ETV Bharat / city

Sujan Slams Moloy: বাংলার আইনি মন্ত্রী বেআইনি কাজ করেন বলে চর্চা হচ্ছে, কটাক্ষ সুজনের

author img

By

Published : Sep 7, 2022, 7:57 PM IST

বুধবার সকাল থেকে আসানসোল ও কলকাতায় আইনমন্ত্রী মলয় ঘটকের (Bengal Minister Moloy Ghatak) একাধিক বাড়িতে তল্লাশি চালায় সিবিআই (CBI) ৷ মলয় ঘটককেও জেরা করা হয় ৷ এই নিয়ে কটাক্ষ করেছেন সিপিএম (CPIM) নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷ তাঁর দাবি, বাংলার আইনি মন্ত্রী বেআইনি কাজ করেন বলে চর্চা হচ্ছে ৷

Sujan Chakraborty Slams Moloy Ghatak on Coal Smuggling Scam
Sujan Slams Moloy: বাংলার আইনি মন্ত্রী বেআইনি কাজ করেন বলে চর্চা হচ্ছে, কটাক্ষ সুজনের

কলকাতা, 7 সেপ্টেম্বর : কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) জড়িত থাকার অভিযোগে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের (Bengal Minister Moloy Ghatak) বিভিন্ন বাড়িতে সিবিআই (CBI)-এর তল্লাশি অভিযান শুরু হতেই রাজ্যজুড়ে রাজনৈতিক কাদা ছোড়াছুঁড়ির পর্ব শুরু হয়েছে । আসানসোলের স্থানীয় তৃণমূল (Trinamool Congress) নেতৃত্ব বিক্ষোভ দেখিয়েছে । ঠিক তেমনই পালটা বিরোধীরা নানা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন । বুধবার সিপিএমের (CPIM) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) কটাক্ষ ছুঁড়ে বলেন, "চর্চা হচ্ছে, ছিঃ বাংলার আইনমন্ত্রী বেআইনি কাজ করেন! খুবই দুর্ভাগ্যজনক ।"

সুজনের আরও বক্তব্য, "পার্থ, অনুব্রত, মলয় - সেই তালিকায় আরও অনেকে আছেন, তা সকলেই জানেন । ভাইপো-সহ অনেকেই আছেন। ভাইপোরটা কোনোরকম ম্যানেজ হয়েছে । তাহলে কি এখন মলয় ঘটেকেতে এসে ঠেকেছে ? আমি দু’টি কথা বলতে চাই । পার্থ (Partha Chatterjee) ঘনিষ্টের বাড়িতে ইডি (ED) যাওয়ার পর, তথ্য উদ্ধারের পর পার্থ গ্রেফতার হলেন । অনুব্রত (Anubrata Mondal) ঘনিষ্ঠ সায়গল হোসেনের থেকে তথ্য উদ্ধারের পর অনুব্রত মণ্ডল গ্রেফতার হলেন । পাঁচ দিন আগে ইডি সব তথ্য জেনে নিয়েছে ভাইপোর কাছ থেকে ।’’ ভাইপোর কাছ থেকে তথ্য জানার পরেই কি এখন মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা, প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী ৷

এখানেই শেষ নয় । সুজন চক্রবর্তী আরও বলেন, "সিবিআই গিয়েছে তাতে পাঁচ থেকে সাত-আটটা বাড়ির সন্ধান পাওয়া গিয়েছে । মলয় ঘটকের নামে সাতটা বাড়ি ! নামে ! তাহলে বেনামে কটা আছে ? পার্থবাবুর বেনামে, অনুব্রতবাবুর বেনামে, হালিশহরের চেয়ারম্যানের বেনামে, সুবোধ অধিকারী নামে কে একজন তাঁর নামে নাকি চার-পাঁচটা বড় বড় উঁচু উঁচু বাড়ি । যেখানেই তাকানো হচ্ছে নামে বেনামে বড় বড় উঁচু উঁচু বাড়ি । মুখ্যমন্ত্রী একটা তালিকা দিন । গত 10-12 বছরে গোটা সঠিক মন্ত্রীর বাড়ির সংখ্যা হাজার খানেক ? মুখ্যমন্ত্রী তাঁর এবং তাঁর মন্ত্রীদের নামের এবং বাড়ির তালিকাটা প্রকাশ করুক ।"

আরও পড়ুন : 14 সেপ্টেম্বর দিল্লিতে ইডির সদর দফতরে তলব মলয় ঘটককে

কলকাতা, 7 সেপ্টেম্বর : কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) জড়িত থাকার অভিযোগে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের (Bengal Minister Moloy Ghatak) বিভিন্ন বাড়িতে সিবিআই (CBI)-এর তল্লাশি অভিযান শুরু হতেই রাজ্যজুড়ে রাজনৈতিক কাদা ছোড়াছুঁড়ির পর্ব শুরু হয়েছে । আসানসোলের স্থানীয় তৃণমূল (Trinamool Congress) নেতৃত্ব বিক্ষোভ দেখিয়েছে । ঠিক তেমনই পালটা বিরোধীরা নানা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন । বুধবার সিপিএমের (CPIM) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) কটাক্ষ ছুঁড়ে বলেন, "চর্চা হচ্ছে, ছিঃ বাংলার আইনমন্ত্রী বেআইনি কাজ করেন! খুবই দুর্ভাগ্যজনক ।"

সুজনের আরও বক্তব্য, "পার্থ, অনুব্রত, মলয় - সেই তালিকায় আরও অনেকে আছেন, তা সকলেই জানেন । ভাইপো-সহ অনেকেই আছেন। ভাইপোরটা কোনোরকম ম্যানেজ হয়েছে । তাহলে কি এখন মলয় ঘটেকেতে এসে ঠেকেছে ? আমি দু’টি কথা বলতে চাই । পার্থ (Partha Chatterjee) ঘনিষ্টের বাড়িতে ইডি (ED) যাওয়ার পর, তথ্য উদ্ধারের পর পার্থ গ্রেফতার হলেন । অনুব্রত (Anubrata Mondal) ঘনিষ্ঠ সায়গল হোসেনের থেকে তথ্য উদ্ধারের পর অনুব্রত মণ্ডল গ্রেফতার হলেন । পাঁচ দিন আগে ইডি সব তথ্য জেনে নিয়েছে ভাইপোর কাছ থেকে ।’’ ভাইপোর কাছ থেকে তথ্য জানার পরেই কি এখন মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা, প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী ৷

এখানেই শেষ নয় । সুজন চক্রবর্তী আরও বলেন, "সিবিআই গিয়েছে তাতে পাঁচ থেকে সাত-আটটা বাড়ির সন্ধান পাওয়া গিয়েছে । মলয় ঘটকের নামে সাতটা বাড়ি ! নামে ! তাহলে বেনামে কটা আছে ? পার্থবাবুর বেনামে, অনুব্রতবাবুর বেনামে, হালিশহরের চেয়ারম্যানের বেনামে, সুবোধ অধিকারী নামে কে একজন তাঁর নামে নাকি চার-পাঁচটা বড় বড় উঁচু উঁচু বাড়ি । যেখানেই তাকানো হচ্ছে নামে বেনামে বড় বড় উঁচু উঁচু বাড়ি । মুখ্যমন্ত্রী একটা তালিকা দিন । গত 10-12 বছরে গোটা সঠিক মন্ত্রীর বাড়ির সংখ্যা হাজার খানেক ? মুখ্যমন্ত্রী তাঁর এবং তাঁর মন্ত্রীদের নামের এবং বাড়ির তালিকাটা প্রকাশ করুক ।"

আরও পড়ুন : 14 সেপ্টেম্বর দিল্লিতে ইডির সদর দফতরে তলব মলয় ঘটককে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.