ETV Bharat / city

Mamata on Tata Group Investment: সিঙ্গুর অতীত ! রানিনগরে 600 কোটি টাকা বিনিয়োগ টাটাদের, জানালেন মমতা - মমতা বন্দ্যোপাধ্যায়

সিঙ্গুর এখন অতীত ৷ রাজ্যে টাটা গোষ্ঠী (Mamata on Tata Group Investment) 600 কোটি টাকার বিনিয়োগ করেছে । নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিয়োগপত্র প্রদানের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন জলপাইগুড়ির রানিনগরে ইউনিট করছে টাটারা ।

tata-group-invess-rs-600-crore-in-raninagar-says-mamata-banerjee
সিঙ্গুর অতীত ! রানিনগরে 600 কোটি টাকা বিনিয়োগ টাটাদের, জানালেন মমতা
author img

By

Published : Sep 12, 2022, 6:10 PM IST

Updated : Sep 12, 2022, 7:56 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: রাজ্যে টাটারা 600 কোটি টাকার (Mamata on Tata Group Investment) বিনিয়োগ করেছে । নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নিয়োগপত্র প্রদানের মঞ্চ থেকে মমতা বলেন, টাটারা জলপাইগুড়ির রানিনগরে ইউনিট করছে । 600 কোটি টাকা বিনিয়োগ করছে তারা ।

সিঙ্গুর আন্দোলন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা বড় মাইলফলক । রাজনৈতিক বিশ্লেষকেরা বলেন, এই সিঙ্গুর এবং নন্দীগ্রামের জমি আন্দোলনের কারণেই 2011-য় পালাবদল সম্ভব হয়েছিল । অন্যদিকে, এই সিঙ্গুর আন্দোলনের কারণে টাটারা ন্যানো কারখানা না করে রাজ্য ছেড়েছিল ৷ রাজ্যের ভারী শিল্পের জন্য এই ঘটনা একটা বড় পশ্চাদপসরণ ছিল, এমনটাও বলে রাজনৈতিক মহলের একাংশ । ন্যানো বিদায়ের জন্য সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে দায় চাপিয়েছিলেন তাঁর বিরোধী রাজনৈতিক দলের নেতারা । বিশেষ করে শিল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেক মুহূর্তে বিরোধীদের খোঁচা শুনতে হত ।

কিন্তু এই দশ বছরের বেশি সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে অনেক কিছুর বদল ঘটেছে । এর মধ্যে তাৎপর্যপূর্ণ ঘটনা হল টাটার সঙ্গে রাজ্য সরকারের সম্পর্কের উন্নতি । সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উৎকর্ষ বাংলা প্রকল্পে কর্মপ্রার্থীদের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী । এ দিন এই মঞ্চ থেকে রানিনগরে কোকোকোলার ফ্যাক্টরি উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, টাটারা জলপাইগুড়ির রানিনগরে ইউনিট করছে । 600 কোটি টাকা বিনিয়োগ করছে । ব্যাস এটুকুই ৷ তবে এর মধ্যেও সুখবর শুনতে পেল রাজ্যের মানুষ । যে টাটারা ন্যানো কারখানা এ রাজ্য থেকে গুজরাতে সরিয়ে নিয়ে যাওয়ার পর মনে করা হচ্ছিল, রাজ্যের ভারী শিল্প মানচিত্রে একটা বড় ধাক্কা লেগেছে, তারাই এ বার ইউনিট গড়ছে, এই খবরে নতুন আশা খুঁজে পাচ্ছে রাজ্যের মানুষ ।

আরও পড়ুন: কীভাবে নিয়োগপত্র প্রদান ? ধোঁয়াশা দেখে চটলেন মমতা, খামতি সামলালেন নিজেই

প্রসঙ্গত এই রাজ্য থেকে ন্যানো কারখানা চলে গেলেও রাজ্যে কিন্তু মা মাটি মানুষের সরকারের সময়ও যথারীতি চলেছে টিসিএস । শুধু তাই নয়, এই সরকারের আমলে রাজ্যে এই সংস্থার দ্বিতীয় ক্যাম্পাস গঠনের প্রক্রিয়াও চলেছে । তবে সরাসরি টাটার বিনিয়োগ অবশ্যই রাজ্যের জন্য একটা বড় প্রাপ্তি হতে চলেছে ।

এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, এই মুহূর্তে তাঁর সরকারের লক্ষ্য শিল্প । তাঁর সরকারের লক্ষ্য, নতুন করে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা । মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, 34 বছরে বাম শাসনে এই রাজ্যে শিল্প তছনছ হয়ে গিয়েছে । তাই শিল্পায়নই এই সরকারের প্রধান লক্ষ্য । আর সেই লক্ষ্যেই কাজ করছে মমতার সরকার ।

এ দিন মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, শিল্পায়নের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জোর দিচ্ছে কর্মসংস্থানে । এই কর্মসংস্থানকেই পাখির চোখ করে এগোতে গিয়ে রাজ্য সরকারের তরফ থেকে জোর দেওয়া হচ্ছে হাতে কলমে শিক্ষা এবং স্কিল ট্রেনিংয়ের উপর । এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সেই কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে ছেলেমেয়েরা কীভাবে চাকরি পেতে পারেন, তার প্রকৃষ্ট উদাহরণ তুলে ধরা হল । নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকেই এ দিন 10 হাজার কর্মপ্রার্থীর নিয়োগ পত্র দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । এ দিন এই অনুষ্ঠানের শেষে কর্মপ্রার্থীদের হাতে এই নিয়োগপত্র তুলে দেন জেলার নোডাল অফিসারেরা । মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী দিনে পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, শিলিগুড়ি মিলিয়ে মোট চারটে অনুষ্ঠানে 30 হাজার কর্মপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে ।

কলকাতা, 12 সেপ্টেম্বর: রাজ্যে টাটারা 600 কোটি টাকার (Mamata on Tata Group Investment) বিনিয়োগ করেছে । নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নিয়োগপত্র প্রদানের মঞ্চ থেকে মমতা বলেন, টাটারা জলপাইগুড়ির রানিনগরে ইউনিট করছে । 600 কোটি টাকা বিনিয়োগ করছে তারা ।

সিঙ্গুর আন্দোলন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা বড় মাইলফলক । রাজনৈতিক বিশ্লেষকেরা বলেন, এই সিঙ্গুর এবং নন্দীগ্রামের জমি আন্দোলনের কারণেই 2011-য় পালাবদল সম্ভব হয়েছিল । অন্যদিকে, এই সিঙ্গুর আন্দোলনের কারণে টাটারা ন্যানো কারখানা না করে রাজ্য ছেড়েছিল ৷ রাজ্যের ভারী শিল্পের জন্য এই ঘটনা একটা বড় পশ্চাদপসরণ ছিল, এমনটাও বলে রাজনৈতিক মহলের একাংশ । ন্যানো বিদায়ের জন্য সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে দায় চাপিয়েছিলেন তাঁর বিরোধী রাজনৈতিক দলের নেতারা । বিশেষ করে শিল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেক মুহূর্তে বিরোধীদের খোঁচা শুনতে হত ।

কিন্তু এই দশ বছরের বেশি সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে অনেক কিছুর বদল ঘটেছে । এর মধ্যে তাৎপর্যপূর্ণ ঘটনা হল টাটার সঙ্গে রাজ্য সরকারের সম্পর্কের উন্নতি । সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উৎকর্ষ বাংলা প্রকল্পে কর্মপ্রার্থীদের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী । এ দিন এই মঞ্চ থেকে রানিনগরে কোকোকোলার ফ্যাক্টরি উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, টাটারা জলপাইগুড়ির রানিনগরে ইউনিট করছে । 600 কোটি টাকা বিনিয়োগ করছে । ব্যাস এটুকুই ৷ তবে এর মধ্যেও সুখবর শুনতে পেল রাজ্যের মানুষ । যে টাটারা ন্যানো কারখানা এ রাজ্য থেকে গুজরাতে সরিয়ে নিয়ে যাওয়ার পর মনে করা হচ্ছিল, রাজ্যের ভারী শিল্প মানচিত্রে একটা বড় ধাক্কা লেগেছে, তারাই এ বার ইউনিট গড়ছে, এই খবরে নতুন আশা খুঁজে পাচ্ছে রাজ্যের মানুষ ।

আরও পড়ুন: কীভাবে নিয়োগপত্র প্রদান ? ধোঁয়াশা দেখে চটলেন মমতা, খামতি সামলালেন নিজেই

প্রসঙ্গত এই রাজ্য থেকে ন্যানো কারখানা চলে গেলেও রাজ্যে কিন্তু মা মাটি মানুষের সরকারের সময়ও যথারীতি চলেছে টিসিএস । শুধু তাই নয়, এই সরকারের আমলে রাজ্যে এই সংস্থার দ্বিতীয় ক্যাম্পাস গঠনের প্রক্রিয়াও চলেছে । তবে সরাসরি টাটার বিনিয়োগ অবশ্যই রাজ্যের জন্য একটা বড় প্রাপ্তি হতে চলেছে ।

এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, এই মুহূর্তে তাঁর সরকারের লক্ষ্য শিল্প । তাঁর সরকারের লক্ষ্য, নতুন করে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা । মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, 34 বছরে বাম শাসনে এই রাজ্যে শিল্প তছনছ হয়ে গিয়েছে । তাই শিল্পায়নই এই সরকারের প্রধান লক্ষ্য । আর সেই লক্ষ্যেই কাজ করছে মমতার সরকার ।

এ দিন মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, শিল্পায়নের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জোর দিচ্ছে কর্মসংস্থানে । এই কর্মসংস্থানকেই পাখির চোখ করে এগোতে গিয়ে রাজ্য সরকারের তরফ থেকে জোর দেওয়া হচ্ছে হাতে কলমে শিক্ষা এবং স্কিল ট্রেনিংয়ের উপর । এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সেই কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে ছেলেমেয়েরা কীভাবে চাকরি পেতে পারেন, তার প্রকৃষ্ট উদাহরণ তুলে ধরা হল । নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকেই এ দিন 10 হাজার কর্মপ্রার্থীর নিয়োগ পত্র দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । এ দিন এই অনুষ্ঠানের শেষে কর্মপ্রার্থীদের হাতে এই নিয়োগপত্র তুলে দেন জেলার নোডাল অফিসারেরা । মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী দিনে পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, শিলিগুড়ি মিলিয়ে মোট চারটে অনুষ্ঠানে 30 হাজার কর্মপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে ।

Last Updated : Sep 12, 2022, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.