ETV Bharat / city

Sujan Chakraborty : ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের উপর বিজেপির আক্রমণের নিন্দায় সুজন - সুজন চক্রবর্তী

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের উপর হামলার ঘটনায় বিজেপির তীব্র নিন্দা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷ সাম্প্রতিক অতীতের প্রসঙ্গ উল্লেখ করে অভিযোগ করলেন, এই ধরনের আক্রমণ তাঁদের উপর চলছে গত সাড়ে তিন বছর ধরে ৷ গতকালও তাঁদের দলের এক কর্মীর উপর ভয়ঙ্কর হামলা চালিয়েছে বিজেপি ৷

বিজেপির আক্রমণের নিন্দায় সুজন
বিজেপির আক্রমণের নিন্দায় সুজন
author img

By

Published : Aug 8, 2021, 8:31 PM IST

কলকাতা, 8 অগস্ট : ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের ওপর হামলার নিন্দা করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) । গত সাড়ে তিনবছর ধরে বিরোধী দলের ওপর এই নির্যাতন চলছে বলে অভিযোগ করেছেন তিনি । তবে ত্রিপুরায় শাসক বিজেপির এই আক্রমণ নতুন নয় বলে জানিয়েছেন তিনি । বয়স্ক নেতাদেরও রেয়াত করা হচ্ছে না বলে অভিযোগ তাঁর ।

সুজনের অভিযোগ, "গতকালও আমাদের পার্টির কর্মীদের ওপর বিজেপি ভয়ঙ্কর আক্রমণ করেছে । পঁচাত্তর বছর বয়সী রাজ্য কমিটির প্রাক্তন নেতা-সহ একাধিক কর্মী আক্রান্ত হয়েছেন । হাসপাতালে ভর্তি রয়েছেন । তাঁদের দেখতে গিয়েছেন মানিক সরকার ৷ এই ধরনের ঘটনা গত সাড়ে তিন বছর ধরে চলছে । পার্টি কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে । মারধর করছে, বাড়ি ছাড়া করছে । গতকাল দেখলাম তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, যাঁরা ত্রিপুরা গিয়েছেন, তাঁরাও আক্রান্ত হয়েছেন । এই ধরনের ঘটনার নিন্দা সাড়ে তিন বছর ধরে করে এসেছি । তৃণমূল কংগ্রেসের ওপর আক্রমণেরও নিন্দা করছি । যেকোনও ধরনের আক্রমণ নিন্দনীয় । তাঁদের গ্রেফতার করা হয়েছে মহামারি আইন ভাঙার কারণে । এই থেকে বোঝা যাচ্ছে আক্রান্তদের পাশে ত্রিপুরা সরকার নেই । আক্রমণকারীদের পক্ষে ওই রাজ্যের সরকার । সাড়ে তিন বছর ধরেই এই জিনিস চলছে । ত্রিপুরার আমাদের রাজ্য কমিটি এই ঘটনার নিন্দা করেছে । আমরাও করেছি ।"

পাশাপাশি তিনি এই প্রসঙ্গে ত্রিপুরার সাম্প্রতিক অতীতের ঘটনা তুলে ধরে বলেন, "ওই রাজ্যে এই ধরনের ঘটনা বারবার হয়েছে । মানিক সরকার যখন আক্রান্ত হয়েছেন, তখন পুরো বিষয়টি গুরুত্ব দেওয়া হয়নি । এখন তৃণমূল কংগ্রেসের যুবনেতারা আক্রান্ত হওয়ায় তাঁরা গুরুত্ব দিচ্ছেন ৷ তাঁদের বলছি, সাড়ে তিনবছর ধরেই এই ঘটনা চলছে । তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের মহামারি আইন ভাঙার কারণে গ্রেফতার করা হয়েছে । এই ঘটনার নিন্দা করছি । এখানে একটি ঘটনা মনে পড়ছে, একবছর আগে রেড রোডের ধারে বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা মিছিল করেননি । মাত্র পঞ্চাশ জন প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে কোভিড বিধি মেনে দাঁড়িয়ে ছিলেন । সেই সময় রাজ্য সরকার বিমান বসুকে গ্রেফতার করেছিল । তৃণমূল বাহিনী বিমান বসুকে রেয়াত করেনি । আমার মনে হচ্ছে, যাঁরা এখানে এতদিন ধরে আক্রমণ চালিয়েছেন, তাঁরা ত্রিপুরায় আক্রান্ত হচ্ছেন । ঠিক এই কথাটা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় বলে বলে হয়রান হয়ে গিয়েছি । যে অপরাধ এই রাজ্যে তৃণমূল কংগ্রেস করেছে, সেই অপরাধই যদি তৃণমূলের বিরুদ্ধে ত্রিপুরায় হয়, আমরা তারও নিন্দা করছি ।"

সুজন আরও বলেন, "যে ফ্যাসিস্ট মানসিকতায় বিজেপি চলছে তার প্রতিবাদ সিপিএম করছে । সিপিএমের আমলে বিরোধী দলের কোনও কর্মসূচি বাধাপ্রাপ্ত হয়নি । তৃণমূল এবং বিজেপি বিরোধী কণ্ঠকে চাপা দিতে চেয়েছে । দুই রাজ্যের প্রেক্ষাপটে তারই নিন্দা জানাচ্ছি ৷"

বৃষ্টির পরিমাণ বৃদ্ধি এবং ডিভিসির জল ছাড়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । এর প্রভাব কৃষিকাজে পড়ছে । বিপন্ন হচ্ছেন কৃষকরা । ফসল নষ্ট হচ্ছে, দাম বাড়ছে বাজারে । এনিয়ে সুজন চক্রবর্তী বলেন, "গত দশ বছরে নাব্যতা কমেছে ডিভিসির জল ছাড়ার ক্যানেলে । রাজ্য সরকার পলি পরিষ্কার করেনি । এই রাজ্যের বিভিন্ন খাল পরিষ্কার হয় না । খাল চুরি হয়ে গিয়েছে । তার ফলেই এই দুর্দশা, যার দায় রাজ্য অস্বীকার করতে পারে না ।"

আরও পড়ুন : Tripura TMC : তৃণমূল নেতাদের জামিন দিল ত্রিপুরার আদালত, থানায় ঠায় বসে অভিষেক

কলকাতা, 8 অগস্ট : ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের ওপর হামলার নিন্দা করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) । গত সাড়ে তিনবছর ধরে বিরোধী দলের ওপর এই নির্যাতন চলছে বলে অভিযোগ করেছেন তিনি । তবে ত্রিপুরায় শাসক বিজেপির এই আক্রমণ নতুন নয় বলে জানিয়েছেন তিনি । বয়স্ক নেতাদেরও রেয়াত করা হচ্ছে না বলে অভিযোগ তাঁর ।

সুজনের অভিযোগ, "গতকালও আমাদের পার্টির কর্মীদের ওপর বিজেপি ভয়ঙ্কর আক্রমণ করেছে । পঁচাত্তর বছর বয়সী রাজ্য কমিটির প্রাক্তন নেতা-সহ একাধিক কর্মী আক্রান্ত হয়েছেন । হাসপাতালে ভর্তি রয়েছেন । তাঁদের দেখতে গিয়েছেন মানিক সরকার ৷ এই ধরনের ঘটনা গত সাড়ে তিন বছর ধরে চলছে । পার্টি কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে । মারধর করছে, বাড়ি ছাড়া করছে । গতকাল দেখলাম তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, যাঁরা ত্রিপুরা গিয়েছেন, তাঁরাও আক্রান্ত হয়েছেন । এই ধরনের ঘটনার নিন্দা সাড়ে তিন বছর ধরে করে এসেছি । তৃণমূল কংগ্রেসের ওপর আক্রমণেরও নিন্দা করছি । যেকোনও ধরনের আক্রমণ নিন্দনীয় । তাঁদের গ্রেফতার করা হয়েছে মহামারি আইন ভাঙার কারণে । এই থেকে বোঝা যাচ্ছে আক্রান্তদের পাশে ত্রিপুরা সরকার নেই । আক্রমণকারীদের পক্ষে ওই রাজ্যের সরকার । সাড়ে তিন বছর ধরেই এই জিনিস চলছে । ত্রিপুরার আমাদের রাজ্য কমিটি এই ঘটনার নিন্দা করেছে । আমরাও করেছি ।"

পাশাপাশি তিনি এই প্রসঙ্গে ত্রিপুরার সাম্প্রতিক অতীতের ঘটনা তুলে ধরে বলেন, "ওই রাজ্যে এই ধরনের ঘটনা বারবার হয়েছে । মানিক সরকার যখন আক্রান্ত হয়েছেন, তখন পুরো বিষয়টি গুরুত্ব দেওয়া হয়নি । এখন তৃণমূল কংগ্রেসের যুবনেতারা আক্রান্ত হওয়ায় তাঁরা গুরুত্ব দিচ্ছেন ৷ তাঁদের বলছি, সাড়ে তিনবছর ধরেই এই ঘটনা চলছে । তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের মহামারি আইন ভাঙার কারণে গ্রেফতার করা হয়েছে । এই ঘটনার নিন্দা করছি । এখানে একটি ঘটনা মনে পড়ছে, একবছর আগে রেড রোডের ধারে বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা মিছিল করেননি । মাত্র পঞ্চাশ জন প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে কোভিড বিধি মেনে দাঁড়িয়ে ছিলেন । সেই সময় রাজ্য সরকার বিমান বসুকে গ্রেফতার করেছিল । তৃণমূল বাহিনী বিমান বসুকে রেয়াত করেনি । আমার মনে হচ্ছে, যাঁরা এখানে এতদিন ধরে আক্রমণ চালিয়েছেন, তাঁরা ত্রিপুরায় আক্রান্ত হচ্ছেন । ঠিক এই কথাটা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় বলে বলে হয়রান হয়ে গিয়েছি । যে অপরাধ এই রাজ্যে তৃণমূল কংগ্রেস করেছে, সেই অপরাধই যদি তৃণমূলের বিরুদ্ধে ত্রিপুরায় হয়, আমরা তারও নিন্দা করছি ।"

সুজন আরও বলেন, "যে ফ্যাসিস্ট মানসিকতায় বিজেপি চলছে তার প্রতিবাদ সিপিএম করছে । সিপিএমের আমলে বিরোধী দলের কোনও কর্মসূচি বাধাপ্রাপ্ত হয়নি । তৃণমূল এবং বিজেপি বিরোধী কণ্ঠকে চাপা দিতে চেয়েছে । দুই রাজ্যের প্রেক্ষাপটে তারই নিন্দা জানাচ্ছি ৷"

বৃষ্টির পরিমাণ বৃদ্ধি এবং ডিভিসির জল ছাড়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । এর প্রভাব কৃষিকাজে পড়ছে । বিপন্ন হচ্ছেন কৃষকরা । ফসল নষ্ট হচ্ছে, দাম বাড়ছে বাজারে । এনিয়ে সুজন চক্রবর্তী বলেন, "গত দশ বছরে নাব্যতা কমেছে ডিভিসির জল ছাড়ার ক্যানেলে । রাজ্য সরকার পলি পরিষ্কার করেনি । এই রাজ্যের বিভিন্ন খাল পরিষ্কার হয় না । খাল চুরি হয়ে গিয়েছে । তার ফলেই এই দুর্দশা, যার দায় রাজ্য অস্বীকার করতে পারে না ।"

আরও পড়ুন : Tripura TMC : তৃণমূল নেতাদের জামিন দিল ত্রিপুরার আদালত, থানায় ঠায় বসে অভিষেক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.