ETV Bharat / city

TMCs Sufian Gets Interim Relief : সুফিয়ানের গ্রেফতারিতে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট - সুফিয়ান পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা

নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান (Nandigram TMC Leader SK Sufian) ৷ তিনি ভোট পরবর্তী হিংসায় (Bengal Post Poll Violence) একটি খুনের হামলায় অভিযুক্ত ৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে তাঁকে গ্রেফতার করা যাবে না (Supreme Court Gives Interim Relief to TMC Leader Sk Sufian) ৷

supreme court gives interim relief to tmc leader sk sufian
TMCs Sufian Gets Interim Relief : সুফিয়ানের গ্রেফতারিতে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট
author img

By

Published : Jan 20, 2022, 2:42 PM IST

নয়াদিল্লি, 20 জানুয়ারি : তৃণমূল কংগ্রেসের নেতা শেখ সুফিয়ানকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court Gives Interim Relief to TMC Leader Sk Sufian) ৷ তাঁকে এখনই গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷

শেখ সুফিয়ান ভোট পরবর্তী হিংসা (Bengal Post Poll Violence) মামলায় অভিযুক্ত ৷ তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে ৷ তদন্ত করছে সিবিআই ৷ এর আগে সুফিয়ান আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায় ৷

এর পর তিনি সুপ্রিম কোর্টে মামলা করেন ৷ সেই মামলায় চ্যালেঞ্জ জানানো হয় কলকাতা হাইকোর্টের নির্দেশকে ৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি নাগেশ্বর রাও এবং বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে ওই মামলার শুনানি হয় ৷ সেখানেই সুফিয়ানকে আপাতত গ্রেফতার না করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

সুফিয়ান পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা (Nandigram TMC Leader SK Sufian) ৷ তিনি সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন (Mamata Banerjee's Polling Agent) ৷ স্বাভাবিকভাবেই তাঁর নাম ভোট পরবর্তী হিংসায় জড়িয়ে যাওয়ায় হইচই পড়ে সর্বত্র ৷ বিজেপির তরফে এই নিয়ে তৃণমূল কংগ্রেসকে বহুবার কটাক্ষ করা হয়েছে ৷

কিন্তু বৃহস্পতিবার শীর্ষ আদালতের রায়ে কিছুটা হলেও স্বস্তিতে সুফিয়ান ৷ তবে আদালত জানিয়েছে যে আগামী 31 জানুয়ারি ওই মামলার পরবর্তী শুনানি ৷ ওই দিনই আদালত এই মামলার শুনানি শেষ করতে চায় ৷ ওই দিন সুফিয়ানের বিরুদ্ধে অভিযোগের নথি, সিবিআইয়ের পেশ করা চার্জশিট আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছে বেঞ্চ ৷

এদিন কেন্দ্রের তরফে মামলা লড়েন সলিসিটার জেনারেল তুষার মেহতা ৷ আর সুফিয়ানের তরফে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল ৷

গত বছরের 2 মে পশ্চিমবঙ্গ বিধানসভার ফল প্রকাশিত হয়৷ তার পরদিন নন্দীগ্রামে দেবব্রত মাইতি নামে এক তৃণমূল নেতার উপর আক্রমণ হয় ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে সেখানে তাঁর মৃত্যু হয় ৷

আরও পড়ুন : Post Poll violence : বিজেপি কর্মী খুনে মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে জেরা সিবিআইয়ের

কলকাতা হাইকোর্ট ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল ৷ সেই ভোট পরবর্তী হিংসার মামলাগুলির মধ্যেই রয়েছে দেবব্রত মাইতি খুনের ঘটনা ৷ সেই খুনেই অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা শেখ সুফিয়ান ৷

নয়াদিল্লি, 20 জানুয়ারি : তৃণমূল কংগ্রেসের নেতা শেখ সুফিয়ানকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court Gives Interim Relief to TMC Leader Sk Sufian) ৷ তাঁকে এখনই গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷

শেখ সুফিয়ান ভোট পরবর্তী হিংসা (Bengal Post Poll Violence) মামলায় অভিযুক্ত ৷ তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে ৷ তদন্ত করছে সিবিআই ৷ এর আগে সুফিয়ান আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায় ৷

এর পর তিনি সুপ্রিম কোর্টে মামলা করেন ৷ সেই মামলায় চ্যালেঞ্জ জানানো হয় কলকাতা হাইকোর্টের নির্দেশকে ৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি নাগেশ্বর রাও এবং বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে ওই মামলার শুনানি হয় ৷ সেখানেই সুফিয়ানকে আপাতত গ্রেফতার না করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

সুফিয়ান পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা (Nandigram TMC Leader SK Sufian) ৷ তিনি সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন (Mamata Banerjee's Polling Agent) ৷ স্বাভাবিকভাবেই তাঁর নাম ভোট পরবর্তী হিংসায় জড়িয়ে যাওয়ায় হইচই পড়ে সর্বত্র ৷ বিজেপির তরফে এই নিয়ে তৃণমূল কংগ্রেসকে বহুবার কটাক্ষ করা হয়েছে ৷

কিন্তু বৃহস্পতিবার শীর্ষ আদালতের রায়ে কিছুটা হলেও স্বস্তিতে সুফিয়ান ৷ তবে আদালত জানিয়েছে যে আগামী 31 জানুয়ারি ওই মামলার পরবর্তী শুনানি ৷ ওই দিনই আদালত এই মামলার শুনানি শেষ করতে চায় ৷ ওই দিন সুফিয়ানের বিরুদ্ধে অভিযোগের নথি, সিবিআইয়ের পেশ করা চার্জশিট আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছে বেঞ্চ ৷

এদিন কেন্দ্রের তরফে মামলা লড়েন সলিসিটার জেনারেল তুষার মেহতা ৷ আর সুফিয়ানের তরফে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল ৷

গত বছরের 2 মে পশ্চিমবঙ্গ বিধানসভার ফল প্রকাশিত হয়৷ তার পরদিন নন্দীগ্রামে দেবব্রত মাইতি নামে এক তৃণমূল নেতার উপর আক্রমণ হয় ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে সেখানে তাঁর মৃত্যু হয় ৷

আরও পড়ুন : Post Poll violence : বিজেপি কর্মী খুনে মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে জেরা সিবিআইয়ের

কলকাতা হাইকোর্ট ভোট পরবর্তী হিংসা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল ৷ সেই ভোট পরবর্তী হিংসার মামলাগুলির মধ্যেই রয়েছে দেবব্রত মাইতি খুনের ঘটনা ৷ সেই খুনেই অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা শেখ সুফিয়ান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.