কলকাতা, 13 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন ও NRC ইশুতে উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বিক্ষোভ শুরু হয়েছে । আইনের প্রতিবাদে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশ জুড়ে আন্দোলন কর্মসূচি নিয়েছে বামেরা । নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ ও NRC-র বিরোধিতায় মুখ্যমন্ত্রীর আবেদনে কতটা আন্তরিকতা আছে, তা নিয়ে আজ প্রশ্ন তুললেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এরাজ্যে BJP-র উত্থান । আজ নাগরিকপঞ্জি এবং নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে মুখ্যমন্ত্রী যতই উদ্বিগ্ন হন, এর দায় তাঁরই।"
বাম পরিষদীয় দলনেতা জানান, দেশের মানুষকে বিদেশি করার চক্রান্ত রুখতে দেশজুড়ে বামপন্থীরা যেমন আন্দোলন করবে, তেমনি কলকাতাতেও রাস্তার মোড়ে-মোড়ে, পাড়ায়-পাড়ায় বিক্ষোভ করবে বামেরা । পশ্চিমবঙ্গ বিধানসভায় বামফ্রন্ট প্রথম প্রস্তাব এনেছিল নাগরিকপঞ্জির বিরুদ্ধে । একথা উল্লেখ করে সুজন চক্রবর্তী বলেন, "কারও হিম্মত হবে না এরাজ্যের মানুষকে স্পর্শ করার । মানুষ বামেদের NRC বিরোধী আন্দোলনকে অভিনন্দন জানাবে । মমতা বন্দ্যোপাধ্যায় অতীতের ভুল যেন আর না করেন । অতীতে তিনি BJP-কে এই রাজ্যে এনেছেন । অনুপ্রবেশ, অনুপ্রবেশ করে বাংলার বদনাম করেছেন মুখ্যমন্ত্রী । সেই সুযোগ এখন BJP নিচ্ছে । তারাও নাগরিকপঞ্জির নাম করে দেশের বৈধ নাগরিকদের বিদেশি করার চক্রান্ত করছে ।"
সুজন চক্রবর্তী আরও বলেন, "কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির ফলে সারা দেশ এখন জ্বলছে । কাশ্মীরের পর জ্বলছে উত্তর-পূর্ব ভারত । নির্দিষ্টভাবে কেন্দ্রীয় সরকার বিভাজনের রাজনীতি করছে । যাদের রেশন কার্ড রয়েছে, যারা ভোটাধিকার প্রয়োগ করে, তাদেরও নতুন করে প্রমাণ করতে হবে এদেশের নাগরিক কি না । ধর্মের ভিত্তিতে দেশভাগ করার এই চক্রান্ত নস্যাৎ করবে বামেরা । ধর্মভিত্তিক বিভাজনের পরিপ্রেক্ষিতে নাগরিকত্ব মেনে নেব না ।"