ETV Bharat / city

Weather Forecast: অক্টোবরের শেষেই শীতের আগমন ! আগামীকাল থেকে কমতে পারে তাপমাত্রা

বৃষ্টি ধরে গেলেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ বলা হয়েছে, উত্তর-পূর্ব দিক থেকে শীতল বাতাস প্রবেশ করতে পারে আমাদের রাজ্যে । এর ফলে 22 অক্টোবর থেকে রাতের দিকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে ৷

Temperature may drop in kolkata friday onwards
শুক্রবার থেকে কমতে পারে তাপমাত্রা
author img

By

Published : Oct 21, 2021, 12:44 PM IST

কলকাতা, 21 অক্টোবর : দুর্যোগের মেঘ কাটিয়ে উঠেছে কলকাতা ৷ এবার শীতের আগমন ঘটতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷ তবে কলকাতা আপাতত রক্ষা পেলেও, এখনই দুর্যোগ থেকে রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গ ৷ আগামী 24 ঘণ্টায় সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ বিহারে থাকা নিম্নচাপটি দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে ৷ তার প্রভাবেই পাহাড়ে দুর্যোগ নেমে আসতে পারে বলে জানানো হয়েছে ৷

আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে, এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিক্ষিপ্তভাবে দু’-এক জায়গায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে ৷ এছাড়া, পাহাড় লাগোয়া তিন জেলা, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও আগামী 24 ঘণ্টায ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন: Corona in Bengal : উদ্বেগ বাড়িয়ে রাজ্যে দৈনিক সংক্রমণ সাড়ে আটশো পার

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার সামান্য উন্নতি হবে । ভারী বৃষ্টি না হয়ে, হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে ৷ তবে একটানা বৃষ্টির ফলে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে ৷ তাই একাধিক জায়গায় ধস নামতে পারে বলেও সতর্ক করা হয়েছে ৷

তবে পাহাড়ে দুর্যোগের আশঙ্কা দেখা দিলেও, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে । আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি যদিও বা হয়, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম ৷ উপকূলবর্তী হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় হালকা বৃষ্টি হলেও হতে পারে ৷

আরও পড়ুন: Gariahat Double Murder : সুবীর চাকি খুনে পরিচারিকার ছেলে ভিকির জড়িত থাকার অভিযোগ

বৃষ্টি ধরে গেলেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ বলা হয়েছে, উত্তর-পূর্ব দিক থেকে শীতল বাতাস প্রবেশ করতে পারে আমাদের রাজ্যে । এর ফলে 22 অক্টোবর থেকে রাতের দিকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে ৷ হালকা শীত অনুভূত হতে পারে ৷

কলকাতা, 21 অক্টোবর : দুর্যোগের মেঘ কাটিয়ে উঠেছে কলকাতা ৷ এবার শীতের আগমন ঘটতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷ তবে কলকাতা আপাতত রক্ষা পেলেও, এখনই দুর্যোগ থেকে রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গ ৷ আগামী 24 ঘণ্টায় সেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ বিহারে থাকা নিম্নচাপটি দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে ৷ তার প্রভাবেই পাহাড়ে দুর্যোগ নেমে আসতে পারে বলে জানানো হয়েছে ৷

আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে, এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বিক্ষিপ্তভাবে দু’-এক জায়গায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে ৷ এছাড়া, পাহাড় লাগোয়া তিন জেলা, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও আগামী 24 ঘণ্টায ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন: Corona in Bengal : উদ্বেগ বাড়িয়ে রাজ্যে দৈনিক সংক্রমণ সাড়ে আটশো পার

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার সামান্য উন্নতি হবে । ভারী বৃষ্টি না হয়ে, হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে ৷ তবে একটানা বৃষ্টির ফলে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে ৷ তাই একাধিক জায়গায় ধস নামতে পারে বলেও সতর্ক করা হয়েছে ৷

তবে পাহাড়ে দুর্যোগের আশঙ্কা দেখা দিলেও, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে । আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি যদিও বা হয়, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম ৷ উপকূলবর্তী হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় হালকা বৃষ্টি হলেও হতে পারে ৷

আরও পড়ুন: Gariahat Double Murder : সুবীর চাকি খুনে পরিচারিকার ছেলে ভিকির জড়িত থাকার অভিযোগ

বৃষ্টি ধরে গেলেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ বলা হয়েছে, উত্তর-পূর্ব দিক থেকে শীতল বাতাস প্রবেশ করতে পারে আমাদের রাজ্যে । এর ফলে 22 অক্টোবর থেকে রাতের দিকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে ৷ হালকা শীত অনুভূত হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.