ETV Bharat / bharat

শাহজাহান-মুমতাজের প্রেমের সৌধ তাজমহলে সস্ত্রীক মলদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু - MALDIVES PRESIDENT TAJ MAHAL VISIT

ভারত সফরে এসে স্ত্রীকে নিয়ে তাজমহল দেখতে গেলেন মলদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু ৷ 5 দিনের সফরে 6 অক্টোবর দেশে এসেছেন তিনি ৷

Maldives President Mohammed Muizzu
তাজমহলে স্ত্রী সাজিদাকে নিয়ে মলদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু (ছবি সৌজন্য: এএনআই ভিডিয়ো)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2024, 10:57 AM IST

Updated : Oct 8, 2024, 11:16 AM IST

আগ্রা, 8 অক্টোবর: প্রেমের সৌধ তাজমহলে গেলেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজু ও তাঁর স্ত্রী সাজিদা মহম্মদ ৷ আগে থাকতেই কথা ছিল মঙ্গলবার সকালে তিনি মুঘল সম্রাট শাহজাহানের তৈরি এই স্মৃতিসৌধ দেখতে আসবেন ৷ সেই মতো এদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত সাধারণ পর্যটকদের জন্য বন্ধ ছিল তাজমহলের দরজা ৷

আগ্রার বায়ুসেনা বিমানবন্দরে সস্ত্রীক প্রেসিডেন্ট মুইজ্জুকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায় ৷ মলদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়, ফার্স্ট লেডি সাজিদা মহম্মদকে নিয়ে প্রেসিডেন্ট ড. মহম্মদ মুইজু আগ্রা পৌঁছেছেন ৷ ভারত সফরের অংশ হিসাবে তাঁরা ঐতিহাসিক তাজমহল দর্শনে গিয়েছিলেন ৷

সোমবার প্রেসিডেন্ট মুইজ্জু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন ৷ গত 11 বছরে তিন বার মলদ্বীপের প্রেসিডেন্টরা তাজমহল দেখতে এলেন ৷ মলদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে যিনিই নির্বাচিত হন না কেন, তিনি একবার তাজমহলে ঘুরতে আসবেনই ৷ এর আগে 2013 সালে 4 জানুয়ারি মলদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন আবদুল গায়ুম আগ্রা এসে তাজমহল গিয়েছিলেন ৷ এর পাঁচ বছর পর 2018 সালের ডিসেম্বর মাসে মলদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সালিয়াহ তাঁর স্ত্রী ফাজনা আহমেদকে নিয়ে তাজমহল দেখতে যান ৷

বিদেশ মন্ত্রক প্রেসিডেন্ট মুইজুর তাজমহল সফরের বিষয়টি জানিয়েছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) ৷ এএসআই সেই মতো তাজমহলের সবক'টি বুকিং কাউন্টার ও দরজা বন্ধ রাখে ৷

আগ্রা, 8 অক্টোবর: প্রেমের সৌধ তাজমহলে গেলেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজু ও তাঁর স্ত্রী সাজিদা মহম্মদ ৷ আগে থাকতেই কথা ছিল মঙ্গলবার সকালে তিনি মুঘল সম্রাট শাহজাহানের তৈরি এই স্মৃতিসৌধ দেখতে আসবেন ৷ সেই মতো এদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত সাধারণ পর্যটকদের জন্য বন্ধ ছিল তাজমহলের দরজা ৷

আগ্রার বায়ুসেনা বিমানবন্দরে সস্ত্রীক প্রেসিডেন্ট মুইজ্জুকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায় ৷ মলদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়, ফার্স্ট লেডি সাজিদা মহম্মদকে নিয়ে প্রেসিডেন্ট ড. মহম্মদ মুইজু আগ্রা পৌঁছেছেন ৷ ভারত সফরের অংশ হিসাবে তাঁরা ঐতিহাসিক তাজমহল দর্শনে গিয়েছিলেন ৷

সোমবার প্রেসিডেন্ট মুইজ্জু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন ৷ গত 11 বছরে তিন বার মলদ্বীপের প্রেসিডেন্টরা তাজমহল দেখতে এলেন ৷ মলদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে যিনিই নির্বাচিত হন না কেন, তিনি একবার তাজমহলে ঘুরতে আসবেনই ৷ এর আগে 2013 সালে 4 জানুয়ারি মলদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন আবদুল গায়ুম আগ্রা এসে তাজমহল গিয়েছিলেন ৷ এর পাঁচ বছর পর 2018 সালের ডিসেম্বর মাসে মলদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সালিয়াহ তাঁর স্ত্রী ফাজনা আহমেদকে নিয়ে তাজমহল দেখতে যান ৷

বিদেশ মন্ত্রক প্রেসিডেন্ট মুইজুর তাজমহল সফরের বিষয়টি জানিয়েছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) ৷ এএসআই সেই মতো তাজমহলের সবক'টি বুকিং কাউন্টার ও দরজা বন্ধ রাখে ৷

Last Updated : Oct 8, 2024, 11:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.