ETV Bharat / city

CBI দপ্তরে শুভেন্দু অধিকারী, নেওয়া হল ভয়েস স্যাম্পেল - নারদ মামলায় শুভেন্দু অধিকারীর ভয়েস স্যাম্পেল নেওয়া হল

নারদ মামলায় এর আগে দু'বার শুভেন্দু অধিকারীকে তলব করা হয় । কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি । আজ CBI-এর দপ্তরে প্রায় একঘণ্টা ছিলেন শুভেন্দুবাবু ৷ তাঁর ভয়েস স্যাম্পেল নেওয়া হয় ৷

শুভেন্দু অধিকারী
author img

By

Published : Sep 20, 2019, 10:21 PM IST

Updated : Sep 20, 2019, 10:57 PM IST

কলকাতা, ২০ সেপ্টেম্বর: ডাকা হয়েছিল আগেই । নির্দিষ্ট দিনে হাজির হননি রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী । নারদ মামলায় তাকে ফের তলব করে CBI। আর আজ বিকেলে নিজাম প্যালেসে আসেন তিনি । দেন হাজিরা ৷ তাঁর ভয়েস স্যাম্পেলও নেওয়া হয় ৷

এর আগেও CBI-এর জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী । প্রাথমিকভাবে দু'বার তলব করা হলে তখন তিনি যাননি । পরে অবশ্য তদন্তকারীদের মুখোমুখি হন । পাশাপাশি CBI-এর একটি দল তাঁর হলদিয়ার তৎকালীন অফিসেও তল্লাশি চালায় । এই অফিসেই না কি নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলস নোটের বান্ডিল নিয়ে হাজির হয়েছিলেন ।

নারদ মামলায় সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, অপরূপা পোদ্দাররা ভয়েস স্যাম্পেল দিয়ে এসেছেন । এর আগে দু'বার শুভেন্দু অধিকারীকে তলব করা হয় । কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি । আজ CBI-এর দপ্তরে প্রায় একঘণ্টা ছিলেন শুভেন্দুবাবু । যদিও সেখান থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমের সামনে কোনও কথা বলতে চাননি তিনি ।

কলকাতা, ২০ সেপ্টেম্বর: ডাকা হয়েছিল আগেই । নির্দিষ্ট দিনে হাজির হননি রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী । নারদ মামলায় তাকে ফের তলব করে CBI। আর আজ বিকেলে নিজাম প্যালেসে আসেন তিনি । দেন হাজিরা ৷ তাঁর ভয়েস স্যাম্পেলও নেওয়া হয় ৷

এর আগেও CBI-এর জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী । প্রাথমিকভাবে দু'বার তলব করা হলে তখন তিনি যাননি । পরে অবশ্য তদন্তকারীদের মুখোমুখি হন । পাশাপাশি CBI-এর একটি দল তাঁর হলদিয়ার তৎকালীন অফিসেও তল্লাশি চালায় । এই অফিসেই না কি নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলস নোটের বান্ডিল নিয়ে হাজির হয়েছিলেন ।

নারদ মামলায় সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, অপরূপা পোদ্দাররা ভয়েস স্যাম্পেল দিয়ে এসেছেন । এর আগে দু'বার শুভেন্দু অধিকারীকে তলব করা হয় । কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি । আজ CBI-এর দপ্তরে প্রায় একঘণ্টা ছিলেন শুভেন্দুবাবু । যদিও সেখান থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমের সামনে কোনও কথা বলতে চাননি তিনি ।

Intro:কলকাতা, ২০ সেপ্টেম্বর: ডাকা হয়েছিল আগেই। নির্দিষ্ট দিনে হাজির হননি রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। নারদ মামলায় তাকে ফের তলব করে সিবিআই। আজ বিকেলে হঠাৎই নিজাম তাহলে আসেন পরিবহনমন্ত্রী। হাজিরা দেন সিবিআই-এর ডাকে।Body:এর আগেও সিবিআই জেরার মুখে পড়েছেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীও। প্রাথমিকভাবে দু'বার তলব করা হলে তখন তিনি যাননি। পরে অবশ্য তদন্তকারীদের মুখোমুখি হন শুভেন্দু। পাশাপাশি সিবিআইয়ের তদন্তকারী দল শুভেন্দুর হলদিয়ার তৎকালীন অফিসেও তল্লাশি চালায়। এই অফিসেই নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলস হাজির হয়েছিলেন টাকার বান্ডিল নিয়ে। ২০১৪ সালের ১৪ এপ্রিল তিনি শুভেন্দুর টাকা নেওয়ার দৃশ্য স্টিং অপারেশন করেছিলেন এই অফিস থেকেই। Conclusion:নারদ মামলায় সুব্রত মুখোপাধ্যায় থেকে শুরু করে শোভন চট্টোপাধ্যায়,কাকলি ঘোষ দস্তিদার,অপরূপা পোদ্দাররা ভয়েস স্যাম্পেল দিয়ে এসেছেন। এর আগে দুবার শুভেন্দু অধিকারীকে তলব করা হয়। কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়ে যান শুভেন্দু। আজ সিবিআইয়ের দপ্তরে প্রায় একঘন্টা ছিলেন রাজ্যের মন্ত্রী। সিবিআই দপ্তর থেকে বেরোনোর সময় শুভেন্দু কোনও কথা বলতে চাননি মিডিয়ার সামনে।
Last Updated : Sep 20, 2019, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.