কলকাতা, 16 সেপ্টেম্বর : উত্তরবঙ্গে শিশুদের মধ্যে অজানা জ্বর নিয়ে এবার কেন্দ্র সরকারকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানোর আবেদন জানিয়ে দিল্লিতে স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়াকে চিঠি লিখেছেন শুভেন্দু ৷ ওই চিঠিতে অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, উত্তরবঙ্গে অজানা জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি প্রায় 750 জন শিশু ৷ তার মধ্যে 6 জন শিশু মারা গিয়েছে ৷ শুধুমাত্র মালদা জেলাতেই 200-র বেশি শিশু হাসপাতালে চিকিৎসাধীন বলেও চিঠিতে উল্লেখ করেছেন শুভেন্দু ৷ তবে, এই চিঠিতেও রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করতে ছাড়েননি তিনি ৷ বিরোধী দলনেতার অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার কোনওরকম গুরুত্ব দিচ্ছে না বিষয়টি নিয়ে ৷ কারণ, সরকার ভবানীপুরের উপনির্বাচন নিয়ে ব্যস্ত ৷ তাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হস্তক্ষেপ এবং স্বাস্থ্য প্রতিনিধিদল পশ্চিমবঙ্গে পাঠানোর বিশেষ অনুরোধে করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডভিয়াকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
আরও পড়ুন : Fever in Children : জলপাইগুড়িতে একসঙ্গে 130 শিশুর জ্বর, নমুনা যাচ্ছে কলকাতায়
শুভেন্দু চিঠিতে আরও জানিয়েছেন, উত্তরবঙ্গে অজানা জ্বরে আক্রান্ত হয়ে একাধিক শিশু হাসপাতালে ভর্তি রয়েছে ৷ তাঁর অভিযোগ, অবস্থা এতটাই খারাপ যে, অনেক শিশুকেই উত্তরবঙ্গ থেকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ৷ কিন্তু পুরো বিষয়টিতে রাজ্য প্রশাসন কোনও সঠিক পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ শুভেন্দুর ৷ তাঁর অভিযোগ, রাজ্য সরকার ভবানীপুর নিয়ে ব্যস্ত ৷
আরও পড়ুন : Coochbehar : জলপাইগুড়ি, মালদার পর কোচবিহার; জ্বরে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে
অন্যদিকে, বোলপুরে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল পরিচালিত সংস্থা ‘স্বাধীন’, যা বর্তমানে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ নামে পরিচিত ৷ সেই হাসপাতাল নিয়েও ওই চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন শুভেন্দু ৷ তিনি অভিযোগ করেছেন, ওই হাসপাতালটি একটি বেসরকারি মেডিক্যাল কলেজে পরিণত করা হয়েছে ৷ ওই হাসপাতালে দুর্নীতি বন্ধ করার দাবি জানিয়ে চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ৷
আরও পড়ুন :Malda Medical : মালদা মেডিক্যালে শিশু মৃত্যু বেড়ে হল 3 ; অস্বাভাবিক নয়, দাবি কর্তৃপক্ষের