ETV Bharat / city

‪Tamoghna Ghosh: বিজেপিতে রদবদবল, কল্যাণের জায়গায় এলেন তমোঘ্ন - New General Secretory of North Kolkata

ফের রদবদল বঙ্গ বিজেপিতে ৷ এবার উত্তর কলকাতার সাধারণ সম্পাদক পদে বসলেন তমোঘ্ন ঘোষ (New General Secretory of North Kolkata) ৷ সোমবার এমনটাই ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

‪Tamoghna Ghosh
উত্তর কলকাতার বিজেপি-র জেনারেল সেক্রেটারি পদে তমোঘ্ন ঘোষ
author img

By

Published : Oct 11, 2022, 10:07 AM IST

Updated : Oct 11, 2022, 10:29 AM IST

কলকাতা, 11 অক্টোবর: বঙ্গ বিজেপিতে আবারও রদবদল (Tamoghna Ghosh is General Secretory of North kolkata)। এবার কল্যাণ চৌবেকে সরিয়ে সেই পদে আনা হল তমগ্ন ঘোষকে। সোমবার এমনটাই ঘোষণা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এতদিন পর্যন্ত এই পদের দায়িত্বে ছিলেন কল্যাণ চৌবে ৷

বিজেপি সূত্রে জানানো হয়েছে, পদে থাকাকালীনই কল্যাণ এআইএফএফ-এর সভাপতি নির্বাচিত হয়েছেন । স্বাভাবিকভাবে ফুটবল ফেডারেশনে গুরু দ্বায়িত্ব পাওয়ার পর দলকে বেশি সময় দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় । তাই দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: ইডির হাতে গ্রেফতার মানিক ভট্টাচার্য

কল্যাণ চৌবেকে অবশ্য বিশেষ আমন্ত্রিত সদস্য পদ দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের আর খুব বেশি বাকি নেই তাই সাংগঠনিক কাজে কোনওরকম ঢিলেমি দিতে চায় না গেরুয়া শিবির। আর তাই দ্রুত কল্যাণের জায়গায় তমোঘ্নকে আনা হল বলে মনে করছে রাজনৈতিক মহল ।

কলকাতা, 11 অক্টোবর: বঙ্গ বিজেপিতে আবারও রদবদল (Tamoghna Ghosh is General Secretory of North kolkata)। এবার কল্যাণ চৌবেকে সরিয়ে সেই পদে আনা হল তমগ্ন ঘোষকে। সোমবার এমনটাই ঘোষণা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এতদিন পর্যন্ত এই পদের দায়িত্বে ছিলেন কল্যাণ চৌবে ৷

বিজেপি সূত্রে জানানো হয়েছে, পদে থাকাকালীনই কল্যাণ এআইএফএফ-এর সভাপতি নির্বাচিত হয়েছেন । স্বাভাবিকভাবে ফুটবল ফেডারেশনে গুরু দ্বায়িত্ব পাওয়ার পর দলকে বেশি সময় দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় । তাই দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: ইডির হাতে গ্রেফতার মানিক ভট্টাচার্য

কল্যাণ চৌবেকে অবশ্য বিশেষ আমন্ত্রিত সদস্য পদ দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের আর খুব বেশি বাকি নেই তাই সাংগঠনিক কাজে কোনওরকম ঢিলেমি দিতে চায় না গেরুয়া শিবির। আর তাই দ্রুত কল্যাণের জায়গায় তমোঘ্নকে আনা হল বলে মনে করছে রাজনৈতিক মহল ।

Last Updated : Oct 11, 2022, 10:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.