ETV Bharat / city

সারদা মামলায় ইডির তলবে হাজিরা সুরজিতের - সারদা মামলা

সারদা মামলার সঙ্গে সুরজিৎ কর পুরকায়স্থের যোগাযোগ আছে কি-না, থাকলে তা কতটা গভীরে এই বিষয়ে খতিয়ে দেখতেই এদিন ডাকা হয় রাজ্যের নিরাপত্তা উপদেষ্টাকে ।

surajit-kar-purkayastha-at-ed-office-on-summons-of-sarada-case
surajit-kar-purkayastha-at-ed-office-on-summons-of-sarada-case
author img

By

Published : Mar 25, 2021, 6:17 PM IST

কলকাতা, 25 মার্চ : সারদা মামলায় সুরজিৎ কর পুরকায়স্থকে তলব করেছিল ইডি । আজ ইডির দফতরে হাজিরা দিলেন তিনি ৷ বৃহস্পতিবার সকাল 10 টা বেজে 50 মিনিটে সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে আসেন সুরজিৎ কর পুরকায়স্থ ।

সারদার বিভিন্ন অনুষ্ঠানে পুলিশকর্তা সুরজিৎ পুরকায়স্থকে দেখা গিয়েছে বলে অভিযোগ । এছাড়া চিটফান্ড সংস্থা সারদা কলকাতা পুলিশকে অ্যাম্বুলেন্স দিয়েছিল । সেই অ্যাম্বুলেন্স হস্তান্তরের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন ডিজিপি সুরজিৎ । সূত্রের খবর, সারদা মামলার সঙ্গে তাঁর যোগাযোগ আছে কি-না, থাকলে তা কতটা গভীরে এই বিষয়ে খতিয়ে দেখতেই এদিন ডাকা হয় তাঁকে।

ইডির তলবে হাজিরা সুরজিৎ কর পুরকায়স্থর

আরও পড়ুন: কমিশনের নির্দেশে নির্বাচন পর্যন্ত নিষ্ক্রিয় রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা

এদিকে গতকালই নির্বাচন কমিশনের নির্দেশে নিষ্ক্রিয় করা হয়েছে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে । পদে বহাল থাকলেও ভোট চলাকালীন তিনি কোনও ক্ষমতার ব্যবহার করতে পারবেন না ৷

কলকাতা, 25 মার্চ : সারদা মামলায় সুরজিৎ কর পুরকায়স্থকে তলব করেছিল ইডি । আজ ইডির দফতরে হাজিরা দিলেন তিনি ৷ বৃহস্পতিবার সকাল 10 টা বেজে 50 মিনিটে সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে আসেন সুরজিৎ কর পুরকায়স্থ ।

সারদার বিভিন্ন অনুষ্ঠানে পুলিশকর্তা সুরজিৎ পুরকায়স্থকে দেখা গিয়েছে বলে অভিযোগ । এছাড়া চিটফান্ড সংস্থা সারদা কলকাতা পুলিশকে অ্যাম্বুলেন্স দিয়েছিল । সেই অ্যাম্বুলেন্স হস্তান্তরের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন ডিজিপি সুরজিৎ । সূত্রের খবর, সারদা মামলার সঙ্গে তাঁর যোগাযোগ আছে কি-না, থাকলে তা কতটা গভীরে এই বিষয়ে খতিয়ে দেখতেই এদিন ডাকা হয় তাঁকে।

ইডির তলবে হাজিরা সুরজিৎ কর পুরকায়স্থর

আরও পড়ুন: কমিশনের নির্দেশে নির্বাচন পর্যন্ত নিষ্ক্রিয় রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা

এদিকে গতকালই নির্বাচন কমিশনের নির্দেশে নিষ্ক্রিয় করা হয়েছে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে । পদে বহাল থাকলেও ভোট চলাকালীন তিনি কোনও ক্ষমতার ব্যবহার করতে পারবেন না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.