ETV Bharat / city

30 মাসে নতুন রূপ পাবে টালি নালা, বললেন মেয়র পারিষদ

টালি নালার নতুন রূপে দেখা যাবে 30 মাস পরে । ইতিমধ্যে কুঁদঘাট থেকে বিজি অঞ্চলে ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে ।

author img

By

Published : Mar 8, 2020, 11:50 PM IST

tali_nala
নতুন রূপে টালি নালা

কলকাতা, 8 মার্চ : আগামী 30 মাসের মধ্যে টালি নালার নতুন রূপ দেওয়া হবে । পৌর অধিবেশনে জানিয়ে দিলেন কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ দেবব্রত মজুমদার । টালি নালা সংস্কার ও সৌন্দর্যায়নের জন্য স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়েছে কলকাতা পৌরনিগম । তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যেই কলকাতা পৌরনিগম টালি নালার সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে । কুঁদঘাট থেকে বিজি অঞ্চলে ড্রেজিংয়ের কাজ চলছে ।

এছাড়াও 'নমামি গঙ্গে' প্রকল্পের জন্য টাকার আবেদন করেছে কলকাতা পৌরনিগম । কেন্দ্র থেকে টাকা মিলতেই টালি নালার দু'ধার বাঁধিয়ে সৌন্দর্যায়নের কাজ করা হবে । পৌর অধিবেশনের শেষে দেবব্রত মজুমদার জানিয়েছেন, টালি নালার বিভিন্ন অংশে ইতিমধ্যেই নেট বসানো হয়েছে । রাতে নৌকা চালিয়ে ভাসমান আবর্জনা তোলার কাজ চালানো হচ্ছে । নালার দু'পাশে আবর্জনার স্তূপের ফলে সংস্কারের কাজের ক্ষেত্রে বেশ সমস্যা হচ্ছে ।

মেয়র পারিষদের কথায়, নালার পাশে উন্মুক্ত মলমূত্র ত্যাগের জায়গাগুলিকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া দেওয়া হয়েছে । এমনকী আবর্জনা ফেলার ভ্যাট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে । আগামী দিনে টালি নালার পাশে চারটি কম্পেক্টর স্টেশন তৈরি করা হবে । যেখানে জৈব ও অজৈব পদার্থ পৃথক ভাবে কম্পোজ় করা হবে । পচনশীল পদার্থগুলি থেকে জৈব সার প্রস্তুত করা হবে ।

কলকাতা, 8 মার্চ : আগামী 30 মাসের মধ্যে টালি নালার নতুন রূপ দেওয়া হবে । পৌর অধিবেশনে জানিয়ে দিলেন কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ দেবব্রত মজুমদার । টালি নালা সংস্কার ও সৌন্দর্যায়নের জন্য স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়েছে কলকাতা পৌরনিগম । তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যেই কলকাতা পৌরনিগম টালি নালার সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে । কুঁদঘাট থেকে বিজি অঞ্চলে ড্রেজিংয়ের কাজ চলছে ।

এছাড়াও 'নমামি গঙ্গে' প্রকল্পের জন্য টাকার আবেদন করেছে কলকাতা পৌরনিগম । কেন্দ্র থেকে টাকা মিলতেই টালি নালার দু'ধার বাঁধিয়ে সৌন্দর্যায়নের কাজ করা হবে । পৌর অধিবেশনের শেষে দেবব্রত মজুমদার জানিয়েছেন, টালি নালার বিভিন্ন অংশে ইতিমধ্যেই নেট বসানো হয়েছে । রাতে নৌকা চালিয়ে ভাসমান আবর্জনা তোলার কাজ চালানো হচ্ছে । নালার দু'পাশে আবর্জনার স্তূপের ফলে সংস্কারের কাজের ক্ষেত্রে বেশ সমস্যা হচ্ছে ।

মেয়র পারিষদের কথায়, নালার পাশে উন্মুক্ত মলমূত্র ত্যাগের জায়গাগুলিকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া দেওয়া হয়েছে । এমনকী আবর্জনা ফেলার ভ্যাট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে । আগামী দিনে টালি নালার পাশে চারটি কম্পেক্টর স্টেশন তৈরি করা হবে । যেখানে জৈব ও অজৈব পদার্থ পৃথক ভাবে কম্পোজ় করা হবে । পচনশীল পদার্থগুলি থেকে জৈব সার প্রস্তুত করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.