ETV Bharat / city

TMC Joining: তৃণমূলে যোগ দিচ্ছেন বিকাশ ভবনের সামনে বিষ পান করা শিক্ষিকারা - ব্রাত্য বসু

তৃণমূলে যোগ দিচ্ছেন বিকাশ ভবনের সামনে বদলির প্রতিবাদে বিষ পান করা শিক্ষিকারা ৷ আগামী 21 নভেম্বর তাঁরা ডায়মন্ডহারবারে তৃণমূলের একটি সভা থেকে তৃণমূলে যোগ দেবেন ৷ মূলত শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চের ওই শিক্ষিকাদের সঙ্গে সংগঠনের সব শিক্ষক-শিক্ষিকারাই তৃণমূলে যোগ দিচ্ছেন ৷

Teachers who drink poison at Bikash Bhaban are joining to TMC
তৃণমূলে যোগ দিচ্ছেন বিকাশ ভবনের সামনে বিষ পান করা শিক্ষিকারা
author img

By

Published : Nov 19, 2021, 6:04 PM IST

কলকাতা, 19 নভেম্বর : বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিষ পান করে শিরোনামে এসেছিলেন ৷ এবার সেই শিক্ষিকারাই যোগ দিচ্ছেন তৃণমূলে ৷ এখনও পর্যন্ত যা খবর, বিকাশ ভবনের সামনে বিষ পান করা ওই শিক্ষিকারা আগামী 21 নভেম্বর, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ডহারবারে রবীন্দ্র ভবনে তৃণমূলের সভা থেকে ঘাসফুল শিবিরে যোগ দেবেন ৷ ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’-এর বহু সদস্য ওই দিন তৃণমূলে যোগ দিচ্ছেন ৷ তাঁদের সেই যোগদানের মঞ্চে উপস্থিত থাকবেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷

গত 24 অগস্ট সল্টলেকের বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন 5 শিক্ষিকা ৷ তাঁরা হলেন পুতুল জানা মণ্ডল, অনিমা নাগ, ছবি চাকী দাস, শিখা দাস এবং জ্যোৎস্না টুডু ৷ তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যায় পুলিশ ৷ চিকিৎসার পর এখন তাঁরা সম্পূর্ণ সুস্থ রয়েছেন ৷ যে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিবাদে বিষ পান করেছিলেন, এবার সেই দলেই যোগ দিচ্ছেন তাঁরা ৷ সবচেয়ে বড় কথা, এতদিন পর্যন্ত ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’ নামে যে সংগঠন সরকার বিরোধী আন্দোলন করছিল ৷ এর পর আগামী দিনে তার কোনও অস্তিত্বই আর থাকবে না ৷

আরও পড়ুন : Udayan Guha: তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ

মোট 13টি শিক্ষক সংগঠনকে একছাতার তলায় এনে গড়ে তোলা হয়েছিল ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’ ৷ সংগঠনের রাজ্য সম্পাদক মইদুলের দাবি, গোটা রাজ্যে এক লক্ষেরও বেশি সদস্য-সমর্থক রয়েছেন তাঁদের ৷ আগামী রবিবার সকলেই তৃণমূলে যোগ দেবেন ৷ প্রতীকী হিসেবে প্রতি জেলা থেকে 10 জন করে শিক্ষক যোগদান মঞ্চের অনুষ্ঠানে হাজির থাকবেন ৷ এতদিন শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে এসেছে ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’ ৷ বদলির প্রতিবাদে এর আগে নবান্নের সামনে বিক্ষোভ দেখিয়েছেন সংগঠনের সদস্যরা ৷

আরও পড়ুন : Farm Law: জমা পড়া কৃষি আইনের রিপোর্ট প্রকাশের দাবি সুপ্রিম কোর্ট নিযুক্ত প্যানেল সদস্যের

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ি কিংবা বিধানসভার সামনেও একই দাবিতে আন্দোলন করতে দেখা গিয়েছে তাঁদের ৷ এমনকি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির পিছনে আদি গঙ্গায় নেমেও প্রতিবাদে সামিল হয়ে গ্রেফতার হয়ছিলেন সংগঠনের সদস্যরা ৷ আর সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছিল গত 24 অগস্ট ৷ ওই ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’-এর মহিলা সদস্যরা বিক্ষোভ দেখাচ্ছিলেন সল্টলেকের বিকাশ ভবনের সামনে ৷ পুলিশ বাধা দিতে এলে তাঁরা বিষ খান ৷ যারপর বিভিন্ন সময়ে বিরোধী নেতাদের তাঁদের সমর্থনে পাশে দাঁড়াতে দেখা গিয়েছে ৷ কিন্তু, রাজ্যে পুরভোটের আগে গোটা সংগঠনই তৃণমূলের ছাতার তলায় চলে আসছে ৷ যাকে শাসকদলের বড় সাফল্য হিসেবেই দেখছে রাজনৈতিক মহল ৷

কলকাতা, 19 নভেম্বর : বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিষ পান করে শিরোনামে এসেছিলেন ৷ এবার সেই শিক্ষিকারাই যোগ দিচ্ছেন তৃণমূলে ৷ এখনও পর্যন্ত যা খবর, বিকাশ ভবনের সামনে বিষ পান করা ওই শিক্ষিকারা আগামী 21 নভেম্বর, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ডহারবারে রবীন্দ্র ভবনে তৃণমূলের সভা থেকে ঘাসফুল শিবিরে যোগ দেবেন ৷ ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’-এর বহু সদস্য ওই দিন তৃণমূলে যোগ দিচ্ছেন ৷ তাঁদের সেই যোগদানের মঞ্চে উপস্থিত থাকবেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷

গত 24 অগস্ট সল্টলেকের বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন 5 শিক্ষিকা ৷ তাঁরা হলেন পুতুল জানা মণ্ডল, অনিমা নাগ, ছবি চাকী দাস, শিখা দাস এবং জ্যোৎস্না টুডু ৷ তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যায় পুলিশ ৷ চিকিৎসার পর এখন তাঁরা সম্পূর্ণ সুস্থ রয়েছেন ৷ যে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিবাদে বিষ পান করেছিলেন, এবার সেই দলেই যোগ দিচ্ছেন তাঁরা ৷ সবচেয়ে বড় কথা, এতদিন পর্যন্ত ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’ নামে যে সংগঠন সরকার বিরোধী আন্দোলন করছিল ৷ এর পর আগামী দিনে তার কোনও অস্তিত্বই আর থাকবে না ৷

আরও পড়ুন : Udayan Guha: তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ

মোট 13টি শিক্ষক সংগঠনকে একছাতার তলায় এনে গড়ে তোলা হয়েছিল ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’ ৷ সংগঠনের রাজ্য সম্পাদক মইদুলের দাবি, গোটা রাজ্যে এক লক্ষেরও বেশি সদস্য-সমর্থক রয়েছেন তাঁদের ৷ আগামী রবিবার সকলেই তৃণমূলে যোগ দেবেন ৷ প্রতীকী হিসেবে প্রতি জেলা থেকে 10 জন করে শিক্ষক যোগদান মঞ্চের অনুষ্ঠানে হাজির থাকবেন ৷ এতদিন শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে এসেছে ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’ ৷ বদলির প্রতিবাদে এর আগে নবান্নের সামনে বিক্ষোভ দেখিয়েছেন সংগঠনের সদস্যরা ৷

আরও পড়ুন : Farm Law: জমা পড়া কৃষি আইনের রিপোর্ট প্রকাশের দাবি সুপ্রিম কোর্ট নিযুক্ত প্যানেল সদস্যের

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ি কিংবা বিধানসভার সামনেও একই দাবিতে আন্দোলন করতে দেখা গিয়েছে তাঁদের ৷ এমনকি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির পিছনে আদি গঙ্গায় নেমেও প্রতিবাদে সামিল হয়ে গ্রেফতার হয়ছিলেন সংগঠনের সদস্যরা ৷ আর সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছিল গত 24 অগস্ট ৷ ওই ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ’-এর মহিলা সদস্যরা বিক্ষোভ দেখাচ্ছিলেন সল্টলেকের বিকাশ ভবনের সামনে ৷ পুলিশ বাধা দিতে এলে তাঁরা বিষ খান ৷ যারপর বিভিন্ন সময়ে বিরোধী নেতাদের তাঁদের সমর্থনে পাশে দাঁড়াতে দেখা গিয়েছে ৷ কিন্তু, রাজ্যে পুরভোটের আগে গোটা সংগঠনই তৃণমূলের ছাতার তলায় চলে আসছে ৷ যাকে শাসকদলের বড় সাফল্য হিসেবেই দেখছে রাজনৈতিক মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.