ETV Bharat / city

Weather Forecast: রবিবার রাত থেকেই পারদ পতন শুরু, শহরে শীতের আমেজ শীঘ্রই - Kolkata

উল্লেখ্য, গত কয়েক দিন তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী হলেও, শনিবার সকাল থেকে হেমন্তের শীতল হাওয়া অনুভূত হচ্ছে । সকালে হালকা কুয়াশার রেশ ছিল । বেলায় রোদ বাড়লেও, ভ্যাপসা গরম নেই । বরং রাজ্যে এই মুহূর্তে শীতের অনুকুল পরিস্থিতিই রয়েছে বলে দাবি আবহবিদদের ।

http://10.10.50.85//west-bengal/30-October-2021/wb-kol-01-weather-forcast-winter-update-7203415-vis_30102021095456_3010f_1635567896_948.jpg
শহরে শীতের আমেজ শীঘ্রই
author img

By

Published : Oct 30, 2021, 1:37 PM IST

কলকাতা, 30 অক্টোবর: দীপাবলির আগেই পারদ পতন । রবিবার রাত থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর । বলা হয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহের মাঝামাঝি নাগাদ তাপমাত্রা বেশ কিছুটা নামবে । শীতের আমেজ অনুভূত হবে শহর কলকাতায় ।

শীত পড়ার আগে ফের এক দফা বৃষ্টি হতে পারে বলে এর আগে জানা গিয়েছিল । তবে আবহবিদরা জানিয়েছেন, কালীপুজো এবং দীপাবলিতে আকাশ পরিষ্কারই থাকবে । বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । আবহাওয়া মূলত শুষ্ক থাকবে । স্বাভাবিকের থেকে নীচে নেমে যাবে স্বাভাবিক তাপমাত্রা ।

আরও পড়ুন: Babul Supriyo : উত্তরাখণ্ডে মৃত আসানসোলের পর্যটক, জম্মুর মতো ক্ষতিপূরণ চেয়ে প্রধানমন্ত্রীকে টুইট বাবুলের

উল্লেখ্য, গত কয়েক দিন তাপমাত্রা একটি ঊর্ধ্বমুখী হলেও, শনিবার সকাল থেকে হেমন্তের শীতল হাওয়া অনুভূত হচ্ছে । সকালে হালকা কুয়াশার রেশ ছিল । বেলায় রোদ বাড়লেও, ভ্যাপসা গরম নেই । বরং রাজ্যে এই মুহূর্তে শীতের অনুকুল পরিস্থিতিই রয়েছে বলে দাবি আবহবিদদের ।

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। গত 24 ঘণ্টায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । বাতাসে জলীয় বাস্পের পরিমাণ ছিল 94 শতাংশ । বৃষ্টি হয়নি ।

আরও পড়ুন: Fund Allotment for Schools : ফের পঠন-পাঠন শুরুর আগে স্কুল সংস্কারে অর্থিক অনুদান রাজ্যের

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন হেমন্তের উপস্থিতি থাকবে রাজ্যে । ফলে হালকা ঠান্ডা অনুভূত হবে । আগামী 5 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । আকাশ পরিষ্কারই থাকবে । তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী হবে এবং তার জেরে বাড়বে শীতের অনুভূতি । তবে দক্ষিণবঙ্গে না হলেও, রবিবার দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

কলকাতা, 30 অক্টোবর: দীপাবলির আগেই পারদ পতন । রবিবার রাত থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর । বলা হয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহের মাঝামাঝি নাগাদ তাপমাত্রা বেশ কিছুটা নামবে । শীতের আমেজ অনুভূত হবে শহর কলকাতায় ।

শীত পড়ার আগে ফের এক দফা বৃষ্টি হতে পারে বলে এর আগে জানা গিয়েছিল । তবে আবহবিদরা জানিয়েছেন, কালীপুজো এবং দীপাবলিতে আকাশ পরিষ্কারই থাকবে । বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । আবহাওয়া মূলত শুষ্ক থাকবে । স্বাভাবিকের থেকে নীচে নেমে যাবে স্বাভাবিক তাপমাত্রা ।

আরও পড়ুন: Babul Supriyo : উত্তরাখণ্ডে মৃত আসানসোলের পর্যটক, জম্মুর মতো ক্ষতিপূরণ চেয়ে প্রধানমন্ত্রীকে টুইট বাবুলের

উল্লেখ্য, গত কয়েক দিন তাপমাত্রা একটি ঊর্ধ্বমুখী হলেও, শনিবার সকাল থেকে হেমন্তের শীতল হাওয়া অনুভূত হচ্ছে । সকালে হালকা কুয়াশার রেশ ছিল । বেলায় রোদ বাড়লেও, ভ্যাপসা গরম নেই । বরং রাজ্যে এই মুহূর্তে শীতের অনুকুল পরিস্থিতিই রয়েছে বলে দাবি আবহবিদদের ।

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। গত 24 ঘণ্টায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । বাতাসে জলীয় বাস্পের পরিমাণ ছিল 94 শতাংশ । বৃষ্টি হয়নি ।

আরও পড়ুন: Fund Allotment for Schools : ফের পঠন-পাঠন শুরুর আগে স্কুল সংস্কারে অর্থিক অনুদান রাজ্যের

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন হেমন্তের উপস্থিতি থাকবে রাজ্যে । ফলে হালকা ঠান্ডা অনুভূত হবে । আগামী 5 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । আকাশ পরিষ্কারই থাকবে । তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী হবে এবং তার জেরে বাড়বে শীতের অনুভূতি । তবে দক্ষিণবঙ্গে না হলেও, রবিবার দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.