কলকাতা, 13 জুন: রাজ্যের পুলিশ, প্রশাসন ও সরকার তাঁদের গণতান্ত্রিক অধিকার (Democratic Rights) খর্ব করেছে ৷ এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং তাঁর দলীয় সহকর্মী তথা বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ বিষয়টি নিয়ে মামলার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হলেন দুই নেতা ৷ কলকাতা হাইকোর্ট তাঁদের সেই আবেদন মেনে নিয়ে মামলা রুজু করার অনুমতি দিয়েছে বলেই দাবি সূত্রের ৷
উল্লেখ্য, পয়গম্বর বিতর্কের (Prophet Remarks Row) জেরে হাওড়া জেলার কিছু অংশে অশান্তি (Howrah Chaos) ছড়িয়েছে ৷ বিক্ষোভকারীদের একাংশের বিরুদ্ধে বিজেপি-র কার্যালয় ভাঙচুর ও কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ৷ তারপরই হাওড়া যাওয়ার উদ্যোগ নেন শুভেন্দু ও সুকান্ত ৷ কিন্তু, তাঁদের আটকে দেয় পুলিশ ৷ এই ঘটনাকেই 'গণতান্ত্রিক অধিকার খর্ব' বলে উল্লেখ করেছেন দুই বিজেপি নেতা ৷
প্রসঙ্গত, গত শনিবার হাওড়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন সুকান্ত মজুমদার ৷ কিন্তু, তিনি তাঁর নিউটাউনের ফ্ল্যাট থেকে বেরোতেই পুলিশ তাঁকে আটকে দেয় ৷ তারপরও অবশ্য রণে ভঙ্গ দেননি বিজেপি-র রাজ্য সভাপতি ৷ শেষপর্যন্ত তাঁকে গ্রেফতার করে লালবাজার নিয়ে যাওয়া হয় ৷ পুলিশের এই আচরণের প্রতিবাদে রবিবার গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান সুকান্ত ৷ সেই সময়েই সুকান্ত জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ করবেন তিনি ৷
অন্যদিকে, শনিবারই হাওড়া যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন শুভেন্দু ৷ কিন্তু, তাঁকেও তমলুকে আটকে দেয় পুলিশ ৷ বিজেপি-র তরফ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় ৷