কলকাতা, 25 জানুয়ারি : কুয়াশার দাপটে আচ্ছন্ন গোটা রাজ্য। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহবিদদের পূর্বাভাস, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় দৃশ্যমানতা 50 মিটারের থেকেও কম থাকবে। দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় দৃশ্যমানতা কমে 200 মিটারের নিচে নেমে যাবে৷ আগামী কয়েকদিন কুয়াশার দাপট চলবে রাজ্যজুড়ে। ভাটা পড়বে শীতের আমেজে। বাড়বে তাপমাত্রার পারদ । উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতে ঘন কুয়াশার সর্তকতা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।
সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনেই সকাল থেকে মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ। কুয়াশার চাদরে মোড়া ছিল শহর থেকে শহরতলি। তাপমাত্রার পারদ বাড়ায় কমেছে শীতের অনুভূতি। হাওয়া অফিসের হিসাব বলছে, পরবর্তী 24 ঘণ্টায় আরও কিছুটা বাড়বে তাপমাত্রা। সকালে শীতের হালকা অনুভূতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উধাও হবে শীতের আমেজ। বাড়বে গরম। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাতে ও ভোরে হালকা শীতের আমেজ থাকবে। যদিও বেলা বাড়লেই উধাও হবে শীতের অনুভূতি। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.6 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 4 ডিগ্রি সেলসিয়াস। শেষ 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল 99%।