ETV Bharat / city

Tathagata Roy: উপনির্বাচনে ভরাডুবিতে বিজেপি নেতাদের তুলোধনা তথাগতর - তথাগত রায়

উপনির্বাচনে (Bengal Bypoll) ভরাডুবির জন্য বিজেপির দলবদলের রাজনীতিকেই কাঠগড়ায় তুললেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy) ৷

Tathagata Roy slams Dilip Ghosh after BJP's defeat in Bengal Bypoll
উপনির্বাচনে ভরাডুবির জন্য বিজেপির দলবদলের রাজনীতিকেই দুষলেন তথাগত
author img

By

Published : Nov 2, 2021, 3:57 PM IST

Updated : Nov 2, 2021, 4:43 PM IST

কলকাতা, 2 নভেম্বর: বাংলার উপনির্বাচনে বিজেপির ভরাডুবির জন্য দলের শীর্ষ নেতাদের দিকেই আঙুল তুললেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় ৷ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের টুইটকে রিটুইট করে তিনি কাঠগড়ায় তুলেছেন গেরুয়া শিবিরের দলবদলের রাজনীতিকে ৷

এক দিন আগেই একটি টুইট করেছিলেন দিলীপ ঘোষ ৷ অন্য দল ছেড়ে যাঁরা বিজেপিতে এসেছেন আবার চলেও গিয়েছেন, টুইটে তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তিনি ৷ রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফেরার পরই দলবদলুদের একহাত নিয়ে টুইটটি করেন মেদিনীপুরের সাংসদ ৷ সেই টুইটে ব্যবহৃত পোস্টারে লেখা ছিল, "অনেক দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন ৷ কিছুজন গিয়েছেন, কিছু এখনও রয়েছেন ৷ তাঁরা উৎপাত করছেন ৷" এ কথার পাশাপাশি পোস্টারে এটাও লেখা ছিল যে, "সবাইকে বাদ দেব ৷ এরা চায় না বিজেপি শক্তিশালী হোক ৷"

বঙ্গ-বিজেপির সদ্য প্রাক্তন সভাপতির নিশানা শুভেন্দু অধিকারী ছিল কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে ৷ কারণ আরএসএস থেকে উঠে আসা দিলীপের হাত ধরেই বাংলায় বিরোধী দলের মর্যাদা পেয়েছে বিজেপি ৷ অথচ তাঁর সভাপতির পদ গিয়েছে ৷ এ দিকে, দলে বড় জায়গা পেয়েছেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন: Dilip Ghosh : অন্য দল ছেড়ে বিজেপিতে যোগদানকারীদের বাদ দিতে চেয়ে বিতর্কে দিলীপ, কটাক্ষ কুণালের

তবে মঙ্গলবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের কাছে পর্যুদস্ত হতে হয়েছে শুভেন্দু-সুকান্তদের বিজেপিকে ৷ সেই পরাজয়ের জন্য নাম না-করে দলের নেতাদেরই দোষী সাব্যস্ত করেছেন বিজেপির প্রবীণ নেতা তথাগত রায় ৷ তিনি লিখেছেন, "দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল । গলবস্ত্র হয়ে তাদের এনেছিল । যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এত বছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন ? আমরা আঠারোটা সিট এনেছি । জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici । এখন ভাঁড়ামো করলে হবে ? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই ।" দিলীপের টুইটটি রিটুইট করেই এ কথা লিখেছেন তথাগত রায় ৷ কাজেই বুঝতে অসুবিধে হওয়ার কথা নয় যে, মেদিনীপুরের সাংসদকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন তিনি ৷

  • দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন ? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে ?
    আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই। https://t.co/33JiAjwkvf

    — Tathagata Roy (@tathagata2) November 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Abhishek Banerjee: উপনির্বাচনে ধুলিসাৎ বিজেপিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে কটাক্ষ অভিষেকের

মঙ্গলবার সকালে খড়দা, গোসাবা, শান্তিপুর ও দিনহাটার উপনির্বাচনের ভোটগণনা শুরুর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হতে থাকে ছবিটা ৷ তৃণমূল প্রার্থীদের ভোট সংখ্যা লাফিয়ে বাড়তে থাকে ৷ চার কেন্দ্রেই বিপুল ব্যবধানে এগিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ অবশেষে দিনহাটায় 1 লাখ 64 হাজার 89 ভোটে এবং গোসাবায় 1 লাখ 43 হাজার 51 ভোটে জয়ী হয়েছে তৃণমূল ৷ অপরদিকে, খড়দায় 93 হাজার 832 ভোটে এবং শান্তিপুরে 63 হাজার 892 ভোটে জয়লাভ করেছে তৃণমূল ৷

আরও পড়ুন: Mamata Banerjee : চার আসনের উপনির্বাচনে মানুষের জয়, টুইট মমতার

কলকাতা, 2 নভেম্বর: বাংলার উপনির্বাচনে বিজেপির ভরাডুবির জন্য দলের শীর্ষ নেতাদের দিকেই আঙুল তুললেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় ৷ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের টুইটকে রিটুইট করে তিনি কাঠগড়ায় তুলেছেন গেরুয়া শিবিরের দলবদলের রাজনীতিকে ৷

এক দিন আগেই একটি টুইট করেছিলেন দিলীপ ঘোষ ৷ অন্য দল ছেড়ে যাঁরা বিজেপিতে এসেছেন আবার চলেও গিয়েছেন, টুইটে তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তিনি ৷ রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফেরার পরই দলবদলুদের একহাত নিয়ে টুইটটি করেন মেদিনীপুরের সাংসদ ৷ সেই টুইটে ব্যবহৃত পোস্টারে লেখা ছিল, "অনেক দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন ৷ কিছুজন গিয়েছেন, কিছু এখনও রয়েছেন ৷ তাঁরা উৎপাত করছেন ৷" এ কথার পাশাপাশি পোস্টারে এটাও লেখা ছিল যে, "সবাইকে বাদ দেব ৷ এরা চায় না বিজেপি শক্তিশালী হোক ৷"

বঙ্গ-বিজেপির সদ্য প্রাক্তন সভাপতির নিশানা শুভেন্দু অধিকারী ছিল কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে ৷ কারণ আরএসএস থেকে উঠে আসা দিলীপের হাত ধরেই বাংলায় বিরোধী দলের মর্যাদা পেয়েছে বিজেপি ৷ অথচ তাঁর সভাপতির পদ গিয়েছে ৷ এ দিকে, দলে বড় জায়গা পেয়েছেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন: Dilip Ghosh : অন্য দল ছেড়ে বিজেপিতে যোগদানকারীদের বাদ দিতে চেয়ে বিতর্কে দিলীপ, কটাক্ষ কুণালের

তবে মঙ্গলবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের কাছে পর্যুদস্ত হতে হয়েছে শুভেন্দু-সুকান্তদের বিজেপিকে ৷ সেই পরাজয়ের জন্য নাম না-করে দলের নেতাদেরই দোষী সাব্যস্ত করেছেন বিজেপির প্রবীণ নেতা তথাগত রায় ৷ তিনি লিখেছেন, "দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল । গলবস্ত্র হয়ে তাদের এনেছিল । যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এত বছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন ? আমরা আঠারোটা সিট এনেছি । জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici । এখন ভাঁড়ামো করলে হবে ? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই ।" দিলীপের টুইটটি রিটুইট করেই এ কথা লিখেছেন তথাগত রায় ৷ কাজেই বুঝতে অসুবিধে হওয়ার কথা নয় যে, মেদিনীপুরের সাংসদকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন তিনি ৷

  • দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন ? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে ?
    আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই। https://t.co/33JiAjwkvf

    — Tathagata Roy (@tathagata2) November 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Abhishek Banerjee: উপনির্বাচনে ধুলিসাৎ বিজেপিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে কটাক্ষ অভিষেকের

মঙ্গলবার সকালে খড়দা, গোসাবা, শান্তিপুর ও দিনহাটার উপনির্বাচনের ভোটগণনা শুরুর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হতে থাকে ছবিটা ৷ তৃণমূল প্রার্থীদের ভোট সংখ্যা লাফিয়ে বাড়তে থাকে ৷ চার কেন্দ্রেই বিপুল ব্যবধানে এগিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ অবশেষে দিনহাটায় 1 লাখ 64 হাজার 89 ভোটে এবং গোসাবায় 1 লাখ 43 হাজার 51 ভোটে জয়ী হয়েছে তৃণমূল ৷ অপরদিকে, খড়দায় 93 হাজার 832 ভোটে এবং শান্তিপুরে 63 হাজার 892 ভোটে জয়লাভ করেছে তৃণমূল ৷

আরও পড়ুন: Mamata Banerjee : চার আসনের উপনির্বাচনে মানুষের জয়, টুইট মমতার

Last Updated : Nov 2, 2021, 4:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.