কলকাতা, ২০ সেপ্টেম্বর: ডাকা হয়েছিল আগেই । নির্দিষ্ট দিনে হাজির হননি রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী । নারদ মামলায় তাকে ফের তলব করে CBI। আর আজ বিকেলে নিজাম প্যালেসে আসেন তিনি । দেন হাজিরা ৷ তাঁর ভয়েস স্যাম্পেলও নেওয়া হয় ৷
এর আগেও CBI-এর জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী । প্রাথমিকভাবে দু'বার তলব করা হলে তখন তিনি যাননি । পরে অবশ্য তদন্তকারীদের মুখোমুখি হন । পাশাপাশি CBI-এর একটি দল তাঁর হলদিয়ার তৎকালীন অফিসেও তল্লাশি চালায় । এই অফিসেই না কি নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলস নোটের বান্ডিল নিয়ে হাজির হয়েছিলেন ।
নারদ মামলায় সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, অপরূপা পোদ্দাররা ভয়েস স্যাম্পেল দিয়ে এসেছেন । এর আগে দু'বার শুভেন্দু অধিকারীকে তলব করা হয় । কিন্তু প্রতিবারই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি । আজ CBI-এর দপ্তরে প্রায় একঘণ্টা ছিলেন শুভেন্দুবাবু । যদিও সেখান থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমের সামনে কোনও কথা বলতে চাননি তিনি ।