কলকাতা, 31 জুলাই: হাওড়ায় ঝাড়খণ্ডের বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা (Howrah Cash Recovery) নিয়ে শুরু রাজনৈতিক তরজা ৷ বাকযুদ্ধে জড়াল শাসক ও বিরোধী শিবির ৷ সাংবাদিক সম্মেলন করে রবিবার তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) দাবি করেছেন, এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জড়িত রয়েছেন কিনা, তা খতিয়ে দেখা দরকার ৷ কারণ, শুভেন্দু কিছুদিন আগেই মহারাষ্ট্রের আদলে ঝাড়খণ্ডেও সরকার ভাঙার ইঙ্গিত দিয়েছিলেন ! কুণালের এই মন্তব্যের কড়া জবাব দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷
এদিন সুকান্ত বলেন,"আমরা সব রাজ্যেই সরকার গঠন করার চেষ্টা করি ৷ কুণাল ঘোষকে ঝাড়খণ্ড ছেড়ে দিয়ে পশ্চিমবঙ্গের কথা ভাবতে বলুন ৷ ঝাড়খণ্ডের চিন্তা করার জন্য ওখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কর্মীরা রয়েছেন ৷ তাঁরাই এ নিয়ে চিন্তা করবেন ৷" সুকান্তর মতে, "তৃণমূল কংগ্রেসের অনেক দাবি ৷ আসলে পার্থ ঘনিষ্ঠ একজনের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে বলেই শুভেন্দু অধিকারীকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে ৷ আমার জানি না এর পিছনে কংগ্রেসেরও কোনও ইন্ধন আছে কিনা ৷"
আরও পড়ুন: Howrah Cash Recovery: শুভেন্দুকেও তদন্তের আওতায় আনা হোক ! দাবি কুণালের
এদিকে, আন্দোলনরত এসএসসি-র চাকরিপ্রার্থীদের একটি প্রতিনিধি দল এদিন কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাৎ করে ৷ উল্লেখ্য, এর আগে এই প্রতিনিধি দলটিই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিল ৷ এই ঘটনাতেও কটাক্ষের সুর শোনা গিয়েছে সুকান্ত মজুমদারের গলায় ৷ তিনি বলেন, "রাজ্যের হবু শিক্ষকরা একজন টুয়েলভ পাস ব্যাক্তির সঙ্গে বৈঠক করছেন ! বাংলার শিক্ষাব্যবস্থা সম্পর্কে আমরা নতুন নতুন জিনিস জানতে পারছি ৷ তবে আন্দোলন শুরু হওয়ার 504 দিন পর কেন কুণালবাবুর এই বৈঠকের কথা মনে হল, এটা একটু আমাদের জানতে ইচ্ছা করছে ৷ এতদিন তাঁদের মানবিকতা কেন সামনে এল না ?"
অন্যদিকে, সারদা মামলায় ফের জেরার মুখোমুখি হতে হয় সংস্থার কর্ণধার সুদীপ্ত সেনকে ৷ তাঁর দাবি, সারদার সুদিনে শুভেন্দু অধিকারীকেও টাকা দিয়েছেন তিনি ৷ সুদীপ্ত আগেও একাধিকবার এই অভিযোগ করেছেন ৷ এই বিষয়ে প্রশ্ন করা হলে সুকান্ত বলেন, "এটা বিরোধী দলনেতার ভাবমূর্তি কলুষিত করার একটা কৌশল ৷ সুদীপ্তবাবু যে সারদাকাণ্ড ঘটিয়েছেন, তার সবথেকে বড় সুবিধাভোগী তো মমতা বন্দ্যোপাধ্যায় !"