ETV Bharat / city

Summer Vacation : মাদ্রাসাগুলোতেও এগিয়ে এল গরমের ছুটি

author img

By

Published : Apr 28, 2022, 8:36 PM IST

এবার মাদ্রাসাগুলোতেও এগিয়ে নিয়ে আসা হল গরমের ছুটি ৷ সোমবার অর্থাৎ 2 মে থেকে পড়বে গরমের ছুটি (Summer Vacation to start from 2nd May in Madrasah)।

Summer Vacation to start from 2nd May in Madrasah Board Schools
মাদ্রাসাগুলোতেও এগিয়ে এল গরমের ছুটি

কলকাতা, 28 এপ্রিল : রাজ্যের স্কুল কলেজের মতো এবার মাদ্রাসা বোর্ডও গরমের ছুটি এগিয়ে আনল ৷ আগামী সোমবার অর্থাৎ 2 মে থেকে পড়বে গরমের ছুটি। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পক্ষ থেকে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে (Summer Vacation to start from 2nd May in Madrasah Board Schools) ।

গরমের দাবদাহে জ্বলছে রাজ্য । তাপপ্রবাহে হিমশিম অবস্থা দক্ষিণবঙ্গের মানুষের । হাঁসফাঁস করা গরমে পড়ুয়ারা স্কুল ইউনিফর্ম ও মুখে মাস্ক পরে একেবারে ঘেমে নেয়ে স্কুল থেকে বাড়ি ফিরছে । হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহের আগে আপাতত দেখা মিলবে না বৃষ্টির । তাই পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে রাজ্য সরকার আগামী 2 মে থেকে 15 জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করেছে । অর্থাৎ এগিয়ে আনা হয়েছে গরমের ছুটি । একই পথে হেঁটে এইবার মাদ্রাসা শিক্ষা বিভাগও আগামী সোমবার অর্থাৎ 2 মে থেকে 15 জুন পর্যন্ত গরমের ছুটির ঘোষণা করল ।

বিজ্ঞপ্তি অনুসারে, সরকারি মাদ্রাসা ও সরকার অনুমোদিত মাদ্রাসার পাশাপাশি এমএসকে এবং এসএসকে পরিচালিত মাদ্রাসাগুলিতেও আগামী সোমবার থেকে পড়ছে গরমের ছুটি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে বিজ্ঞপ্তি জারি করে সরকারি স্কুল, সরকার পোষিত ও সরকার অনুমোদিত স্কুলগুলি এবং কলেজগুলিতে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার ঘোষণা করা হয় । আগামী 2 মে থেকে 15 জুন পর্যন্ত চলবে গরমের ছুটি । অন্যান্য সময় মে মাসের প্রথমদিকে বা মাঝামাঝি সময় থেকে পরে গরমের ছুটি । তবে এই বছর প্রচণ্ড গরমে এবং ঝলসে যাওয়া রোদ থেকে বাচ্চাদের বাঁচাতে এগিয়ে নিয়ে আসা হয়েছে ছুটি ।

আরও পড়ুন : Summer Vacation : এগিয়ে এল গ্রীষ্মাবকাশ, সোমবার থেকে স্কুলগুলিতে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, 28 এপ্রিল : রাজ্যের স্কুল কলেজের মতো এবার মাদ্রাসা বোর্ডও গরমের ছুটি এগিয়ে আনল ৷ আগামী সোমবার অর্থাৎ 2 মে থেকে পড়বে গরমের ছুটি। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পক্ষ থেকে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে (Summer Vacation to start from 2nd May in Madrasah Board Schools) ।

গরমের দাবদাহে জ্বলছে রাজ্য । তাপপ্রবাহে হিমশিম অবস্থা দক্ষিণবঙ্গের মানুষের । হাঁসফাঁস করা গরমে পড়ুয়ারা স্কুল ইউনিফর্ম ও মুখে মাস্ক পরে একেবারে ঘেমে নেয়ে স্কুল থেকে বাড়ি ফিরছে । হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহের আগে আপাতত দেখা মিলবে না বৃষ্টির । তাই পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে রাজ্য সরকার আগামী 2 মে থেকে 15 জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করেছে । অর্থাৎ এগিয়ে আনা হয়েছে গরমের ছুটি । একই পথে হেঁটে এইবার মাদ্রাসা শিক্ষা বিভাগও আগামী সোমবার অর্থাৎ 2 মে থেকে 15 জুন পর্যন্ত গরমের ছুটির ঘোষণা করল ।

বিজ্ঞপ্তি অনুসারে, সরকারি মাদ্রাসা ও সরকার অনুমোদিত মাদ্রাসার পাশাপাশি এমএসকে এবং এসএসকে পরিচালিত মাদ্রাসাগুলিতেও আগামী সোমবার থেকে পড়ছে গরমের ছুটি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে বিজ্ঞপ্তি জারি করে সরকারি স্কুল, সরকার পোষিত ও সরকার অনুমোদিত স্কুলগুলি এবং কলেজগুলিতে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার ঘোষণা করা হয় । আগামী 2 মে থেকে 15 জুন পর্যন্ত চলবে গরমের ছুটি । অন্যান্য সময় মে মাসের প্রথমদিকে বা মাঝামাঝি সময় থেকে পরে গরমের ছুটি । তবে এই বছর প্রচণ্ড গরমে এবং ঝলসে যাওয়া রোদ থেকে বাচ্চাদের বাঁচাতে এগিয়ে নিয়ে আসা হয়েছে ছুটি ।

আরও পড়ুন : Summer Vacation : এগিয়ে এল গ্রীষ্মাবকাশ, সোমবার থেকে স্কুলগুলিতে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.