কলকাতা, 8 জানুয়ারি : ফের করোনাভাইরাসে আক্রান্ত হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Basu tests Covid Positive) । 2020 সালে করোনার প্রকোপ শুরু হওয়ার প্রথম দিকেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি ৷ ইতিমধ্যেই ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন বিধাননগরের বিধায়ক । তারপরও করোনায় আক্রান্ত হলেন তিনি ।
সামান্য উপসর্গ থাকায় আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন মন্ত্রী । যদিও, তাঁর হাই সুগারের সমস্যা রয়েছে ৷ ফলে কো-মর্বিডিটি থাকার বিষয়টিই ভাবাচ্ছে চিকিৎসকদের ৷ তাঁদের কাছে প্রতিনিয়ত পরামর্শ নিচ্ছেন এই দাপুটে তৃণমূল নেতা (sujit basu tests covid 19 positive for second time) ।
আরও পড়ুন : দুই উপমুখ্যমন্ত্রী সমেত পাঁচ মন্ত্রী কোভিডে আক্রান্ত
করোনার প্রথম ঢেউয়ের সময় মন্ত্রীর বাড়ির পরিচারিকা অসুস্থ হয়ে পড়েন । তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হলে কোভিড পজিটিভ পাওয়া যায় । এর পরই মন্ত্রী সপরিবারে কোভিড পরীক্ষা করান । সেখানেই দেখা গিয়েছিল, কোভিড আক্রান্ত হয়েছেন তিনি । সেবার হাসপাতালে ভর্তি হতে হলেও দিনকয়েকের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি ।