ETV Bharat / city

মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনের ঘটনা দুঃখজনক : শুভেন্দু - WEST BURDWAN

মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনের ঘটনায় দুঃখপ্রকাশ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মঙ্গলবার বিজেপির দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্বের সাংগঠনিক জেলা সদর দফতরে একটি বৈঠক যোগ দেন তিনি । সেখানেই রাজ্যের সামগ্রিক পরিস্থিতির বিষয়ে সমালোচনা করেন তিনি ।

BARUIPUR
মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনের ঘটনা দুঃখজনক: শুভেন্দু
author img

By

Published : Jul 13, 2021, 6:45 PM IST

বারুইপুর, 13 জুলাই : সোমবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে খুন হন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অসীম দাস । ঘটনার পর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে । এবার সেই বিষয়ে মুখ খুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্বের সাংগঠনিক জেলা সদর দফতরে একটি বৈঠক যোগ দেন তিনি । সেখানেই শুভেন্দুবাবু বলেন, "যে কোনও মৃত্যুই দুঃখজনক । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । বিজেপিই এই খুন করেছে বলে অভিযোগ করা হচ্ছে । এটা একেবারেই সঠিক নয় । গোটা ঘটনার তদন্ত করেই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে ।"

তাঁর আরও অভিযোগ, "পুলিশ আর তৃণমূল কংগ্রেস সমার্থক হয়ে গিয়েছে । তৃণমূল বলেছে তাই পুলিশ গ্রেফতার করছে ।" পাশাপাশি তিনি দাবি করেন, "রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই । সপ্তাহে চারদিন নবান্ন বন্ধ থাকে স্যানিটাইজেশনের নামে । তাই রাজ্যে ভুয়ো সিআইডি-সিবিআই আধিকারিক ধরা পড়ছে ।" বিধানসভার বিভিন্ন কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছে বিজেপি । এবারও সেই বিষয়ে বার্তা দেন শুভেন্দুবাবু ।

মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনের ঘটনা দুঃখজনক, বললেন শুভেন্দু

আরও পড়ুন: মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন

রাজ্যে বিধানসভা নির্বাচনের পরে এখনও অনেকে ঘরছাড়া রয়েছে । পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না । হাইকোর্ট, মানবাধিকার কমিশনের নির্দেশ মানে না । যে পুলিশ আধিকারিকরা দলদাস হিসেবে কাজ করছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলেও উল্লেখ করেন বিধানসভার বিরোধী দলনেতা । নিজের দেহরক্ষীর মৃত্যু ঘটনার সিআইডি তদন্তের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন । উনিই ভাল বলতে পারবেন ।"

বারুইপুর, 13 জুলাই : সোমবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে খুন হন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অসীম দাস । ঘটনার পর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে । এবার সেই বিষয়ে মুখ খুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্বের সাংগঠনিক জেলা সদর দফতরে একটি বৈঠক যোগ দেন তিনি । সেখানেই শুভেন্দুবাবু বলেন, "যে কোনও মৃত্যুই দুঃখজনক । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । বিজেপিই এই খুন করেছে বলে অভিযোগ করা হচ্ছে । এটা একেবারেই সঠিক নয় । গোটা ঘটনার তদন্ত করেই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে ।"

তাঁর আরও অভিযোগ, "পুলিশ আর তৃণমূল কংগ্রেস সমার্থক হয়ে গিয়েছে । তৃণমূল বলেছে তাই পুলিশ গ্রেফতার করছে ।" পাশাপাশি তিনি দাবি করেন, "রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই । সপ্তাহে চারদিন নবান্ন বন্ধ থাকে স্যানিটাইজেশনের নামে । তাই রাজ্যে ভুয়ো সিআইডি-সিবিআই আধিকারিক ধরা পড়ছে ।" বিধানসভার বিভিন্ন কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছে বিজেপি । এবারও সেই বিষয়ে বার্তা দেন শুভেন্দুবাবু ।

মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনের ঘটনা দুঃখজনক, বললেন শুভেন্দু

আরও পড়ুন: মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন

রাজ্যে বিধানসভা নির্বাচনের পরে এখনও অনেকে ঘরছাড়া রয়েছে । পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না । হাইকোর্ট, মানবাধিকার কমিশনের নির্দেশ মানে না । যে পুলিশ আধিকারিকরা দলদাস হিসেবে কাজ করছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলেও উল্লেখ করেন বিধানসভার বিরোধী দলনেতা । নিজের দেহরক্ষীর মৃত্যু ঘটনার সিআইডি তদন্তের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন । উনিই ভাল বলতে পারবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.