ETV Bharat / city

Suvendu Slams Mamata: লেডি কিমকে না সরানো পর্যন্ত আন্দোলন চলবে, মমতাকে বিঁধলেন শুভেন্দু - শুভেন্দু অধিকারী

লেডি কিমকে (BJP Nabanna Abhijan) না সরানো পর্যন্ত আন্দোলন চলবে (Suvendu Slams Mamata)৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই বিঁধলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷

Suvendu Adhikari slams Mamata Banerjee calls her Lady Kim
লেডি কিমকে না সরানো পর্যন্ত আন্দোলন চলবে, মমতাকে বিঁধলেন শুভেন্দু
author img

By

Published : Sep 13, 2022, 7:01 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর: এই রাজ্যকে উত্তর কোরিয়া বানিয়ে দিয়েছে লেডি কিম (Suvendu Slams Mamata)৷ তাঁকে না সরানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে (Lady Kim)৷ বিজেপির নবান্ন অভিযানের মিছিল থেকে আটক হওয়ার পর লালবাজার থেকে এই ভাষাতেই তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এ দিন তিনি কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকে (Suvendu Adhikari)৷

মঙ্গলবার ছিল বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) ৷ তিন দিক দিয়ে নবান্ন ঘেরার পরিকল্পনা করেছিল বিজেপি ৷ একটি দিকের মিছিল সাঁতরাগাছি স্টেশন থেকে শুরু হওয়ার কথা ছিল ৷ সেই মিছিলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ তিনি সেদিকে যাওয়ার পথে কলকাতা থেকে বিদ্যাসাগর সেতুতে ওঠার মুখে আটকে যান ৷ শুভেন্দুকে আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ ৷ তাঁর পাশাপাশি আটক করা হয় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও রাহুল সিনহাকেও ৷

লালবাজার থেকে ফেসবুকে লাইভ করেন লকেট ৷ সেই সময় ফেসবুক লাইভের মাধ্যমে তিনি তুলে ধরেন শুভেন্দুর বক্তব্য ৷ মমতাকে তীব্র আক্রমণ করে বিরোধী দলনেতা বলেন, "আন্দোলন করে যেতে হবে ৷ উত্তর কোরিয়া বানিয়ে দিয়েছে ৷ লেডি কিমকে না সরানো পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যেতে হবে ৷ ভাইপোকে জেলে ঢোকাতে হবে ৷ সঙ্গে কিছু আইপিএসকেও ৷ যারা কয়লা ও গরুর টাকা খেয়েছে ৷ জ্ঞানবন্ত সিং আজ লেডি ফোর্স দিয়ে অ্যাসল্ট করিয়েছে ৷ আমাদের মিছিলে যেতে দেয়নি ৷ জোর করে আটক করেছে ৷"

আরও পড়ুন: ডোন্ট টাচ মি, আটক হওয়ার আগে মহিলা পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বললেন শুভেন্দু

শুভেন্দু আরও বলেন, "সরকার দেউলিয়া হয়ে গিয়েছে ৷ 5 লাখ 62 হাজার টাকার ঋণের বোঝা ৷ কর্মীদের ডিএ দিতে পারে না ৷ বর্ধমানে পেনশন গ্র্যাচুইটি না পেয়ে আত্মহত্যা করেছেন এক বৃদ্ধ ৷ আর বড় বড় মোটা কাতলা মাছেরা জেলে ৷ 70 বছরের পার্থ বুড়ো ৷ তাঁর হাঁটুর নিচের বয়সি বান্ধবী ৷ মমতা এই চরিত্র তৈরি করেছে ৷"

বিরোধী দলনেতার কথায়, মুখ্যমন্ত্রী অশিক্ষিত ৷ শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রী ভয়ে পালিয়েছে মেদিনীপুরে ৷ যাকে আমি 1956 ভোটে হারিয়েছি ৷ কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী ৷ আবার শিক্ষা দিয়ে দেব ৷ গভর্নমেন্ট উচ্চারণ করতে পারেন না ৷ বলেন গরমেন্ট ৷ 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করেন ৷ পৃথিবীতে 1170টি দেশ ৷ অশিক্ষিত এই মুখ্যমন্ত্রীকে যত তাড়াতাড়ি গঙ্গাপাড় করা যায় সেই লক্ষ্যে লড়তে হবে ৷"

কলকাতা, 13 সেপ্টেম্বর: এই রাজ্যকে উত্তর কোরিয়া বানিয়ে দিয়েছে লেডি কিম (Suvendu Slams Mamata)৷ তাঁকে না সরানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে (Lady Kim)৷ বিজেপির নবান্ন অভিযানের মিছিল থেকে আটক হওয়ার পর লালবাজার থেকে এই ভাষাতেই তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এ দিন তিনি কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকে (Suvendu Adhikari)৷

মঙ্গলবার ছিল বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) ৷ তিন দিক দিয়ে নবান্ন ঘেরার পরিকল্পনা করেছিল বিজেপি ৷ একটি দিকের মিছিল সাঁতরাগাছি স্টেশন থেকে শুরু হওয়ার কথা ছিল ৷ সেই মিছিলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ তিনি সেদিকে যাওয়ার পথে কলকাতা থেকে বিদ্যাসাগর সেতুতে ওঠার মুখে আটকে যান ৷ শুভেন্দুকে আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ ৷ তাঁর পাশাপাশি আটক করা হয় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও রাহুল সিনহাকেও ৷

লালবাজার থেকে ফেসবুকে লাইভ করেন লকেট ৷ সেই সময় ফেসবুক লাইভের মাধ্যমে তিনি তুলে ধরেন শুভেন্দুর বক্তব্য ৷ মমতাকে তীব্র আক্রমণ করে বিরোধী দলনেতা বলেন, "আন্দোলন করে যেতে হবে ৷ উত্তর কোরিয়া বানিয়ে দিয়েছে ৷ লেডি কিমকে না সরানো পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যেতে হবে ৷ ভাইপোকে জেলে ঢোকাতে হবে ৷ সঙ্গে কিছু আইপিএসকেও ৷ যারা কয়লা ও গরুর টাকা খেয়েছে ৷ জ্ঞানবন্ত সিং আজ লেডি ফোর্স দিয়ে অ্যাসল্ট করিয়েছে ৷ আমাদের মিছিলে যেতে দেয়নি ৷ জোর করে আটক করেছে ৷"

আরও পড়ুন: ডোন্ট টাচ মি, আটক হওয়ার আগে মহিলা পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বললেন শুভেন্দু

শুভেন্দু আরও বলেন, "সরকার দেউলিয়া হয়ে গিয়েছে ৷ 5 লাখ 62 হাজার টাকার ঋণের বোঝা ৷ কর্মীদের ডিএ দিতে পারে না ৷ বর্ধমানে পেনশন গ্র্যাচুইটি না পেয়ে আত্মহত্যা করেছেন এক বৃদ্ধ ৷ আর বড় বড় মোটা কাতলা মাছেরা জেলে ৷ 70 বছরের পার্থ বুড়ো ৷ তাঁর হাঁটুর নিচের বয়সি বান্ধবী ৷ মমতা এই চরিত্র তৈরি করেছে ৷"

বিরোধী দলনেতার কথায়, মুখ্যমন্ত্রী অশিক্ষিত ৷ শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রী ভয়ে পালিয়েছে মেদিনীপুরে ৷ যাকে আমি 1956 ভোটে হারিয়েছি ৷ কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী ৷ আবার শিক্ষা দিয়ে দেব ৷ গভর্নমেন্ট উচ্চারণ করতে পারেন না ৷ বলেন গরমেন্ট ৷ 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করেন ৷ পৃথিবীতে 1170টি দেশ ৷ অশিক্ষিত এই মুখ্যমন্ত্রীকে যত তাড়াতাড়ি গঙ্গাপাড় করা যায় সেই লক্ষ্যে লড়তে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.