কলকাতা, 2 জুন: ফের শহরে সিন্ডিকেটের কারণে গোষ্ঠীদ্বন্দ্ব (Syndicate clash in Kolkata)! এই নিয়ে উত্তেজনা ছড়াল 108 নম্বর ওয়ার্ডের নোনাডাঙা লেক পল্লিতে । ভাঙচুর করা হল ঘরবাড়ি । চলল দুষ্কৃতীদের তাণ্ডব ৷ তৃণমূলের স্থায়ী কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ ।
সূত্রের খবর, একটি রাজনৈতিক দলের অনুগামীদের সঙ্গে ওই একই দলের প্রভাবশালী অনুগামীদের মধ্যে হাতাহাতি হয় । হামলায় বেশ কয়েকজন জখম হন বলে জানিয়েছেন স্থানীয়রা । তাঁদের অভিযোগ, সিন্ডিকেটের জেরে একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে । এমনকী আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে ।
এ বিষয়ে থানায় অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে জানালেন স্থানীয়রা । হামলায় বেশ কয়েকটি ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ । খবরটি প্রকাশ্যে আসার পর ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ । এলাকায় নামানো হয় র্যাফ । গিয়েছেন স্থানীয় থানার পাশাপাশি যান লালবাজারের গুন্ডা দমন শাখার গোয়েন্দারাও । এলাকায় একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে মোট 6 জনকে আটক করেছেন গোয়েন্দারা । তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।
আরও পড়ুন: Shootout at Bansdroni : মলয়-বিশ্বনাথের হাত ধরেই বাঁশদ্রোণীতে শুরু হয় সিন্ডিকেট রাজ
সম্প্রতি বেহালার চরকতলা লেনে সিন্ডিকেটের ঘটনায় পুলিশের সামনে গুলি চলার অভিযোগ সামনে আসে । পাশাপাশি লেক এলাকায় বাড়ি ভাঙার বরাত কারা পাবে, সেই নিয়ে সিন্ডিকেটের ঝামেলা শুরু হয় । টালিগঞ্জ এলাকাতেও সিন্ডিকেটের কারণে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন বলে অভিযোগ । সেই ঘটনার পর ফের খাস কলকাতায় সিন্ডিকেট রাজ দেখা দিল নোনোডাঙায় (Kolkata crime news)।