ETV Bharat / city

Tathagata Roy on Mukul Roy : মুকুলকে ট্রয়ের ঘোড়ার সঙ্গে তুলনা তথাগতর - ট্রয়ের ঘোড়া

মুকুল রায়কে ট্রয়ের ঘোড়ার সঙ্গে তুলনা তথাগত রায়ের ৷ টুইটে তাঁর কটাক্ষ, বিজেপি তাঁকে দলের দায়িত্ব, পদ দেওয়ার পরও পুরনো শিবিরে ফিরেছেন মুকুল ৷ ট্রয় নগরীর বাসিন্দারা যেমন গ্রিকদের তৈরি বিশাল কাঠের ঘোড়া শহরের ভিতরে টেনে নিয়ে গিয়ে বিপদে পড়েছিলেন, মুকুলকে দলে এনেও সেই একই ভুল করেছে বিজেপি ৷

Tathagata Roy describes Mukul Roy as Trojan Horse on twitter
Mukul Roy : ঘরে ফেরা মুকুলকে ট্রয়ের ঘোড়ার সঙ্গে তুলনা তথগতর
author img

By

Published : Jun 12, 2021, 8:39 PM IST

কলকাতা, 12 জুন : আমাদের বাংলা ভাষায় ‘খাল কেটে কুমির ডাকা’র একটা প্রবাদ রয়েছে ৷ মানেটা প্রায় সকলেরই জানা ৷ শত্রুকে না চিনে ঘরে ঢুকতে দিলে ধ্বংস যে অনিবার্য, তা বোঝাতেই এই প্রবাদ ৷ এর একটা কাছাকাছি বিদেশি সংস্করণ দেখা যায় সুপ্রাচীন গ্রিক মহাকাব্য ইলিয়ডে (Iliad) ৷ যেখানে বর্ণিত রয়েছে ট্রয়ের যুদ্ধ ৷ বিপদ বোঝাতে এবার সেই প্রসঙ্গই টেনে আনলেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy) ৷ মুকুল রায়ের (Mukul Roy) ঘর ওয়াপসির প্রেক্ষাপটে ট্রয়ের সেই ঘোড়ার কথা মনে করিয়ে দিলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ৷

একটু ভেঙে বলা যাক ৷ পদ্ম বনে প্রায় সাড়ে তিন বছর কাটানোর পর শুক্রবারই পুরনো শিবিরে ফিরেছেন মুকুল রায় ৷ বাবার পিছু পিছু গেরুয়া বসন ত্যাগ করেছেন ছেলে শুভ্রাংশুও ৷ আর তারপর থেকেই মুকুলের উপর খড়্গহস্ত তথাগত ৷ তাঁর টুইটারের দেওয়াল ভরে গিয়েছে একের পর এক পোস্টে ৷ আর সেখানেই মুকুলকে ‘‘ট্রয়ের ঘোড়া’’ (Trojan Horse) বলে কটাক্ষ করেছেন তথাগত ৷

প্রশ্ন হল, এত কিছু থাকতে হঠাৎ গ্রিক উপাখ্যান কেন ? তাহলে বরং ইলিয়ডের ওই অংশটা একটু ঝালিয়ে নেওয়া যাক ৷ তাতে বলা হয়েছিল, দিনের পর দিন, বছরের পর বছর চেষ্টা করেও ট্রয় নগরী দখল করতে পারেনি গ্রিকরা ৷ শেষমেশ তাই ছলনার আশ্রয় নেয় তারা ৷ এপিয়াস নামে এক ছুতোরকে দিয়ে মস্ত বড় কাঠের ঘোড়া তৈরি করায় ৷ তারপর সেই ঘোড়া রেখে আসে বদ্ধ ট্রয় নগরীর বাইরে ৷ নাগরিকরা ভেবে বসেন, এ বুঝি তাঁদের যুদ্ধ জয়ের স্মারক ! আনন্দে, উল্লাসে সেই বিশাল কাঠের ঘোড়া নিজেরাই নগরীর ভিতর টেনে নিয়ে যান তাঁরা ৷ পরে ঘোড়ার পেট থেকে বেরিয়ে আসে গ্রিক সৈন্যরা ৷ এক রাতেই ছারখার হয়ে যায় ট্রয় ৷ শেষ হয় যুদ্ধ ৷

  • bastion or place.

    Clearly Mukul Roy was a Trojan Horse. After having been welcomed into the BJP,gained access to its all-India leaders and hobnobbed with state BJP’s gullible and ??? leaders and learnt all about the party and its innermost detail, he went back and

    — Tathagata Roy (@tathagata2) June 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর টুইট বাণে তথাগত মুকুলকে ট্রয়ের সেই ঘোড়ার সঙ্গেই তুলনা করেছেন ৷ যাঁকে বিজেপি সম্মান দিয়েছে, পদ দিয়েছে ৷ অথচ আজ তিনি দল ছেড়ে আবার পুরনো ঠিকানায় পাড়ি দিয়েছেন ৷ এই প্রসঙ্গে একের পর এক টুইট করে গিয়েছেন তথাগত ৷ তাঁর বক্তব্য স্পষ্ট ৷ মুকুলকে দলে টেনে আসলে ‘খাল কেটে কুমির ডেকেছে’ বিজেপি ৷

  • Many of us know the story of the Trojan Horse.
    The Trojan Horse was a wooden horse used by the Greeks,during the Trojan War,to enter the walled city of Troy and win the war. After a fruitless 10-year siege,the Greeks at the behest of Odysseus constructed a huge

    — Tathagata Roy (@tathagata2) June 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Mukul Roy : ঘর ওয়াপসির পরই সক্রিয় মুকুল, ফোন একাধিক বিজেপি বিধায়ককে

তথাগত বলেছেন, মুকুল প্রথমে বিজেপিতে নাম লিখিয়েছেন ৷ তারপর দলের সমস্ত স্তরের নেতাদের সঙ্গে ভাব জমিয়েছেন ৷ জেনে নিয়েছেন অন্দরের সমস্ত খবর ৷ আর তারপরই আজ তিনি পিঠটান দিয়েছেন বিজেপি থেকে ৷ এই পরিস্থিতিতে দলকে সাবধান করেছেন তথাগত ৷ তাঁর আশঙ্কা, মুকুল নিজে বেরিয়ে গেলেও দলের অন্দরে আরও কোনও ট্রয়ের ঘোড়াকে রেখে গেলেন না তো ?

কলকাতা, 12 জুন : আমাদের বাংলা ভাষায় ‘খাল কেটে কুমির ডাকা’র একটা প্রবাদ রয়েছে ৷ মানেটা প্রায় সকলেরই জানা ৷ শত্রুকে না চিনে ঘরে ঢুকতে দিলে ধ্বংস যে অনিবার্য, তা বোঝাতেই এই প্রবাদ ৷ এর একটা কাছাকাছি বিদেশি সংস্করণ দেখা যায় সুপ্রাচীন গ্রিক মহাকাব্য ইলিয়ডে (Iliad) ৷ যেখানে বর্ণিত রয়েছে ট্রয়ের যুদ্ধ ৷ বিপদ বোঝাতে এবার সেই প্রসঙ্গই টেনে আনলেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy) ৷ মুকুল রায়ের (Mukul Roy) ঘর ওয়াপসির প্রেক্ষাপটে ট্রয়ের সেই ঘোড়ার কথা মনে করিয়ে দিলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ৷

একটু ভেঙে বলা যাক ৷ পদ্ম বনে প্রায় সাড়ে তিন বছর কাটানোর পর শুক্রবারই পুরনো শিবিরে ফিরেছেন মুকুল রায় ৷ বাবার পিছু পিছু গেরুয়া বসন ত্যাগ করেছেন ছেলে শুভ্রাংশুও ৷ আর তারপর থেকেই মুকুলের উপর খড়্গহস্ত তথাগত ৷ তাঁর টুইটারের দেওয়াল ভরে গিয়েছে একের পর এক পোস্টে ৷ আর সেখানেই মুকুলকে ‘‘ট্রয়ের ঘোড়া’’ (Trojan Horse) বলে কটাক্ষ করেছেন তথাগত ৷

প্রশ্ন হল, এত কিছু থাকতে হঠাৎ গ্রিক উপাখ্যান কেন ? তাহলে বরং ইলিয়ডের ওই অংশটা একটু ঝালিয়ে নেওয়া যাক ৷ তাতে বলা হয়েছিল, দিনের পর দিন, বছরের পর বছর চেষ্টা করেও ট্রয় নগরী দখল করতে পারেনি গ্রিকরা ৷ শেষমেশ তাই ছলনার আশ্রয় নেয় তারা ৷ এপিয়াস নামে এক ছুতোরকে দিয়ে মস্ত বড় কাঠের ঘোড়া তৈরি করায় ৷ তারপর সেই ঘোড়া রেখে আসে বদ্ধ ট্রয় নগরীর বাইরে ৷ নাগরিকরা ভেবে বসেন, এ বুঝি তাঁদের যুদ্ধ জয়ের স্মারক ! আনন্দে, উল্লাসে সেই বিশাল কাঠের ঘোড়া নিজেরাই নগরীর ভিতর টেনে নিয়ে যান তাঁরা ৷ পরে ঘোড়ার পেট থেকে বেরিয়ে আসে গ্রিক সৈন্যরা ৷ এক রাতেই ছারখার হয়ে যায় ট্রয় ৷ শেষ হয় যুদ্ধ ৷

  • bastion or place.

    Clearly Mukul Roy was a Trojan Horse. After having been welcomed into the BJP,gained access to its all-India leaders and hobnobbed with state BJP’s gullible and ??? leaders and learnt all about the party and its innermost detail, he went back and

    — Tathagata Roy (@tathagata2) June 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর টুইট বাণে তথাগত মুকুলকে ট্রয়ের সেই ঘোড়ার সঙ্গেই তুলনা করেছেন ৷ যাঁকে বিজেপি সম্মান দিয়েছে, পদ দিয়েছে ৷ অথচ আজ তিনি দল ছেড়ে আবার পুরনো ঠিকানায় পাড়ি দিয়েছেন ৷ এই প্রসঙ্গে একের পর এক টুইট করে গিয়েছেন তথাগত ৷ তাঁর বক্তব্য স্পষ্ট ৷ মুকুলকে দলে টেনে আসলে ‘খাল কেটে কুমির ডেকেছে’ বিজেপি ৷

  • Many of us know the story of the Trojan Horse.
    The Trojan Horse was a wooden horse used by the Greeks,during the Trojan War,to enter the walled city of Troy and win the war. After a fruitless 10-year siege,the Greeks at the behest of Odysseus constructed a huge

    — Tathagata Roy (@tathagata2) June 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Mukul Roy : ঘর ওয়াপসির পরই সক্রিয় মুকুল, ফোন একাধিক বিজেপি বিধায়ককে

তথাগত বলেছেন, মুকুল প্রথমে বিজেপিতে নাম লিখিয়েছেন ৷ তারপর দলের সমস্ত স্তরের নেতাদের সঙ্গে ভাব জমিয়েছেন ৷ জেনে নিয়েছেন অন্দরের সমস্ত খবর ৷ আর তারপরই আজ তিনি পিঠটান দিয়েছেন বিজেপি থেকে ৷ এই পরিস্থিতিতে দলকে সাবধান করেছেন তথাগত ৷ তাঁর আশঙ্কা, মুকুল নিজে বেরিয়ে গেলেও দলের অন্দরে আরও কোনও ট্রয়ের ঘোড়াকে রেখে গেলেন না তো ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.