ETV Bharat / city

Suvendu Adhikari : রয়েছে কর্মসূচি, সিআইডি হাজিরা এড়ালেন শুভেন্দু - রয়েছে কর্মসূচি, সিআইডি হাজিরা এড়ালেন শুভেন্দু

কর্মসূচি রয়েছে তাই তিনি সিআইডির দফতরে গিয়ে দেখা করতে পারবেন না বলে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তা নিয়ে আবার কুণাল খোঁচা দিয়ে টুইট করেছেন ৷

সিআইডি হাজিরা এড়িয়ে গেলেন শুভেন্দু
সিআইডি হাজিরা এড়িয়ে গেলেন শুভেন্দু
author img

By

Published : Sep 6, 2021, 11:58 AM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর : সিআইডির (CID) তলবকে এড়িয়ে গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যু মামলায় তাঁকে তলব করেছে সিআইডি ৷ তারপরই ইমেল করে রাজ্য পুলিশের সিআইডিকে জানিয়েছেন, কর্মসূচি রয়েছে তাই তিনি যেতে পারবেন না ৷ এনিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা ঠিক করতে সিআইডি দফতরে এদিন দুপুরে ফের একবার বৈঠকে বসতে পারেন গোয়েন্দারা ।

ভবানী ভবন সূত্রের খবর, টানা কর্মসূচি থাকার ফলে তিনি এদিন আসতে পারছেন না বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী । এদিন সকালে রাজ্য পুলিশের সিআইডিকে শুভেন্দু একথা জানিয়ে একটি ইমেল করেন ৷ তবে প্রয়োজনে ফের তাঁকে তলবি নোটিশ পাঠানো হবে পারে ৷ পাশাপাশি কাঁথিতে গিয়েও ফের এই ঘটনায় তল্লাশি ও তদন্ত করবেন রাজ্য পুলিশের গোয়েন্দারা ।

কর্মসূচির কথা বলার পাশাপাশি আরও একটি যুক্তি বিজেপি শিবিরের থেকে শোনা যাচ্ছে ৷ বলা হচ্ছে, মামলাটি কলকাতা হাইকোর্টে চলছেই ৷ তাই এর মধ্যে শুভেন্দুকে ফের ভবানী ভবনে ডাকার কোনও মানে হয় না ৷ তবে এনিয়ে সিআইডির ডিআইজি পদমর্যাদার এক আধিকারিকের বক্তব্য, "মামলা তো চলছেই, এই মামলাটির তদন্তভার গ্রহণ করেছে সিআইডি ৷ তার জন্য তো তাঁকে ডাকা হয়েছে ৷ তাতে মামলা চলার ক্ষেত্রে তো কোনও অসুবিধা নেই ৷"

এদিন সকালে দিল্লিতে ইডি দফতরে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ সেই প্রসঙ্গ তুলে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আরও একটি টুইট করেছেন ৷ লেখেন, "একজন চক্রান্ত জেনেও মাথা উঁচু করে তদন্তের মুখোমুখি হবে । অন্যজন কখনও তদন্ত থেকে বাঁচতে দল বদলায়, আজ আবার তদন্ত এড়াতে গর্তে ঢুকে যাচ্ছে । বাঘ আর বাঘছাল পরা বিড়ালের তফাৎ আবার প্রমাণিত ।"

  • একজন চক্রান্ত জেনেও মাথা উঁচু করে তদন্তের মুখোমুখি হবে।

    অন্যজন কখনও তদন্ত থেকে বাঁচতে দল বদলায়, আজ আবার তদন্ত এড়াতে গর্তে ঢুকে যাচ্ছে।

    বাঘ আর বাঘছাল পরা বিড়ালের তফাৎ আবার প্রমাণিত।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) September 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Abhishek Banerjee : কয়লা কাণ্ডে দিল্লির ইডি দফতরে অভিষেক

শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় নতুন করে তদন্তে নামেন রাজ্য পুলিশের গোয়েন্দারা । গত 14 জুলাই তাঁরা কাঁথি থানার কাছ থেকে তদন্তভার নেন ৷ কাঁথিতে শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীদের থাকার যে জায়গা আছে, সেখানে গিয়ে একাধিকবার তদন্তও করেন সিআইডির গোয়েন্দারা । এই ঘটনায় শুভেন্দু অধিকারীর অন্যান্য প্রাক্তন নিরাপত্তারক্ষীদেরও জিজ্ঞাসাবাদ করেন তাঁরা । গোয়েন্দারা জানান, তদন্তে নেমে একাধিক প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না ৷ তাই বিরোধী দলনেতাকে তলব করা হয়েছিল ।

আরও পড়ুন : Suvendu Adhikari : দেহরক্ষীর মৃত্যুর মামলায় সিআইডির তলব শুভেন্দুকে

কলকাতা, 6 সেপ্টেম্বর : সিআইডির (CID) তলবকে এড়িয়ে গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যু মামলায় তাঁকে তলব করেছে সিআইডি ৷ তারপরই ইমেল করে রাজ্য পুলিশের সিআইডিকে জানিয়েছেন, কর্মসূচি রয়েছে তাই তিনি যেতে পারবেন না ৷ এনিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা ঠিক করতে সিআইডি দফতরে এদিন দুপুরে ফের একবার বৈঠকে বসতে পারেন গোয়েন্দারা ।

ভবানী ভবন সূত্রের খবর, টানা কর্মসূচি থাকার ফলে তিনি এদিন আসতে পারছেন না বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী । এদিন সকালে রাজ্য পুলিশের সিআইডিকে শুভেন্দু একথা জানিয়ে একটি ইমেল করেন ৷ তবে প্রয়োজনে ফের তাঁকে তলবি নোটিশ পাঠানো হবে পারে ৷ পাশাপাশি কাঁথিতে গিয়েও ফের এই ঘটনায় তল্লাশি ও তদন্ত করবেন রাজ্য পুলিশের গোয়েন্দারা ।

কর্মসূচির কথা বলার পাশাপাশি আরও একটি যুক্তি বিজেপি শিবিরের থেকে শোনা যাচ্ছে ৷ বলা হচ্ছে, মামলাটি কলকাতা হাইকোর্টে চলছেই ৷ তাই এর মধ্যে শুভেন্দুকে ফের ভবানী ভবনে ডাকার কোনও মানে হয় না ৷ তবে এনিয়ে সিআইডির ডিআইজি পদমর্যাদার এক আধিকারিকের বক্তব্য, "মামলা তো চলছেই, এই মামলাটির তদন্তভার গ্রহণ করেছে সিআইডি ৷ তার জন্য তো তাঁকে ডাকা হয়েছে ৷ তাতে মামলা চলার ক্ষেত্রে তো কোনও অসুবিধা নেই ৷"

এদিন সকালে দিল্লিতে ইডি দফতরে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ সেই প্রসঙ্গ তুলে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আরও একটি টুইট করেছেন ৷ লেখেন, "একজন চক্রান্ত জেনেও মাথা উঁচু করে তদন্তের মুখোমুখি হবে । অন্যজন কখনও তদন্ত থেকে বাঁচতে দল বদলায়, আজ আবার তদন্ত এড়াতে গর্তে ঢুকে যাচ্ছে । বাঘ আর বাঘছাল পরা বিড়ালের তফাৎ আবার প্রমাণিত ।"

  • একজন চক্রান্ত জেনেও মাথা উঁচু করে তদন্তের মুখোমুখি হবে।

    অন্যজন কখনও তদন্ত থেকে বাঁচতে দল বদলায়, আজ আবার তদন্ত এড়াতে গর্তে ঢুকে যাচ্ছে।

    বাঘ আর বাঘছাল পরা বিড়ালের তফাৎ আবার প্রমাণিত।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) September 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Abhishek Banerjee : কয়লা কাণ্ডে দিল্লির ইডি দফতরে অভিষেক

শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় নতুন করে তদন্তে নামেন রাজ্য পুলিশের গোয়েন্দারা । গত 14 জুলাই তাঁরা কাঁথি থানার কাছ থেকে তদন্তভার নেন ৷ কাঁথিতে শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীদের থাকার যে জায়গা আছে, সেখানে গিয়ে একাধিকবার তদন্তও করেন সিআইডির গোয়েন্দারা । এই ঘটনায় শুভেন্দু অধিকারীর অন্যান্য প্রাক্তন নিরাপত্তারক্ষীদেরও জিজ্ঞাসাবাদ করেন তাঁরা । গোয়েন্দারা জানান, তদন্তে নেমে একাধিক প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না ৷ তাই বিরোধী দলনেতাকে তলব করা হয়েছিল ।

আরও পড়ুন : Suvendu Adhikari : দেহরক্ষীর মৃত্যুর মামলায় সিআইডির তলব শুভেন্দুকে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.