ETV Bharat / city

Tea Gold Cup : শুরু হচ্ছে টি গোল্ড কাপ, নতুন প্রতিভার সন্ধানে পাহাড়ে পা আইএফএ'র

পাহাড়ে নতুন প্রতিভার খোঁজে শুরু হচ্ছে টি গোল্ড কাপ (Tea Gold Cup Tournament 2022) ৷ টুর্নামেন্ট শুরু হচ্ছে 1 মে থেকে ৷ অংশগ্রহণ করবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ৷ এদিন শ্রমমন্ত্রী বেচারাম মান্না টুর্নামেন্টের সূচি ঘোষণা করলেন ৷ পাশাপাশি উদ্বোধন করলেন ট্রফিও ৷

Tea Gold Cup News
শুরু হচ্ছে টি গোল্ড কাপ
author img

By

Published : Apr 22, 2022, 10:01 PM IST

কলকাতা, 22 এপ্রিল : পয়লা মে থেকে উত্তরবঙ্গে শুরু হচ্ছে টি গোল্ড কাপ (Tea Gold Cup Tournament 2022) ৷ অংশগ্রহণ করছে উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ৷ শুক্রবার এই টুর্নামেন্টের সূচি ঘোষণা ও ট্রফি উন্মোচন করলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না ৷

নতুন প্রতিভার সন্ধানে এবার পাহাড়ে পাড়ি আইএফএ'র (Indian Football Association) । পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের পৃষ্ঠপোষকতা এবং রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার ব্যবস্থাপনায় উত্তরবঙ্গের চা-বাগানের শ্রমিকদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট শুরু হতে চলেছে । আগামী 1 মে থেকে মোট 16টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হবে । উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারকে বেছে নেওয়া হয়েছে । এক একটা অঞ্চল থেকে চারটি করে দল এই প্রতিযোগিতায় অংশ নেবে । প্রতিটা দলে চারজন করে অনূর্ধ্ব-17 ফুটবলার রাখতে হবে । এই চারজনের মধ‍্যে দু'জনকে প্রথম একাদশে রাখতে হবে ।

বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই টুর্নামেন্টের সূচি ঘোষণা ও ট্রফি উন্মোচন করলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না । ছিলেন শ্রম দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বরুণ রায়, কমিশনার সুমিতা মুখোপাধ্যায়, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় এবং সচিব জয়দীপ মুখোপাধ্যায় । মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, "উত্তরবঙ্গ থেকে একটা সময় ফুটবলাররা কলকাতা ময়দানে খেলতে আসতেন । এককথায় ময়দানের ফুটবলাদের সাপ্লাই লাইন ছিল উত্তরবঙ্গ । এখনও সেখানে অনেক প্রতিভা আছে । পশ্চিমবঙ্গ শ্রমিক কল‍্যাণ পর্ষদ ও আইএফএ-এর যৌথ উদ‍্যোগে টি গোল্ড কাপ শুরু হচ্ছে । উত্তরবঙ্গে 282টি চা-বাগান রয়েছে । চা-বাগানের শ্রমিক পরিবারের ছেলেদের নিয়েই এই ফুটবল প্রতিযোগিতা হবে । এই টুর্নামেন্টের মধ‍্যে দিয়ে বাংলার ফুটবলে উত্তরবঙ্গর সাপ্লাই লাইন ফের তৈরি করতে চাই ।"

আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় বলেন, "জেলায় এই ধরনের টুর্নামেন্ট বাংলার ফুটবলে ইতিবাচক দিক ।" আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় জানান, "জেলার ফুটবল না বাঁচলে বাংলার ফুটবল বাঁচবে না । চা-বাগানের শ্রমিকদের নিয়ে এই টুর্নামেন্ট করতে রাজ‍্যের শ্রম দফতর যেভাবে উদ‍্যোগী হয়েছে তাতে ধন‍্যবাদ জানাতেই হবে । বিশেষ করে মন্ত্রীর আগ্রহ এখানে বড় ভূমিকা পালন করেছে । ওঁর উদ্যোগ না থাকলে এই টুর্নামেন্ট করা যেত না ।"

15 দিনের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে 1 লক্ষ টাকা ও রানার্স দলকে 75 হাজার টাকা পুরস্কার মূল‍্য দেওয়া হবে । ফাইনাল ম‍্যাচটি দার্জিলিং-এর লেবংয়ে অনুষ্ঠিত হবে 14 মে ।

আরও পড়ুন : Santosh Trophy : সন্তোষ ট্রফিতে অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ে আজ বাংলার সামনে মেঘালয়

কলকাতা, 22 এপ্রিল : পয়লা মে থেকে উত্তরবঙ্গে শুরু হচ্ছে টি গোল্ড কাপ (Tea Gold Cup Tournament 2022) ৷ অংশগ্রহণ করছে উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ৷ শুক্রবার এই টুর্নামেন্টের সূচি ঘোষণা ও ট্রফি উন্মোচন করলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না ৷

নতুন প্রতিভার সন্ধানে এবার পাহাড়ে পাড়ি আইএফএ'র (Indian Football Association) । পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের পৃষ্ঠপোষকতা এবং রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার ব্যবস্থাপনায় উত্তরবঙ্গের চা-বাগানের শ্রমিকদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট শুরু হতে চলেছে । আগামী 1 মে থেকে মোট 16টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হবে । উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারকে বেছে নেওয়া হয়েছে । এক একটা অঞ্চল থেকে চারটি করে দল এই প্রতিযোগিতায় অংশ নেবে । প্রতিটা দলে চারজন করে অনূর্ধ্ব-17 ফুটবলার রাখতে হবে । এই চারজনের মধ‍্যে দু'জনকে প্রথম একাদশে রাখতে হবে ।

বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই টুর্নামেন্টের সূচি ঘোষণা ও ট্রফি উন্মোচন করলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না । ছিলেন শ্রম দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বরুণ রায়, কমিশনার সুমিতা মুখোপাধ্যায়, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় এবং সচিব জয়দীপ মুখোপাধ্যায় । মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, "উত্তরবঙ্গ থেকে একটা সময় ফুটবলাররা কলকাতা ময়দানে খেলতে আসতেন । এককথায় ময়দানের ফুটবলাদের সাপ্লাই লাইন ছিল উত্তরবঙ্গ । এখনও সেখানে অনেক প্রতিভা আছে । পশ্চিমবঙ্গ শ্রমিক কল‍্যাণ পর্ষদ ও আইএফএ-এর যৌথ উদ‍্যোগে টি গোল্ড কাপ শুরু হচ্ছে । উত্তরবঙ্গে 282টি চা-বাগান রয়েছে । চা-বাগানের শ্রমিক পরিবারের ছেলেদের নিয়েই এই ফুটবল প্রতিযোগিতা হবে । এই টুর্নামেন্টের মধ‍্যে দিয়ে বাংলার ফুটবলে উত্তরবঙ্গর সাপ্লাই লাইন ফের তৈরি করতে চাই ।"

আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় বলেন, "জেলায় এই ধরনের টুর্নামেন্ট বাংলার ফুটবলে ইতিবাচক দিক ।" আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় জানান, "জেলার ফুটবল না বাঁচলে বাংলার ফুটবল বাঁচবে না । চা-বাগানের শ্রমিকদের নিয়ে এই টুর্নামেন্ট করতে রাজ‍্যের শ্রম দফতর যেভাবে উদ‍্যোগী হয়েছে তাতে ধন‍্যবাদ জানাতেই হবে । বিশেষ করে মন্ত্রীর আগ্রহ এখানে বড় ভূমিকা পালন করেছে । ওঁর উদ্যোগ না থাকলে এই টুর্নামেন্ট করা যেত না ।"

15 দিনের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে 1 লক্ষ টাকা ও রানার্স দলকে 75 হাজার টাকা পুরস্কার মূল‍্য দেওয়া হবে । ফাইনাল ম‍্যাচটি দার্জিলিং-এর লেবংয়ে অনুষ্ঠিত হবে 14 মে ।

আরও পড়ুন : Santosh Trophy : সন্তোষ ট্রফিতে অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ে আজ বাংলার সামনে মেঘালয়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.