ETV Bharat / city

Weather Forecast : বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে তাপমাত্রার পারদ চড়ছে রাজ্যে

আংশিক মেঘলা থাকবে জগদ্ধাত্রী পুজোর নবমীর আকাশ । রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনাও ৷ বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে দুই চব্বিশ পরগনা এবং অন্যান্য জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ।

author img

By

Published : Nov 13, 2021, 11:28 AM IST

Weather Forecast
মেঘলা আকাশ, জগদ্ধাত্রী পুজোর নবমীতেও বৃষ্টির সম্ভাবনা

কলকাতা, 13 নভেম্বর : আংশিক মেঘলা থাকবে জগদ্ধাত্রী পুজোর নবমীর আকাশ । আবহাওয়া দফতরের পূর্বাভাস, আকাশে মেঘের কারণেই তাপমাত্রার পারদ চড়বে । শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি । শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস । গত চারদিনে রাজ্যে চার ডিগ্রি তাপমাত্রা বেড়েছে ।

শনিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমান থাকবে 92 শতাংশ । আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা বাড়ার পাশাপাশি রয়েছে বৃষ্টির সম্ভাবনাও ।

আরও পড়ুন : Corona in Bengal : রাজ্যে সামান্য বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল মৃত্যুও

কয়েকদিন আগেও বঙ্গবাসী আশা করেছিলেন, হেমন্তের হাত ধরেই রাজ্যে আসছে শীত । কিন্তু চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকেই কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রায় পরিবর্তন দেখা দিয়েছে, যার মূলে রয়েছে বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হওয়া নিম্নচাপ । তার জেরেই আবহওয়া অফিসের তরফে আগামী 5 দিন পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ রাজ্যে ব্যাপকভাবে এর প্রভাব না পড়লেও দুই চব্বিশ পরগনা এবং অন্যান্য জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে । জগদ্ধাত্রী পুজো এবং পরবর্তী দু'দিন ছাতা নিয়েই বেরোতে হবে রাজ্যবাসীকে ।

অন্যদিকে জানা যাচ্ছে, সাময়িকভাবে হারিয়ে যাওয়া ঠাণ্ডার আমেজ নতুন সপ্তাহের মাঝামাঝি আবার ফিরতে পারে ।

কলকাতা, 13 নভেম্বর : আংশিক মেঘলা থাকবে জগদ্ধাত্রী পুজোর নবমীর আকাশ । আবহাওয়া দফতরের পূর্বাভাস, আকাশে মেঘের কারণেই তাপমাত্রার পারদ চড়বে । শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি । শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস । গত চারদিনে রাজ্যে চার ডিগ্রি তাপমাত্রা বেড়েছে ।

শনিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমান থাকবে 92 শতাংশ । আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা বাড়ার পাশাপাশি রয়েছে বৃষ্টির সম্ভাবনাও ।

আরও পড়ুন : Corona in Bengal : রাজ্যে সামান্য বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল মৃত্যুও

কয়েকদিন আগেও বঙ্গবাসী আশা করেছিলেন, হেমন্তের হাত ধরেই রাজ্যে আসছে শীত । কিন্তু চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকেই কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রায় পরিবর্তন দেখা দিয়েছে, যার মূলে রয়েছে বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হওয়া নিম্নচাপ । তার জেরেই আবহওয়া অফিসের তরফে আগামী 5 দিন পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ রাজ্যে ব্যাপকভাবে এর প্রভাব না পড়লেও দুই চব্বিশ পরগনা এবং অন্যান্য জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে । জগদ্ধাত্রী পুজো এবং পরবর্তী দু'দিন ছাতা নিয়েই বেরোতে হবে রাজ্যবাসীকে ।

অন্যদিকে জানা যাচ্ছে, সাময়িকভাবে হারিয়ে যাওয়া ঠাণ্ডার আমেজ নতুন সপ্তাহের মাঝামাঝি আবার ফিরতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.