কলকাতা, 18 এপ্রিল : বেহালার পর ফের কলকাতায় সিন্ডিকেট দৌরাত্ম্য । এবার ঘটনাস্থল লেক গার্ডেন্সে তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়ের বাড়ির সামনে (Syndicate Clash in front of TMC MP Saugata Roy House) । ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি । অভিযোগ, ধারালো অস্ত্রের কোপ মারা হয় একে অপরকে । ঘটনায় রক্তাক্ত অবস্থায় দক্ষিণ কলকাতার বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছে 8 জন । ঘটনায় ইতিমধ্যেই চারজনকে আটক করেছে পুলিশ (Kolkata Police Detained Four Accused)। ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গোটা ঘটনার সূত্রপাত । সাংসদ সৌগত রায়ের লেক গার্ডেন্সের বাড়ির ঠিক সামনে একটি বাড়ি রয়েছে । সেই বাড়িটি ভাঙার কাজ চলছিল । এলাকার দুই যুবক যারা নিজেদের শাসকদলের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে ওই এলাকায় বহুদিন ধরেই সিন্ডিকেট চালাচ্ছিল । অভিযোগ, সংশ্লিষ্ট বাড়ি ভাঙার বরাত কার মিস্ত্রিরা পাবে ? এই নিয়ে এলাকার দুই সিন্ডিকেট দলের মধ্যে হাতাহাতি শুরু হয় । আজ সকালে তা চরম আকার ধারণ করে ।
এরপর সাংসদ সৌগত রায় নিজেই লেক থানার অফিসার ইনচার্জকে ঘটনাস্থলে ডেকে গোটা ঘটনাটি খতিয়ে দেখতে বলেন । পাশাপাশি ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ ইস্ট ডিভিশন) সুদীপ সরকার । ঘটনায় ইতিমধ্যেই নাম উঠেছে এলাকার সিন্ডিকেট দৌরাত্ম্যের ঘটনায় অভিযুক্ত রাজু নামে এক যুবকের । কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি । পাশাপাশি ঘটনাস্থলে এসেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা ।
সম্প্রতি বেহালার চড়কতলা এলাকায় সিন্ডিকেট দৌরাত্ম্যের ঘটনায় রাতেই পুলিশের সামনে এলোপাথাড়ি ইটবৃষ্টি এবং গুলি চালানোর মতো ঘটনা সামনে আসে । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খোদ সাংসদ সৌগত রায়ের বাড়ির পাশে লেক গার্ডেন্সে বাড়ি ভাঙার বরাত কোন সিন্ডিকেট দলের সদস্যদের হাতে থাকবে, তাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় উত্তাল হয়ে উঠল দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্স এলাকা ।
আরও পড়ুন : Jadavpur University Issue : আলিয়ার ছায়া যাদবপুরে, অধ্যাপকদের কলার ধরার হুমকি তৃণমূল ছাত্রনেতার