কলকাতা, 12 জুন : আমাদের বাংলা ভাষায় ‘খাল কেটে কুমির ডাকা’র একটা প্রবাদ রয়েছে ৷ মানেটা প্রায় সকলেরই জানা ৷ শত্রুকে না চিনে ঘরে ঢুকতে দিলে ধ্বংস যে অনিবার্য, তা বোঝাতেই এই প্রবাদ ৷ এর একটা কাছাকাছি বিদেশি সংস্করণ দেখা যায় সুপ্রাচীন গ্রিক মহাকাব্য ইলিয়ডে (Iliad) ৷ যেখানে বর্ণিত রয়েছে ট্রয়ের যুদ্ধ ৷ বিপদ বোঝাতে এবার সেই প্রসঙ্গই টেনে আনলেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy) ৷ মুকুল রায়ের (Mukul Roy) ঘর ওয়াপসির প্রেক্ষাপটে ট্রয়ের সেই ঘোড়ার কথা মনে করিয়ে দিলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ৷
একটু ভেঙে বলা যাক ৷ পদ্ম বনে প্রায় সাড়ে তিন বছর কাটানোর পর শুক্রবারই পুরনো শিবিরে ফিরেছেন মুকুল রায় ৷ বাবার পিছু পিছু গেরুয়া বসন ত্যাগ করেছেন ছেলে শুভ্রাংশুও ৷ আর তারপর থেকেই মুকুলের উপর খড়্গহস্ত তথাগত ৷ তাঁর টুইটারের দেওয়াল ভরে গিয়েছে একের পর এক পোস্টে ৷ আর সেখানেই মুকুলকে ‘‘ট্রয়ের ঘোড়া’’ (Trojan Horse) বলে কটাক্ষ করেছেন তথাগত ৷
প্রশ্ন হল, এত কিছু থাকতে হঠাৎ গ্রিক উপাখ্যান কেন ? তাহলে বরং ইলিয়ডের ওই অংশটা একটু ঝালিয়ে নেওয়া যাক ৷ তাতে বলা হয়েছিল, দিনের পর দিন, বছরের পর বছর চেষ্টা করেও ট্রয় নগরী দখল করতে পারেনি গ্রিকরা ৷ শেষমেশ তাই ছলনার আশ্রয় নেয় তারা ৷ এপিয়াস নামে এক ছুতোরকে দিয়ে মস্ত বড় কাঠের ঘোড়া তৈরি করায় ৷ তারপর সেই ঘোড়া রেখে আসে বদ্ধ ট্রয় নগরীর বাইরে ৷ নাগরিকরা ভেবে বসেন, এ বুঝি তাঁদের যুদ্ধ জয়ের স্মারক ! আনন্দে, উল্লাসে সেই বিশাল কাঠের ঘোড়া নিজেরাই নগরীর ভিতর টেনে নিয়ে যান তাঁরা ৷ পরে ঘোড়ার পেট থেকে বেরিয়ে আসে গ্রিক সৈন্যরা ৷ এক রাতেই ছারখার হয়ে যায় ট্রয় ৷ শেষ হয় যুদ্ধ ৷
-
bastion or place.
— Tathagata Roy (@tathagata2) June 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Clearly Mukul Roy was a Trojan Horse. After having been welcomed into the BJP,gained access to its all-India leaders and hobnobbed with state BJP’s gullible and ??? leaders and learnt all about the party and its innermost detail, he went back and
">bastion or place.
— Tathagata Roy (@tathagata2) June 12, 2021
Clearly Mukul Roy was a Trojan Horse. After having been welcomed into the BJP,gained access to its all-India leaders and hobnobbed with state BJP’s gullible and ??? leaders and learnt all about the party and its innermost detail, he went back andbastion or place.
— Tathagata Roy (@tathagata2) June 12, 2021
Clearly Mukul Roy was a Trojan Horse. After having been welcomed into the BJP,gained access to its all-India leaders and hobnobbed with state BJP’s gullible and ??? leaders and learnt all about the party and its innermost detail, he went back and
তাঁর টুইট বাণে তথাগত মুকুলকে ট্রয়ের সেই ঘোড়ার সঙ্গেই তুলনা করেছেন ৷ যাঁকে বিজেপি সম্মান দিয়েছে, পদ দিয়েছে ৷ অথচ আজ তিনি দল ছেড়ে আবার পুরনো ঠিকানায় পাড়ি দিয়েছেন ৷ এই প্রসঙ্গে একের পর এক টুইট করে গিয়েছেন তথাগত ৷ তাঁর বক্তব্য স্পষ্ট ৷ মুকুলকে দলে টেনে আসলে ‘খাল কেটে কুমির ডেকেছে’ বিজেপি ৷
-
Many of us know the story of the Trojan Horse.
— Tathagata Roy (@tathagata2) June 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The Trojan Horse was a wooden horse used by the Greeks,during the Trojan War,to enter the walled city of Troy and win the war. After a fruitless 10-year siege,the Greeks at the behest of Odysseus constructed a huge
">Many of us know the story of the Trojan Horse.
— Tathagata Roy (@tathagata2) June 12, 2021
The Trojan Horse was a wooden horse used by the Greeks,during the Trojan War,to enter the walled city of Troy and win the war. After a fruitless 10-year siege,the Greeks at the behest of Odysseus constructed a hugeMany of us know the story of the Trojan Horse.
— Tathagata Roy (@tathagata2) June 12, 2021
The Trojan Horse was a wooden horse used by the Greeks,during the Trojan War,to enter the walled city of Troy and win the war. After a fruitless 10-year siege,the Greeks at the behest of Odysseus constructed a huge
আরও পড়ুন : Mukul Roy : ঘর ওয়াপসির পরই সক্রিয় মুকুল, ফোন একাধিক বিজেপি বিধায়ককে
তথাগত বলেছেন, মুকুল প্রথমে বিজেপিতে নাম লিখিয়েছেন ৷ তারপর দলের সমস্ত স্তরের নেতাদের সঙ্গে ভাব জমিয়েছেন ৷ জেনে নিয়েছেন অন্দরের সমস্ত খবর ৷ আর তারপরই আজ তিনি পিঠটান দিয়েছেন বিজেপি থেকে ৷ এই পরিস্থিতিতে দলকে সাবধান করেছেন তথাগত ৷ তাঁর আশঙ্কা, মুকুল নিজে বেরিয়ে গেলেও দলের অন্দরে আরও কোনও ট্রয়ের ঘোড়াকে রেখে গেলেন না তো ?