার শিক্ষকদের মতো 13টি গণসংগঠন লাগাতার অবস্থানের জন্য বিকাশ ভবন অভিমুখে মিছিল করে যাব । যতক্ষণ না দাবির ভিত্তিতে সরকারি নির্দেশিকা প্রকাশিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত লাগাতার অবস্থান, বিক্ষোভ, অনশন কর্মসূচি চলবে ।"

আরও পড়ুন : বিজেপির রথযাত্রা বন্ধের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কিন্তু এদিন জমায়েত হওয়ার পরেই পুলিশ এসে তাঁদের জমায়েতকে বেআইনি ঘোষণা করে চলে যেতে বলে । কিন্তু আন্দোলনকারীরা জানান, কলকাতা হাইকোর্টে আজ তাঁদের কর্মসূচির অনুমতির মামলা উঠবে । কিছুক্ষণের মধ্যেই সেই অনুমতি চলে আসবে । কিন্তু আগে থেকে অনুমতি না থাকায় পুলিশ তাঁদের আটক করে । সেই সময় আন্দোলনকারীরা বাধা দিলে পুলিশ টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে গাড়িতে তোলে তাঁদের । আটক করা হয় শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলামকেও । ফলে পুলিশি বাধায় আজকের কর্মসূচি করতে পারল না শিক্ষক-শিক্ষিকারা ।

আরও পড়ুন : এবার বিজেপির পরিবারে ভাঙন! মুকুল রায়ের শ্যালক তৃণমূলে

Last Updated : Feb 3, 2021, 5:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.