ETV Bharat / city

Sujan Chakraborty Attacks TMC: তিন প্রধানকে বঙ্গবিভূষণ পুরস্কার বয়কটের আবেদন সুজনের

author img

By

Published : Jul 23, 2022, 8:08 PM IST

কলকাতা ফুটবলের তিন প্রধানকে বঙ্গবিভূষণ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ কিন্তু এই তিন প্রধানকে পুরস্কার বয়কটের আবেদন জানিয়েছেন সুজন (Sujan appeals three football clubs to refuse banga bibhushan award) ৷

Sujan Chakraborty criticises TMC
মন্ত্রী পার্থের গ্রেফতারিতে শাসক দলকে তোপ সুজনের

কলকাতা, 23 জুলাই: এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে তীব্র আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty slms TMC govt after ED arrests Partha Chatterjee) । তৃণমূল সরকারকে শনিবার গন্ডারের সঙ্গে তুলনা করেন সুজন । পাশাপাশি বাংলার ফুটবলের তিন প্রধানকে বঙ্গবিভূষণ পুরস্কার বয়কটের আবেদনও জানিয়েছেন সুজন ৷

শুক্রবার সকাল থেকে দীর্ঘ 27 ঘন্টা টানা জেরার পর শনিবার সকালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি । পার্থর 2 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত ৷

এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, "হিম্মত থাকলে সিজিও কমপ্লেক্সের বাইরে ধরনায় বসুন । যেমনটা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের সময় বসে ছিলেন ।" এদিন ধর্মতলার গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের সমাবেশে যোগ দিতে আসেন সুজন । সেখানে চাকরিপ্রার্থীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি । আগামী কয়েকদিনের মধ্যে রাজ্য সরকারের তরফ রাজ্যের বেশ কয়েকজন বিশিষ্ট মানুষকে বঙ্গবিভূষণ উপাধি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে । সেখানে একাধিক ফুটবল ক্লাবের নাম রয়েছে । সেই প্রসঙ্গ তুলে সুজনবাবুর আর্জি, "আপনারা সমাজের বিশিষ্টজন । আপনাদের এই চাকরিপ্রার্থীরা আইকন মনে করে । তাঁদের অনুরোধে সারা দিয়ে তাঁদের দাবি দেওয়া পূরণের পাশে থাকুন, বয়কট করুন বঙ্গবিভূষণ ।"

আরও পড়ুন: দু'দিনের ইডি হেফাজত পার্থর, গ্রেফতারির সময় নেত্রী মমতাকে ফোনে পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী

পার্থর গ্রেফতারি সঠিক বলেই মনে করেন সুজন । তাঁর কথায়, "পার্থর গ্রেফতারি স্বাভাবিক ঘটনা । হাজার হাজার লক্ষ লক্ষ পরীক্ষার্থীর যন্ত্রণা, দুর্নীতি, বেআইনি নিয়োগ হয়েছে । খুব স্বাভাবিক কারণে তিনি গ্রেফতার হয়েছেন । কিন্তু দুঃখের বিষয় এতে পশ্চিমবঙ্গের মান সম্মান নষ্ট হয়ে গেল । কারণ পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী । তাঁর গ্রেফতারিতে বাংলার মানসম্মান নষ্ট হয়ে গেল। দুর্নীতি,লুঠের কারণে মন্ত্রী গ্রেফতার! এতে বাংলার সমাজ জীবনকে কলুষিত করা হল । ফলে এটা আনন্দের বিষয় নয় । দুঃখের বিষয় । বাংলার কুলাঙ্গাররা বাংলার সম্মানকে নষ্ট করেছে । আমি শুধু মুখ্যমন্ত্রীকে বলবো, কান পর্যন্ত গেল । মাথাটা কবে আসবে ।"

কলকাতা, 23 জুলাই: এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে তীব্র আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty slms TMC govt after ED arrests Partha Chatterjee) । তৃণমূল সরকারকে শনিবার গন্ডারের সঙ্গে তুলনা করেন সুজন । পাশাপাশি বাংলার ফুটবলের তিন প্রধানকে বঙ্গবিভূষণ পুরস্কার বয়কটের আবেদনও জানিয়েছেন সুজন ৷

শুক্রবার সকাল থেকে দীর্ঘ 27 ঘন্টা টানা জেরার পর শনিবার সকালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি । পার্থর 2 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত ৷

এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, "হিম্মত থাকলে সিজিও কমপ্লেক্সের বাইরে ধরনায় বসুন । যেমনটা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের সময় বসে ছিলেন ।" এদিন ধর্মতলার গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের সমাবেশে যোগ দিতে আসেন সুজন । সেখানে চাকরিপ্রার্থীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি । আগামী কয়েকদিনের মধ্যে রাজ্য সরকারের তরফ রাজ্যের বেশ কয়েকজন বিশিষ্ট মানুষকে বঙ্গবিভূষণ উপাধি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে । সেখানে একাধিক ফুটবল ক্লাবের নাম রয়েছে । সেই প্রসঙ্গ তুলে সুজনবাবুর আর্জি, "আপনারা সমাজের বিশিষ্টজন । আপনাদের এই চাকরিপ্রার্থীরা আইকন মনে করে । তাঁদের অনুরোধে সারা দিয়ে তাঁদের দাবি দেওয়া পূরণের পাশে থাকুন, বয়কট করুন বঙ্গবিভূষণ ।"

আরও পড়ুন: দু'দিনের ইডি হেফাজত পার্থর, গ্রেফতারির সময় নেত্রী মমতাকে ফোনে পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী

পার্থর গ্রেফতারি সঠিক বলেই মনে করেন সুজন । তাঁর কথায়, "পার্থর গ্রেফতারি স্বাভাবিক ঘটনা । হাজার হাজার লক্ষ লক্ষ পরীক্ষার্থীর যন্ত্রণা, দুর্নীতি, বেআইনি নিয়োগ হয়েছে । খুব স্বাভাবিক কারণে তিনি গ্রেফতার হয়েছেন । কিন্তু দুঃখের বিষয় এতে পশ্চিমবঙ্গের মান সম্মান নষ্ট হয়ে গেল । কারণ পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী । তাঁর গ্রেফতারিতে বাংলার মানসম্মান নষ্ট হয়ে গেল। দুর্নীতি,লুঠের কারণে মন্ত্রী গ্রেফতার! এতে বাংলার সমাজ জীবনকে কলুষিত করা হল । ফলে এটা আনন্দের বিষয় নয় । দুঃখের বিষয় । বাংলার কুলাঙ্গাররা বাংলার সম্মানকে নষ্ট করেছে । আমি শুধু মুখ্যমন্ত্রীকে বলবো, কান পর্যন্ত গেল । মাথাটা কবে আসবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.