ETV Bharat / city

কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে মুখ্যমন্ত্রীকে আহ্বান সুজনের

যখন স্যানিটাইজ়ার মানুষের নিত্যসঙ্গী হতে চলেছে, তখন স্যানিটাইজ়ারের উপর অতিরিক্ত GST বসানো জনবিরোধী এবং নির্মম সিদ্ধান্ত বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে চিঠিতে জানিয়েছেন বাম পরিষদীয় দলনেতা ।

sujan chakrabarty
sujan chakrabarty
author img

By

Published : Jul 17, 2020, 10:02 PM IST

কলকাতা, 17 জুলাই : স্যানিটাইজ়ারের উপর 18 শতাংশ GST বসিয়েছে কেন্দ্রীয় সরকার । এর বিরোধিতা করে মুখ্যমন্ত্রীকে সরকারিভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আহ্বান জানালেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । সেই মর্মে আজ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সুজন চক্রবর্তী । সেই চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিবের কাছেও ।

কেন্দ্রীয় সরকার স্যানিটাইজ়ারের উপর 18 শতাংশ হারে GST চাপানোর সিদ্ধান্ত নিয়েছে । কোরোনা সংক্রমণের পরিপেক্ষিতে, যখন স্যানিটাইজ়ার মানুষের নিত্যসঙ্গী হতে চলেছে, তখন স্যানিটাইজ়ারের উপর অতিরিক্ত GST বসানো জনবিরোধী এবং নির্মম সিদ্ধান্ত বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে চিঠিতে জানিয়েছেন বাম পরিষদীয় দলনেতা ।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত কোরোনার বিরুদ্ধে লড়াইকে দুর্বল করবে । বরং সংক্রমণের বিপদকে কেন্দ্রীয় সরকার ঘুরপথে অর্থ সংগ্রহের সুযোগ হিসেবে ব্যবহার করছে বলেও জানিয়েছেন সুজন চক্রবর্তী । তিনি বলেন, কেন্দ্রীয় সরকার GST কাউন্সিলের পরামর্শ নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে । মুখ্যমন্ত্রীর অনুমোদন ব্যতিরেকে । মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার অর্থমন্ত্রী এ'রকম নির্মম সিদ্ধান্তের অংশীদার কি করে হলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ।

প্রসঙ্গত, রাজ্য সরকারের ডাকা সর্বদলীয় সভাতেই বামফ্রন্ট মুখ্যমন্ত্রীকে জানিয়েছিল, মাস্ক বা স্যানিটাইজ়ারের ওপর GST চাপানোর যেকোনও মনোভাবই সমর্থনযোগ্য নয় । বরং, গণবণ্টন ব্যবস্থায় এগুলি বিনামূল্যে সরবরাহ করা প্রয়োজন বলে দাবি জানিয়েছিল বামেরা ।


সুজন চক্রবর্তী বলেন, "অবিলম্বে স্যানিটাইজ়ারের উপর SGST 9 শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করুক রাজ্য সরকার । স্যানিটাইজ়ারের উপর থেকে GST প্রত্যাহার করার জন্য রাজ্যের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নেওয়া এবং চাপ সৃষ্টি করা হোক । মাস্ক, সাবান এবং স্যানিটাইজ়ার রেশন মারফত সরবরাহ করা হোক । "

কলকাতা, 17 জুলাই : স্যানিটাইজ়ারের উপর 18 শতাংশ GST বসিয়েছে কেন্দ্রীয় সরকার । এর বিরোধিতা করে মুখ্যমন্ত্রীকে সরকারিভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আহ্বান জানালেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । সেই মর্মে আজ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সুজন চক্রবর্তী । সেই চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিবের কাছেও ।

কেন্দ্রীয় সরকার স্যানিটাইজ়ারের উপর 18 শতাংশ হারে GST চাপানোর সিদ্ধান্ত নিয়েছে । কোরোনা সংক্রমণের পরিপেক্ষিতে, যখন স্যানিটাইজ়ার মানুষের নিত্যসঙ্গী হতে চলেছে, তখন স্যানিটাইজ়ারের উপর অতিরিক্ত GST বসানো জনবিরোধী এবং নির্মম সিদ্ধান্ত বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে চিঠিতে জানিয়েছেন বাম পরিষদীয় দলনেতা ।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত কোরোনার বিরুদ্ধে লড়াইকে দুর্বল করবে । বরং সংক্রমণের বিপদকে কেন্দ্রীয় সরকার ঘুরপথে অর্থ সংগ্রহের সুযোগ হিসেবে ব্যবহার করছে বলেও জানিয়েছেন সুজন চক্রবর্তী । তিনি বলেন, কেন্দ্রীয় সরকার GST কাউন্সিলের পরামর্শ নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে । মুখ্যমন্ত্রীর অনুমোদন ব্যতিরেকে । মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার অর্থমন্ত্রী এ'রকম নির্মম সিদ্ধান্তের অংশীদার কি করে হলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ।

প্রসঙ্গত, রাজ্য সরকারের ডাকা সর্বদলীয় সভাতেই বামফ্রন্ট মুখ্যমন্ত্রীকে জানিয়েছিল, মাস্ক বা স্যানিটাইজ়ারের ওপর GST চাপানোর যেকোনও মনোভাবই সমর্থনযোগ্য নয় । বরং, গণবণ্টন ব্যবস্থায় এগুলি বিনামূল্যে সরবরাহ করা প্রয়োজন বলে দাবি জানিয়েছিল বামেরা ।


সুজন চক্রবর্তী বলেন, "অবিলম্বে স্যানিটাইজ়ারের উপর SGST 9 শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করুক রাজ্য সরকার । স্যানিটাইজ়ারের উপর থেকে GST প্রত্যাহার করার জন্য রাজ্যের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নেওয়া এবং চাপ সৃষ্টি করা হোক । মাস্ক, সাবান এবং স্যানিটাইজ়ার রেশন মারফত সরবরাহ করা হোক । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.