ETV Bharat / city

Suvendu writes letter to PM: প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে গরহাজির রাজ্যের জেলাশাসকরা, মোদিকে চিঠি শুভেন্দুর - মোদিকে চিঠি শুভেন্দুর

প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে গরহাজির রাজ্যের জেলাশাসকরা ৷ এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu writes letter to PM) ৷

Suvendu Adhikari writes letter to Narendra Modi over non participation of Bengal DMs in PM meeting
প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে গরহাজির রাজ্যের জেলাশাসকরা, মোদিকে চিঠি শুভেন্দুর
author img

By

Published : Jan 25, 2022, 11:58 AM IST

কলকাতা, 25 জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা বৈঠকে গরহাজির ছিলেন রাজ্যের জেলাশাসকরা (non participation of Bengal DMs in PM meeting) ৷ সেই নিয়ে এ বার নমোকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu writes letter to PM)। আজ টুইটে নিজেই একথা জানিয়েছেন তিনি ৷

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari writes letter to Narendra Modi) টুইটে লিখেছেন, "জেলাশাসকদের গরহাজিরা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলাম । 22 জানুয়ারি ওই বৈঠকে দেশের 190টি জেলার জেলাশাসকরা অংশ নিয়েছিলেন । কিন্ত বাংলার জেলাশাসকরা ওই বৈঠকে ছিলেন না । শুধু কেন্দ্রীয় সরকারের উপর মিথ্যা বঞ্চনার অভিযোগ করে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে কী লাভ ? কেন্দ্রীয় সরকার সব রকম সহযোগিতার জন্য হাত বাড়ালেও রাজ্য সরকারের মনোভাব ঠিক নেই ।"

Suvendu Adhikari writes letter to Narendra Modi over non participation of Bengal DMs in PM meeting
শুভেন্দুর টুইট

আরও পড়ুন: Suvendu Attacks Mamata Govt : বিজেপি-বিরোধী দলনেতাকে ভয় পায় রাজ্য সরকার, দাবি শুভেন্দুর

নানা ইস্যুতে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে সংঘাত অব্যাহত রাজ্য সরকারের । আইপিএস ক্যডার বিধিতে বদল আনতে কেন্দ্রীয় সরকারের পাঠানো প্রস্তাবের চরম বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার পাল্টা হিসাবেই সরকারের উপর চাপ বাড়াতে শুভেন্দু (Suvendu Adhikari tweet) মোদিকে চিঠি লিখেছেন বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী-জেলাশাসকদের বৈঠক হাইজ্যাক করেছেন মমতা, পালটা সরব শুভেন্দু

এবিষয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, "মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানেন না । কেন্দ্র ও রাজ্যের মধ্যে সু-সম্পর্ক থাকলে বাংলার মানুষেরই সুবিধে হবে । সেই কারণেই অন্যান্য রাজ্যের জেলাশাসকরা প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত হলেন । কিন্ত বাংলার কোনও জেলাশাসক ছিলেন না । আর মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এটা সম্ভব নয় ।’’

কলকাতা, 25 জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা বৈঠকে গরহাজির ছিলেন রাজ্যের জেলাশাসকরা (non participation of Bengal DMs in PM meeting) ৷ সেই নিয়ে এ বার নমোকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu writes letter to PM)। আজ টুইটে নিজেই একথা জানিয়েছেন তিনি ৷

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari writes letter to Narendra Modi) টুইটে লিখেছেন, "জেলাশাসকদের গরহাজিরা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলাম । 22 জানুয়ারি ওই বৈঠকে দেশের 190টি জেলার জেলাশাসকরা অংশ নিয়েছিলেন । কিন্ত বাংলার জেলাশাসকরা ওই বৈঠকে ছিলেন না । শুধু কেন্দ্রীয় সরকারের উপর মিথ্যা বঞ্চনার অভিযোগ করে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে কী লাভ ? কেন্দ্রীয় সরকার সব রকম সহযোগিতার জন্য হাত বাড়ালেও রাজ্য সরকারের মনোভাব ঠিক নেই ।"

Suvendu Adhikari writes letter to Narendra Modi over non participation of Bengal DMs in PM meeting
শুভেন্দুর টুইট

আরও পড়ুন: Suvendu Attacks Mamata Govt : বিজেপি-বিরোধী দলনেতাকে ভয় পায় রাজ্য সরকার, দাবি শুভেন্দুর

নানা ইস্যুতে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে সংঘাত অব্যাহত রাজ্য সরকারের । আইপিএস ক্যডার বিধিতে বদল আনতে কেন্দ্রীয় সরকারের পাঠানো প্রস্তাবের চরম বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার পাল্টা হিসাবেই সরকারের উপর চাপ বাড়াতে শুভেন্দু (Suvendu Adhikari tweet) মোদিকে চিঠি লিখেছেন বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী-জেলাশাসকদের বৈঠক হাইজ্যাক করেছেন মমতা, পালটা সরব শুভেন্দু

এবিষয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, "মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানেন না । কেন্দ্র ও রাজ্যের মধ্যে সু-সম্পর্ক থাকলে বাংলার মানুষেরই সুবিধে হবে । সেই কারণেই অন্যান্য রাজ্যের জেলাশাসকরা প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত হলেন । কিন্ত বাংলার কোনও জেলাশাসক ছিলেন না । আর মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এটা সম্ভব নয় ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.