ETV Bharat / city

কোরোনা-মুক্ত সুজিত বসু, ছুটি দিল হাসপাতাল - কোরোনা-মুক্ত সুজিত বসু

কোরোনা-মুক্ত সুজিত বসু৷ বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি৷ আজই তাঁকে ছুটি দেওয়া হয়৷ তবে, আপাতত চিকিৎসকরা মন্ত্রীকে 14 দিনের হোম কোয়ারানটিনের নির্দেশ দিয়েছেন৷

sujit basu recovered from covid 19
কোরোনা-মুক্ত সুজিত বসু৷
author img

By

Published : Jun 12, 2020, 11:00 PM IST

কলকাতা, 12 জুন: অবশেষে কোরোনা-মুক্ত হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতাল থেকে আজই ছুটি পেলেন তিনি। সুজিত বসুর সুস্থতার খবর পেয়ে খুশি তাঁর অনুগামী থেকে শুরু করে রাজনৈতিক সতীর্থরা। তবে, চিকিৎসকেরা 14 দিনের হোম কোয়ারানটিনের নির্দেশ দিয়েছেন মন্ত্রীকে। সেইমতো বাড়িতে বিশ্রাম নিয়ে নির্দিষ্ট সময়ের পরে ফের কাজে যোগ দেবেন দমকলমন্ত্রী‌।

গত মাসের শেষ সপ্তাহে কোরোনায় আক্রান্ত হন সুজিত বসু। বাড়ির পরিচারিকার থেকে তিনি কোরোনা আক্রান্ত হন বলে জানা যায়। যদিও প্রথম অবস্থায় মন্ত্রীর শরীরে কোরোনা ভাইরাসের কোনও উপসর্গ দেখা যায়নি। ফলে বাড়িতেই আইসোলেশন ছিলেন তিনি। কিন্তু, গত সপ্তাহে চিকিৎসকদের পরামর্শে বাইপাসের ধারের একটি হাসপাতালে ভরতি হন। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। এরই মধ্যে COVID-19 পজ়িটিভের রিপোর্ট আসে তাঁর স্ত্রী ও ছেলেরও। সুজিত বসু ও তাঁর পরিবারের কোরোনা সংক্রামণ ধরা পড়ায় উদ্বিগ্ন হন অনেকেই। সংগীত শিল্পী আশা ভোঁসলে, অভিজিৎ-সহ বহু বিশিষ্টজন ফোন করে মন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন। অবশেষে আজ কোরোনা-মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছুটি পেলেন মন্ত্রী ।

সুজিত বসুর সুস্থতার সংবাদে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মন্ত্রীর শুভাকাঙ্খীরা। জানা গিয়েছে, সুস্থ হয়ে ওঠা মন্ত্রীকে শুভেচ্ছা ও শুভকামনা জানাতে রাতেই বহু মানুষ ভিড় জমান তাঁর বাড়িতে।

কলকাতা, 12 জুন: অবশেষে কোরোনা-মুক্ত হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতাল থেকে আজই ছুটি পেলেন তিনি। সুজিত বসুর সুস্থতার খবর পেয়ে খুশি তাঁর অনুগামী থেকে শুরু করে রাজনৈতিক সতীর্থরা। তবে, চিকিৎসকেরা 14 দিনের হোম কোয়ারানটিনের নির্দেশ দিয়েছেন মন্ত্রীকে। সেইমতো বাড়িতে বিশ্রাম নিয়ে নির্দিষ্ট সময়ের পরে ফের কাজে যোগ দেবেন দমকলমন্ত্রী‌।

গত মাসের শেষ সপ্তাহে কোরোনায় আক্রান্ত হন সুজিত বসু। বাড়ির পরিচারিকার থেকে তিনি কোরোনা আক্রান্ত হন বলে জানা যায়। যদিও প্রথম অবস্থায় মন্ত্রীর শরীরে কোরোনা ভাইরাসের কোনও উপসর্গ দেখা যায়নি। ফলে বাড়িতেই আইসোলেশন ছিলেন তিনি। কিন্তু, গত সপ্তাহে চিকিৎসকদের পরামর্শে বাইপাসের ধারের একটি হাসপাতালে ভরতি হন। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। এরই মধ্যে COVID-19 পজ়িটিভের রিপোর্ট আসে তাঁর স্ত্রী ও ছেলেরও। সুজিত বসু ও তাঁর পরিবারের কোরোনা সংক্রামণ ধরা পড়ায় উদ্বিগ্ন হন অনেকেই। সংগীত শিল্পী আশা ভোঁসলে, অভিজিৎ-সহ বহু বিশিষ্টজন ফোন করে মন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন। অবশেষে আজ কোরোনা-মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছুটি পেলেন মন্ত্রী ।

সুজিত বসুর সুস্থতার সংবাদে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মন্ত্রীর শুভাকাঙ্খীরা। জানা গিয়েছে, সুস্থ হয়ে ওঠা মন্ত্রীকে শুভেচ্ছা ও শুভকামনা জানাতে রাতেই বহু মানুষ ভিড় জমান তাঁর বাড়িতে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.