ETV Bharat / city

Temporary TMC office: মাঝে আর কয়েকটা দিন, প্রস্তুত অস্থায়ী তৃণমূল ভবন

তৃণমূলের অস্থায়ী ভবন প্রায় তৈরি (Temporary TMC office)৷ এই ভবনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বসার আলাদা ঘর থাকছে (Mamata Banerjee to inaugurate TMC office)৷

Temporary TMC office is ready, Mamata Banerjee to inaugurate soon
মাঝে আর কয়েকটা দিন, প্রস্তুত অস্থায়ী তৃণমূল ভবন
author img

By

Published : May 1, 2022, 4:33 PM IST

কলকাতা, 1 মে: আর মাঝে মাত্র কয়েকটা দিন । সব রকম প্রস্তুতি প্রায় সারা । অস্থায়ী ভাবে দলের রাজ্য অফিস (Temporary TMC office) উত্তর পঞ্চান্ন থেকে চলে যাচ্ছে বাইপাসের ধারে সাউথ ক্যানাল রোডের একটি অতিথিশালায় । এই অস্থায়ী পার্টি অফিসটি উদ্বোধনের পর থেকেই যতদিন পর্যন্ত পুরনো পার্টি অফিস সংস্কারের পর পুরোপুরি ভাবে তৈরি না হয়ে যাবে, ততদিন পর্যন্ত এখান থেকেই চলবে তৃণমূল কংগ্রেসের সমস্ত কাজকর্ম (Mamata Banerjee to inaugurate TMC office)।

মাঝে কিছুদিন কালীঘাট, কিছুদিন ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের পাশে থাকা হোটেল এবং কিছুদিন তৃণমূল ভবনের পাশে একটি অস্থায়ী কক্ষে দলের কাজকর্ম হয়েছে । তবে এই অবস্থায় বড় বৈঠকের ক্ষেত্রে সমস্যা হত । আর সে কারণেই দলনেত্রী নির্দেশ দিয়েছিলেন, যতদিন না পর্যন্ত তৃণমূল ভবন পুরোপুরি প্রস্তুত হয়ে যায়, ততদিন অস্থায়ী ভাবে দলের কাজের জন্য একটি পার্টি অফিস দেখা হোক । সেইমতো চিংড়িঘাটার ঠিক আগে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে সাউথ ক্যানাল রোডে পাঁচতলা ভবন ভাড়া নিয়েছে তৃণমূল কংগ্রেস (New TMC office)।

আরও পড়ুন: Mamata Banerjee Calls Party Meeting : অক্ষয় তৃতীয়ার দিন দলের গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন মমতা

প্রায় 15 হাজার বর্গফুটের পাঁচতলার এই নতুন ভবনটি পুরোটাই ঝাঁ-চকচকে । উদ্বোধনের আগে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন ছবিতে সেজে উঠেছে এই ভবন । মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর জন্য পৃথক ঘর থাকছে এই ভবনে । তিন তলায় দলনেত্রীর জন্য পৃথক ঘরের পাশাপাশি থাকছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস । যে ভাবে তৃণমূল ভবনের নিচতলায় নিয়মিত বসতেন সুব্রত বক্সি, এখানেও একই ভাবে একতলায় রাজ্য সভাপতির জন্য আলাদা বসার ঘরের ব্যবস্থা হয়েছে । এ ছাড়া একটি শাখা সংগঠনের জন্য আলাদা ঘর থাকছেই ৷ রিসেপশন ও অফিসারদের জন্য আলাদা বসার ব্যবস্থা ।

প্রতিটি ফ্লোরেই থাকছে আলাদা কনফারেন্স রুম । একতলায় থাকছে প্রেস কনফারেন্সের জন্য বিশাল ব্যবস্থা । এক তল থেকে অন্য তলে যাওয়ার জন্য রয়েছে লিফট ও সিঁড়ি । যেহেতু সবসময় তৃণমূল ভবন ভিআইপিদের আনাগোনায় ব্যস্ত থাকে, তাই এখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকছে ৷ একই সঙ্গে গোটা ভবন মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি দিয়ে । এখনও পর্যন্ত যা খবর, নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করবেন দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং । ওইদিনই বাস্তু পুজো করে গৃহপ্রবেশ হবে । সেখানে পুরোহিতের দায়িত্বে থাকছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ।

কলকাতা, 1 মে: আর মাঝে মাত্র কয়েকটা দিন । সব রকম প্রস্তুতি প্রায় সারা । অস্থায়ী ভাবে দলের রাজ্য অফিস (Temporary TMC office) উত্তর পঞ্চান্ন থেকে চলে যাচ্ছে বাইপাসের ধারে সাউথ ক্যানাল রোডের একটি অতিথিশালায় । এই অস্থায়ী পার্টি অফিসটি উদ্বোধনের পর থেকেই যতদিন পর্যন্ত পুরনো পার্টি অফিস সংস্কারের পর পুরোপুরি ভাবে তৈরি না হয়ে যাবে, ততদিন পর্যন্ত এখান থেকেই চলবে তৃণমূল কংগ্রেসের সমস্ত কাজকর্ম (Mamata Banerjee to inaugurate TMC office)।

মাঝে কিছুদিন কালীঘাট, কিছুদিন ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের পাশে থাকা হোটেল এবং কিছুদিন তৃণমূল ভবনের পাশে একটি অস্থায়ী কক্ষে দলের কাজকর্ম হয়েছে । তবে এই অবস্থায় বড় বৈঠকের ক্ষেত্রে সমস্যা হত । আর সে কারণেই দলনেত্রী নির্দেশ দিয়েছিলেন, যতদিন না পর্যন্ত তৃণমূল ভবন পুরোপুরি প্রস্তুত হয়ে যায়, ততদিন অস্থায়ী ভাবে দলের কাজের জন্য একটি পার্টি অফিস দেখা হোক । সেইমতো চিংড়িঘাটার ঠিক আগে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে সাউথ ক্যানাল রোডে পাঁচতলা ভবন ভাড়া নিয়েছে তৃণমূল কংগ্রেস (New TMC office)।

আরও পড়ুন: Mamata Banerjee Calls Party Meeting : অক্ষয় তৃতীয়ার দিন দলের গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন মমতা

প্রায় 15 হাজার বর্গফুটের পাঁচতলার এই নতুন ভবনটি পুরোটাই ঝাঁ-চকচকে । উদ্বোধনের আগে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন ছবিতে সেজে উঠেছে এই ভবন । মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর জন্য পৃথক ঘর থাকছে এই ভবনে । তিন তলায় দলনেত্রীর জন্য পৃথক ঘরের পাশাপাশি থাকছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস । যে ভাবে তৃণমূল ভবনের নিচতলায় নিয়মিত বসতেন সুব্রত বক্সি, এখানেও একই ভাবে একতলায় রাজ্য সভাপতির জন্য আলাদা বসার ঘরের ব্যবস্থা হয়েছে । এ ছাড়া একটি শাখা সংগঠনের জন্য আলাদা ঘর থাকছেই ৷ রিসেপশন ও অফিসারদের জন্য আলাদা বসার ব্যবস্থা ।

প্রতিটি ফ্লোরেই থাকছে আলাদা কনফারেন্স রুম । একতলায় থাকছে প্রেস কনফারেন্সের জন্য বিশাল ব্যবস্থা । এক তল থেকে অন্য তলে যাওয়ার জন্য রয়েছে লিফট ও সিঁড়ি । যেহেতু সবসময় তৃণমূল ভবন ভিআইপিদের আনাগোনায় ব্যস্ত থাকে, তাই এখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকছে ৷ একই সঙ্গে গোটা ভবন মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি দিয়ে । এখনও পর্যন্ত যা খবর, নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করবেন দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং । ওইদিনই বাস্তু পুজো করে গৃহপ্রবেশ হবে । সেখানে পুরোহিতের দায়িত্বে থাকছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.