কলকাতা, 8 সেপ্টেম্বর: করোনার ভয় কাটিয়ে ফের চেনা ছন্দে ফিরেছে দুর্গাপুজো (Durga Puja 2022)। আর তাকে ঘিরে পুজোর দিন কয়েক আগে মণ্ডপ তৈরির চূড়ান্ত ব্যস্ততার ছবি তেলেঙ্গাবাগান দুর্গাপুজো মণ্ডপেও। এবার 57 বছরে পা ফেলছে এই শারদোৎসব। পুজোর থিম 'তোরমা'। বিষয় ভাবনা ও রূপায়ণে শিল্পী মানস রায়। প্রতিমা তৈরি করছেন প্রদীপ রুদ্র পাল। আবহ বাংলা ব্যান্ড ক্যাকটাসের সিধু। আলো করছেন দেবাশিস দাস (Telenga Bagan Durga Puja)।
তোরমা হল উত্তর পূর্ব ভারতের বৌদ্ধদের পুজোর নৈবেদ্য। এটা খাওয়াও যায়। আমাদের পুজোয় যেমন এটা চাল কলা ও রঙ দিয়ে তৈরি হয়, ঠিক তাঁরা তৈরি করেন ইয়াক মাখন ও বার্লি দিয়ে। এমনই এক বৌদ্ধিক উপাচার তোরমার আদলে গড়ে উঠবে তেলেঙ্গাবাগানের গোটা মণ্ডপে। বিভিন্ন মাপের রঙ বেরঙ্গে তোরমা দিয়ে সেজে উঠবে মণ্ডপের নানা অংশ। শিল্পী মানস রায় জানান, এই বিষয় ভাবনার মাধ্যমে প্রার্থনা করি যাতে সকলের ঘরে ঘরে মা দুর্গা নৈবেদ্য রূপে বিরাজ করেন। অন্নের অভাব যেন না হয় (Telenga Bagan Durga Puja Theme)।
আরও পড়ুন: মাথায় প্রকৃতি সংরক্ষণের ভাবনা, তাই মাটি ছাড়াই মাতৃমূর্তি নির্মাণ হোমগার্ড শিল্পীর
তেলেঙ্গাবাগান মানেই দর্শনার্থীদের মধ্যে এক অন্যরকম এবং নতুন কিছু দেখার প্রত্যাশা থাকে ৷ সেই মতোই পুজো উদ্যোক্তারাও প্রায় এক বছর আগে থাকতে থিমের চিন্তাভাবনা শুরু করে দেন ৷ এই প্রসঙ্গেই এখানকার পুজো উদ্যোক্তা অমৃত সাউ জানান, প্রতিবার যেমন দর্শকদের মনে দাগ কাটে তেলেঙ্গাবাগান এবারও তেমনি কাজ হচ্ছে । দর্শকরা এসে হতাশ হবেন না।