কলকাতা, 17 জুলাই : স্যানিটাইজ়ারের উপর 18 শতাংশ GST বসিয়েছে কেন্দ্রীয় সরকার । এর বিরোধিতা করে মুখ্যমন্ত্রীকে সরকারিভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আহ্বান জানালেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । সেই মর্মে আজ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সুজন চক্রবর্তী । সেই চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিবের কাছেও ।
কেন্দ্রীয় সরকার স্যানিটাইজ়ারের উপর 18 শতাংশ হারে GST চাপানোর সিদ্ধান্ত নিয়েছে । কোরোনা সংক্রমণের পরিপেক্ষিতে, যখন স্যানিটাইজ়ার মানুষের নিত্যসঙ্গী হতে চলেছে, তখন স্যানিটাইজ়ারের উপর অতিরিক্ত GST বসানো জনবিরোধী এবং নির্মম সিদ্ধান্ত বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে চিঠিতে জানিয়েছেন বাম পরিষদীয় দলনেতা ।
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত কোরোনার বিরুদ্ধে লড়াইকে দুর্বল করবে । বরং সংক্রমণের বিপদকে কেন্দ্রীয় সরকার ঘুরপথে অর্থ সংগ্রহের সুযোগ হিসেবে ব্যবহার করছে বলেও জানিয়েছেন সুজন চক্রবর্তী । তিনি বলেন, কেন্দ্রীয় সরকার GST কাউন্সিলের পরামর্শ নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে । মুখ্যমন্ত্রীর অনুমোদন ব্যতিরেকে । মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার অর্থমন্ত্রী এ'রকম নির্মম সিদ্ধান্তের অংশীদার কি করে হলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ।
প্রসঙ্গত, রাজ্য সরকারের ডাকা সর্বদলীয় সভাতেই বামফ্রন্ট মুখ্যমন্ত্রীকে জানিয়েছিল, মাস্ক বা স্যানিটাইজ়ারের ওপর GST চাপানোর যেকোনও মনোভাবই সমর্থনযোগ্য নয় । বরং, গণবণ্টন ব্যবস্থায় এগুলি বিনামূল্যে সরবরাহ করা প্রয়োজন বলে দাবি জানিয়েছিল বামেরা ।
সুজন চক্রবর্তী বলেন, "অবিলম্বে স্যানিটাইজ়ারের উপর SGST 9 শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করুক রাজ্য সরকার । স্যানিটাইজ়ারের উপর থেকে GST প্রত্যাহার করার জন্য রাজ্যের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নেওয়া এবং চাপ সৃষ্টি করা হোক । মাস্ক, সাবান এবং স্যানিটাইজ়ার রেশন মারফত সরবরাহ করা হোক । "