ETV Bharat / city

Sukanta Majumdar Demands CBI : অনুব্রতর দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনা সন্দেহজনক, সিবিআই তদন্তের দাবি সুকান্তর - অনুব্রতর দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনা সন্দেহজনক, সিবিআই তদন্তের দাবি সুকান্তর

অনুব্রত মন্ডলের দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনাকে 'সন্দেহজনক' আখ্যা দিয়ে সিবিআই তদন্ত দাবি করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar demands CBI enquiry in Anubrata Mandal security guard accident) ।

Sukanta Demands CBI
অনুব্রতর দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনা সন্দেহজনক, সিবিআই তদন্তের দাবি সুকান্তর
author img

By

Published : Apr 27, 2022, 8:01 PM IST

Updated : Apr 27, 2022, 8:24 PM IST

দুর্গাপুর, 27 এপ্রিল : অনুব্রত মন্ডলের দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনাকে 'সন্দেহজনক' আখ্যা দিয়ে সিবিআই তদন্ত দাবি করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar demands CBI enquiry in Anubrata Mandal security guard accident) । বুধবার পুরুলিয়া যাওয়ার পথে দুর্গাপুরের একটি হোটেলে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বকে নিয়ে জরুরি আলোচনায় বসেন বিজেপি রাজ্য সভাপতি ৷ বৈঠকে ছিলেন পশ্চিম বর্ধমানের বিজেপি জেলা সভাপতি দিলীপ দে-সহ অন্যান্যরা ৷ বৈঠক সেরে বেরিয়েই অনুব্রত মন্ডলের দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনা নিয়ে মন্তব্য করেন সুকান্ত ৷

বৈঠকের পর সংবাদমাধ্যমকে সুকান্ত মজুমদার বলেন, "এই দুর্ঘটনা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। যেটাকে দুর্ঘটনা বলে চালানো হচ্ছে তা কি আদৌ দুর্ঘটনা ? অনুব্রত পুলিশ-সহ অন্যান্যদের ফোনে নির্দেশ দেন দেহরক্ষীর ফোন থেকেই । তার গাড়িতেই দুর্ঘটনা ঘটল। এটা দুর্ঘটনা নাকি পরিকল্পনা ?" এর উত্তর একমাত্র সিবিআই তদন্ত করলেই বেরিয়ে আসবে বলে মনে করেন বিজেপি রাজ্য সভাপতি।

অনুব্রতর দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনায় সিবিআই তদন্তের দাবি সুকান্তর

আরও পড়ুন : বাংলার প্রাপ্য না মিটিয়ে বড় বড় ভাষণ, মোদিকে তোপ মমতার

পাশাপাশি মাওবাদীদের সাত দিনের জঙ্গলমহল বন্ধ প্রসঙ্গে সুকান্ত বলেন, "মাও কার্যকলাপ বাড়ছে। আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে জানিয়েছি। মাওবাদী কার্যকলাপ বেড়ে যাওয়ার মূল উৎস কিছুদিন পরেই জানতে পারব। তবে তৃণমূলই এদের বাড়ানোর চেষ্টা করছে বিরোধীদের মেরে ফেলার জন্য সে দিকেও সতর্ক দৃষ্টি রাখছি।" অর্জুন সিং প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি, "সাংসদ হিসাবে তিনি এলাকার মানুষের কথা তুলে ধরবেন, এটাই তাঁর কর্তব্য। দলের সহ-সভাপতি উনি। উনি দলেই আছেন। ওনার সঙ্গে আমাদের কথাও হয়েছে।"

দুর্গাপুর, 27 এপ্রিল : অনুব্রত মন্ডলের দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনাকে 'সন্দেহজনক' আখ্যা দিয়ে সিবিআই তদন্ত দাবি করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar demands CBI enquiry in Anubrata Mandal security guard accident) । বুধবার পুরুলিয়া যাওয়ার পথে দুর্গাপুরের একটি হোটেলে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বকে নিয়ে জরুরি আলোচনায় বসেন বিজেপি রাজ্য সভাপতি ৷ বৈঠকে ছিলেন পশ্চিম বর্ধমানের বিজেপি জেলা সভাপতি দিলীপ দে-সহ অন্যান্যরা ৷ বৈঠক সেরে বেরিয়েই অনুব্রত মন্ডলের দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনা নিয়ে মন্তব্য করেন সুকান্ত ৷

বৈঠকের পর সংবাদমাধ্যমকে সুকান্ত মজুমদার বলেন, "এই দুর্ঘটনা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। যেটাকে দুর্ঘটনা বলে চালানো হচ্ছে তা কি আদৌ দুর্ঘটনা ? অনুব্রত পুলিশ-সহ অন্যান্যদের ফোনে নির্দেশ দেন দেহরক্ষীর ফোন থেকেই । তার গাড়িতেই দুর্ঘটনা ঘটল। এটা দুর্ঘটনা নাকি পরিকল্পনা ?" এর উত্তর একমাত্র সিবিআই তদন্ত করলেই বেরিয়ে আসবে বলে মনে করেন বিজেপি রাজ্য সভাপতি।

অনুব্রতর দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনায় সিবিআই তদন্তের দাবি সুকান্তর

আরও পড়ুন : বাংলার প্রাপ্য না মিটিয়ে বড় বড় ভাষণ, মোদিকে তোপ মমতার

পাশাপাশি মাওবাদীদের সাত দিনের জঙ্গলমহল বন্ধ প্রসঙ্গে সুকান্ত বলেন, "মাও কার্যকলাপ বাড়ছে। আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে জানিয়েছি। মাওবাদী কার্যকলাপ বেড়ে যাওয়ার মূল উৎস কিছুদিন পরেই জানতে পারব। তবে তৃণমূলই এদের বাড়ানোর চেষ্টা করছে বিরোধীদের মেরে ফেলার জন্য সে দিকেও সতর্ক দৃষ্টি রাখছি।" অর্জুন সিং প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি, "সাংসদ হিসাবে তিনি এলাকার মানুষের কথা তুলে ধরবেন, এটাই তাঁর কর্তব্য। দলের সহ-সভাপতি উনি। উনি দলেই আছেন। ওনার সঙ্গে আমাদের কথাও হয়েছে।"

Last Updated : Apr 27, 2022, 8:24 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.