কলকাতা, 19 সেপ্টেম্বর: সারা রাজ্যের মত কলকাতাতেও ডেঙ্গি ও ম্যালেরিয়ার প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েছে গত কয়েকদিনে (Dengue in Kolkata)। আগের বছরের তুলনায় এবার ডেঙ্গির প্রকোপ প্রায় সাতগুন বেড়েছে । মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়লেও কলকাতা পৌরনিগম ডেঙ্গি (Dengue) ও ম্যালেরিয়া (Malaria) প্রতিরোধে সম্পূর্ণ ভাবে ব্যর্থ । এই অভিযোগ তুলে সোমবার এসইউসিআই-এর নেতা-কর্মীরা বিক্ষোভ দেখান পৌরনিগমের সদর দফতরের সামনে (SUCI Protest in Kolkata) ।
এদিন ধর্মতলার লেনিন মূর্তির সামনে থেকে এসইউসিআই-এর মিছিল শুরু হয়ে লেনিন সরণি, ওয়েলিংটন, রানি রাসমনি রোড হয়ে কলকাতা পৌরনিগমের সামনে শেষ হয় (protest in front of Kolkata Municipal Corporation)। মিছিল আটকাতে সেখানে আগে থেকেই ব্যারিকেড তৈরি করা হয়েছিল ৷ এসইউসিআই কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে শুরু হয় পুলিসের সঙ্গে ধস্তাধস্তি । সাময়িক উত্তেজনার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷
আরও পড়ুন: ডেঙ্গি দমনে প্রতিটি প্যান্ডেলে নজরদারির নির্দেশিকা জারি পৌরনিগমের
এদিন 9 দফা দাবি নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে (Kolkata Mayor Firhad Hakim) ডেপুটেশন জমা দিতে যান এসইউসিআই নেতারা । তবে সেসময় পৌরসভায় মেয়র এবং ডেপুটি মেয়র না থাকায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরীর কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় । এসইউসিআই নেতৃত্বের দাবি, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কলকাতা পৌরসভাকে সক্রিয়তা বহুগুণ বাড়াতে হবে । অ্যান্টি লার্ভা স্প্রে বাড়াতে হবে, স্বাস্থ্য কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে, ইনডোর ফগিং করতে হবে, ঘনবসতিপূর্ন অঞ্চলে রেসিডুয়াল স্প্রে'তে জোর দিতে হবে, চালাতে হবে সচেতনতামূলক প্রচার, পৌরসভার হাসপাতালে ডেঙ্গি ওয়ার্ড বাড়াতে হবে, বাড়াতে হবে রক্তের জোগান ৷
আরও পড়ুন: ডেঙ্গি রোধে বেসরকারি হাসপাতালগুলিকে একগুচ্ছ নির্দেশ স্বাস্থ্য ভবনের
এদিন এসইউসিআই-এর জেলা সম্পাদক সুব্রত গৌরী অভিযোগ করেন, ডেঙ্গি ও ম্যালেরিয়ার তথ্য চাপা দেওয়া হয়েছে ৷ পৌরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এনেছেন তিনি (SUCI Protest over dengue infection) ৷