ETV Bharat / city

Explosive recover in Newtown : বড়দিনের আগে নিউটাউনে উদ্ধার বিস্ফোরক, পিস্তল - Police of Techno City Police raid in a house

গোপন সূত্রে খবর পেয়ে একটি ঘরে অভিযান চালায় টেকনো সিটি থানার পুলিশ (Police of Techno City Police raid in a house) ।

Explosive recover in Newtown
নিউটাউনে উদ্ধার বিস্ফোরক
author img

By

Published : Dec 23, 2021, 7:51 PM IST

নিউটাউন, 23 ডিসেম্বর : বড়দিনের আগে প্রায় 13 কেজি বিস্ফোরক-সহ একাধিক নাইন এমএম পিস্তল উদ্ধার করল পুলিশ (Techno City Police recover explosive from Newtown) । এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের আওতাধীন টেকনো সিটি থানার পুলিশ ।

তদন্তের স্বার্থে ধৃতদের নাম প্রকাশ করতে চায়নি গোয়েন্দারা । জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি ঘরে অভিযান চালায় (Police of Techno City Police raid in a house) । সেখান থেকেই বেশকিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে । পাশাপাশি একাধিক কার্তুজ এবং নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে টেকনো সিটি থানার পুলিশ ।

আরও পড়ুন : হরিহরপাড়ায় মজুত করা বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ

বড়দিনের আগে শহরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তৎপর ছিল বিধাননগর সিটি পুলিশ । সেই মতো গোপন সূত্রে খবর পেয়ে এই দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে তারা । তাদের নিজেদের হেফাজতে নেওয়া হবে । পাশাপশি উদ্ধার হওয়া বিস্ফোরকগুলি কী জাতীয় বিস্ফোরক, তা জানার জন্য সেগুলি ল্যাবরেটরিতে পাঠাবেন তদন্তকারীরা ।

নিউটাউন, 23 ডিসেম্বর : বড়দিনের আগে প্রায় 13 কেজি বিস্ফোরক-সহ একাধিক নাইন এমএম পিস্তল উদ্ধার করল পুলিশ (Techno City Police recover explosive from Newtown) । এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের আওতাধীন টেকনো সিটি থানার পুলিশ ।

তদন্তের স্বার্থে ধৃতদের নাম প্রকাশ করতে চায়নি গোয়েন্দারা । জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি ঘরে অভিযান চালায় (Police of Techno City Police raid in a house) । সেখান থেকেই বেশকিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে । পাশাপাশি একাধিক কার্তুজ এবং নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে টেকনো সিটি থানার পুলিশ ।

আরও পড়ুন : হরিহরপাড়ায় মজুত করা বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ

বড়দিনের আগে শহরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তৎপর ছিল বিধাননগর সিটি পুলিশ । সেই মতো গোপন সূত্রে খবর পেয়ে এই দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে তারা । তাদের নিজেদের হেফাজতে নেওয়া হবে । পাশাপশি উদ্ধার হওয়া বিস্ফোরকগুলি কী জাতীয় বিস্ফোরক, তা জানার জন্য সেগুলি ল্যাবরেটরিতে পাঠাবেন তদন্তকারীরা ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.