কলকাতা, 28 এপ্রিল : রাজ্যের স্কুল কলেজের মতো এবার মাদ্রাসা বোর্ডও গরমের ছুটি এগিয়ে আনল ৷ আগামী সোমবার অর্থাৎ 2 মে থেকে পড়বে গরমের ছুটি। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পক্ষ থেকে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে (Summer Vacation to start from 2nd May in Madrasah Board Schools) ।
গরমের দাবদাহে জ্বলছে রাজ্য । তাপপ্রবাহে হিমশিম অবস্থা দক্ষিণবঙ্গের মানুষের । হাঁসফাঁস করা গরমে পড়ুয়ারা স্কুল ইউনিফর্ম ও মুখে মাস্ক পরে একেবারে ঘেমে নেয়ে স্কুল থেকে বাড়ি ফিরছে । হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহের আগে আপাতত দেখা মিলবে না বৃষ্টির । তাই পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে রাজ্য সরকার আগামী 2 মে থেকে 15 জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করেছে । অর্থাৎ এগিয়ে আনা হয়েছে গরমের ছুটি । একই পথে হেঁটে এইবার মাদ্রাসা শিক্ষা বিভাগও আগামী সোমবার অর্থাৎ 2 মে থেকে 15 জুন পর্যন্ত গরমের ছুটির ঘোষণা করল ।
বিজ্ঞপ্তি অনুসারে, সরকারি মাদ্রাসা ও সরকার অনুমোদিত মাদ্রাসার পাশাপাশি এমএসকে এবং এসএসকে পরিচালিত মাদ্রাসাগুলিতেও আগামী সোমবার থেকে পড়ছে গরমের ছুটি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে বিজ্ঞপ্তি জারি করে সরকারি স্কুল, সরকার পোষিত ও সরকার অনুমোদিত স্কুলগুলি এবং কলেজগুলিতে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার ঘোষণা করা হয় । আগামী 2 মে থেকে 15 জুন পর্যন্ত চলবে গরমের ছুটি । অন্যান্য সময় মে মাসের প্রথমদিকে বা মাঝামাঝি সময় থেকে পরে গরমের ছুটি । তবে এই বছর প্রচণ্ড গরমে এবং ঝলসে যাওয়া রোদ থেকে বাচ্চাদের বাঁচাতে এগিয়ে নিয়ে আসা হয়েছে ছুটি ।
আরও পড়ুন : Summer Vacation : এগিয়ে এল গ্রীষ্মাবকাশ, সোমবার থেকে স্কুলগুলিতে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর