ETV Bharat / city

Partha Chatterjee Interrogation: কনফারেন্স রুমে অস্থায়ী লকআপে জেরা পার্থকে, একাধিক ব্যক্তির নাম অর্পিতার মুখে - অর্পিতা মুখোপাধ্যায়

প্রাক্তন শিক্ষামন্ত্রীকে এদিন সকাল সাড়ে দশটার সময় ইডির(Enforcement Directorate) তিনজন আধিকারিক জিজ্ঞাসাবাদ শুরু করেন । জেরা চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) একাধিকবার নিজের অসুস্থতার কথা জানান ৷

Partha Chatterjee Interrogation
Partha Chatterjee Interrogation
author img

By

Published : Jul 26, 2022, 10:07 PM IST

কলকাতা, 26 জুলাই: সল্টলেক সিজিও কমপ্লেক্সে(CGO Complex) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর(Enforcement Directorate) কনফারেন্স রুমের মধ্যেই একটি অস্থায়ী লকআপ তৈরি করা হয়েছে(Temporary lockup set up)। মঙ্গলবার সকালে সেই অস্থায়ী লকআপে আনা হয় পার্থ চট্টোপাধ্যায়কে(Partha Chatterjee)। সেখানেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে এদিন সকাল সাড়ে দশটার সময় ইডির তিনজন আধিকারিক জিজ্ঞাসাবাদ শুরু করেন ।

পার্থর বাড়ি থেকে 2021 সালে টেটের সংশোধিত ফল পাওয়া গিয়েছে ৷ পাশাপাশি উদ্ধার হয়েছে প্রাইমারি এডুকেশন দফতরের সভাপতির একটি নোট । জানা গিয়েছে, ওই সকল উদ্ধার হওয়া নথিপত্র দেখিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে ইডির গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেন । জেরায় একাধিক প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন । ইডি সূত্রের খবর, জেরা চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee Interrogation) একাধিকবার নিজের অসুস্থতার কথা জানান এবং তিনি বলেন, "এই সকল বিষয় বহু বছর আগেকার ৷ আমার এই মুহূর্তে কিছু মনে পড়ছে না ।"

মঙ্গলবার সকাল থেকে অর্পিতা মুখোপাধ্যায়কেও(Arpita Mukherjee) জেরা শুরু করেছেন ইডির মহিলা আধিকারিকরা । পার্থ 'ঘনিষ্ঠ' অর্পিতার বয়ান রেকর্ড করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি সমস্ত জেরা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হচ্ছে বলেও খবর । এদিন অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয় তিনি কতবার এবং কার কার সঙ্গে বিদেশ ভ্রমণ করেছিলেন ৷ তাঁর হরিদেবপুরের ডায়মন্ড সিটি সাউথ আবাসন থেকে একাধিক বিদেশি মুদ্রা উদ্ধার হয় । এসএসসি দুর্নীতি কাণ্ডের(SSC Recruitment Scam) সঙ্গে এই বিদেশী মুদ্রার কি যোগ রয়েছে, তা জানার চেষ্টা করেন গোয়েন্দারা ।

আরও পড়ুন: কী জানতে চাওয়া হবে পার্থর থেকে ? দিল্লি থেকে পাঠানো প্রশ্নমালায় চলবে জেরা

জানা গিয়েছে, জেরায় অর্পিতা মুখোপাধ্যায় বেশ কয়েকজন ব্যক্তির নাম নিয়েছেন গোয়েন্দাদের কাছে । তবে সঠিক কাদের নাম নিয়েছেন সেই সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি ইডি সূত্রে ।

কলকাতা, 26 জুলাই: সল্টলেক সিজিও কমপ্লেক্সে(CGO Complex) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর(Enforcement Directorate) কনফারেন্স রুমের মধ্যেই একটি অস্থায়ী লকআপ তৈরি করা হয়েছে(Temporary lockup set up)। মঙ্গলবার সকালে সেই অস্থায়ী লকআপে আনা হয় পার্থ চট্টোপাধ্যায়কে(Partha Chatterjee)। সেখানেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে এদিন সকাল সাড়ে দশটার সময় ইডির তিনজন আধিকারিক জিজ্ঞাসাবাদ শুরু করেন ।

পার্থর বাড়ি থেকে 2021 সালে টেটের সংশোধিত ফল পাওয়া গিয়েছে ৷ পাশাপাশি উদ্ধার হয়েছে প্রাইমারি এডুকেশন দফতরের সভাপতির একটি নোট । জানা গিয়েছে, ওই সকল উদ্ধার হওয়া নথিপত্র দেখিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে ইডির গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেন । জেরায় একাধিক প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন । ইডি সূত্রের খবর, জেরা চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee Interrogation) একাধিকবার নিজের অসুস্থতার কথা জানান এবং তিনি বলেন, "এই সকল বিষয় বহু বছর আগেকার ৷ আমার এই মুহূর্তে কিছু মনে পড়ছে না ।"

মঙ্গলবার সকাল থেকে অর্পিতা মুখোপাধ্যায়কেও(Arpita Mukherjee) জেরা শুরু করেছেন ইডির মহিলা আধিকারিকরা । পার্থ 'ঘনিষ্ঠ' অর্পিতার বয়ান রেকর্ড করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি সমস্ত জেরা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হচ্ছে বলেও খবর । এদিন অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয় তিনি কতবার এবং কার কার সঙ্গে বিদেশ ভ্রমণ করেছিলেন ৷ তাঁর হরিদেবপুরের ডায়মন্ড সিটি সাউথ আবাসন থেকে একাধিক বিদেশি মুদ্রা উদ্ধার হয় । এসএসসি দুর্নীতি কাণ্ডের(SSC Recruitment Scam) সঙ্গে এই বিদেশী মুদ্রার কি যোগ রয়েছে, তা জানার চেষ্টা করেন গোয়েন্দারা ।

আরও পড়ুন: কী জানতে চাওয়া হবে পার্থর থেকে ? দিল্লি থেকে পাঠানো প্রশ্নমালায় চলবে জেরা

জানা গিয়েছে, জেরায় অর্পিতা মুখোপাধ্যায় বেশ কয়েকজন ব্যক্তির নাম নিয়েছেন গোয়েন্দাদের কাছে । তবে সঠিক কাদের নাম নিয়েছেন সেই সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি ইডি সূত্রে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.