কলকাতা, 27 জুলাই : ব্রুনেইয়ের সুলতানের চেয়েও পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) বান্ধবীর সংখ্যা বেশি ৷ বুধবার এই ভাষাতেই কার্যত বাংলার শিল্পমন্ত্রীকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷
এদিন পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল লা গণেশনের (Bengal Governor La Ganesan) সঙ্গে দেখা করেন শুভেন্দু ৷ সেই সাক্ষাৎ পর্ব সেরে বাইরে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷ সেখানেই পার্থর সঙ্গে ব্রুনেইয়ের সুলতানের তুলনা টানেন তিনি ৷
তিনি বলেন, ‘‘একটা লোকের ব্রুনেইয়ের সুলতানের থেকে বেশি বান্ধবী ৷ হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, একের বেশি বিয়ে করা যায় না ৷ সেই জন্যই হয়তো বিয়ে করেননি ৷ না হলে এগুলোকেও বিয়ে করে নিতেন ৷’’
এখানে উল্লেখ করা প্রয়োজন, শিক্ষক নিয়োগ দুর্নীতির (Bengal Recruitment Scam) তদন্তে নেমে টালিগঞ্জে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে প্রায় 22 কোটি টাকা উদ্ধার করে ইডি ৷ অর্পিতা আপাতত ইডি হেফাজতে৷ ইডি সূত্রে জানা গিয়েছে, অর্পিতার ওই ফ্ল্যাটে সপ্তাহে অন্তত 3 থেকে 5 দিন যেতেন পার্থ চট্টোপাধ্যায় ৷ জেরায় অর্পিতা নাকি এমনই দাবি করেছেন ৷
শুভেন্দু অবশ্য এদিন দাবি করেন যে ওই ফ্ল্যাটে রোজ রাতে যেতেন পার্থ ৷ তাঁর কথায়, ‘‘তিনি (পার্থ) যেখানে পাঁচদিন করে রাত্রিযাপন করেন, রাত 9টায় যেতেন সকাল 10টা বের হতেন, সেখান থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পরে, আর কী প্রমাণ দরকার আছে ৷’’
তবে পার্থ-অর্পিতা গ্রেফতার হলেও এই দুর্নীতি আসলে মূল অভিযুক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তাঁর ভাইপো তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর অভিযোগ, চাকরির সিন্ডিকেট মমতা পার্থকে দিয়ে চালাতেন ৷ অপা সিন্ডিকেট আসলে পিসি-ভাইপোর সিন্ডিকেট ৷
অন্যদিকে এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানোর আবেদন করে এসেছেন শুভেন্দু ৷
আরও পড়ুন : Partha Chatterjee: এক সঙ্গীকে নিয়ে অর্পিতার ফ্ল্যাটে সপ্তাহে 3 থেকে 5 দিন আসতেন পার্থ