কলকাতা, 26 নভেম্বর : "বিএসএফের সীমানা বৃদ্ধি নিয়ে বিধানসভায় রাজ্য সরকারের প্রস্তাব পাসের কোনও এক্তিয়ার নেই," দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on BSF jurisdiction) ৷ এদিন বিধানসভায় সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, "বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে 169 ধারায় বিধানসভায় যে প্রস্তাব পেশ করেছে সেটার কোনও আইনগত দিক নেই । রাজ্য বিধানসভায় যে আলোচনা হয়েছে । সেটা নিয়ে রাজ্য সরকারের কোনও এক্তিয়ার নেই ।"
শুভেন্দু আরও বলেন, "এটা মূলত প্রচারের আলোয় আসা । গরুপাচারকারী, সোনাপাচারকারী, মানবপাচারকারী ও বর্ডারে যারা দুষ্কর্মকারী, যারা বর্ডারে 108টি গরুর হাট চালায়, সেই লোকদের আশ্বাস দেওয়া যে, আমরা বিধানসভায় বিল পাশ করিয়েছি । তোমাদের কিছু হবে না । আপনার যে বিষয়ে এক্তিয়ার নেই । সেই বিষয়ে বিল পাশ করে কোনও কাজ নেই ।"
শুভেন্দুর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশানিক বৈঠকে কোনও বিরোধী দলের বিধায়ক ও সাংসদদের ডাকেন না । তাই কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক তৈরি করতে গেলে আগে মুখ্যমন্ত্রীকে বিরোধী দলের নেতা-মন্ত্রীদের সম্মান জানাতে হবে ।
এদিন তাঁর আরও অভিযোগ, "পশ্চিম মেদিনীপুরে ডিএম ও এসপি আমার ফোন ধরে না । তাহলে পশ্চিমবঙ্গের অন্য বিরোধী বিধায়কদের কী অবস্থা সেটা বুঝতে পারছেন ?" এদিন সংবিধান দিবসের অনুষ্ঠানের বিজেপি বিধায়কদের অনুপস্থিতি প্রশ্নে শুভেন্দু বলেন, "তৃণমূল কংগ্রেস কোনও সংবিধান মানে না । তাই বড় বড় জ্ঞান দেওয়া তৃণমূলের মুখে মানায় না ।"
আরও পড়ুন : PIL on BSF Issue : বিএসএফের সীমানা বৃদ্ধি নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে