কলকাতা, 27 মার্চ : লিভারে টিউমার হয়েছিল। বছর দেড়েক আগে সেই টিউমার কেটে বাদও দেওয়া হয়েছিল। কিন্তু এরপর আবার লিভারের মধ্যে বড় মাপের আরও একটি টিউমার হয়। তবে এবার প্রথমে চিকিৎসকরা অস্ত্রোপচারের ঝুঁকি নিতে চাননি। শেষপর্যন্ত পরিবারের সম্মতিতে বিন্দুমাত্র রক্তপাত ছাড়াই সফল অস্ত্রোপচারে লিভারের 80 শতাংশই বাদ দেওয়া হল। সুস্থভাবেই ঘরে ফিরেছেন 75 বছরের কবুত্রী পাসোয়ান। কলকাতার একটি বেসরকারি হাসপাতালের ঘটনা।
ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসক শুদ্ধসত্ত্ব সেন বলেন, "বছর দেড়েক আগে পেটে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে এই হাসপাতালে এসেছিলেন কবুত্রী পাসোয়ান। তাঁর লিভারে একটি বিরল টিউমার হয়েছিল। বিরল কারণ এক বা দুই লাখ রোগীর মধ্যে একজনের ক্ষেত্রে এইরকমটা দেখা যায়। সেইসময় ল্যাপারোস্কপি করে লিভারের একটি অংশ কেটে বাদ দেওয়া হয়েছিল। সেইসঙ্গে রোগীকে সতর্ক করা হয়েছিল যে এই ধরনের টিউমার পুনরায় হতে পারে। আর ঠিক দেড় বছর পর তাঁর লিভারের ঠিক মাঝখানে আরও একটি টিউমার ধরা পড়ে।"
তাঁর লিভারের ঠিক মাঝে 10-12 সেন্টিমিটারের একটি টিউমার ধরা পড়ে। তাই অস্ত্রোপচার করে এবার আর লিভারের শুধুমাত্র ডান বা বাম দিক বাদ দেওয়া সম্ভব ছিল না। লিভারের সঙ্গে হার্টের সংযোগকারী মূল রক্তনালী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল টিউমারটি। তাই এইবার অস্ত্রোপচারে বামদিকের লিভার এবং লিভারের ডান দিকের একটি অংশ বাদ দিতে হয়। যার ফলে লিভারের প্রায় 75 থেকে 80 শতাংশই বাদ চলে যায়। চিকিৎসক শুদ্ধসত্ত্ব সেন বলেন, "এই অস্ত্রোপচারে বেশ কয়েকটি বিরল সাফল্য পেয়েছি আমরা। যেমন এই ধরনের যে কোনও অস্ত্রোপচার করতে গেলে কমপক্ষে 2 থেকে 3 লিটার রক্ত নষ্ট হয়ে যায়। কিন্তু এই রোগীর ক্ষেত্রে মাত্র 40-50মিলিলিটার রক্ত নষ্ট হয়েছে। ফলে অস্ত্রোপচারের সময় রোগীকে অতিরিক্ত রক্ত দিতেও হয়নি। এই ধরনের সার্জারিকে ব্লাডলেস সার্জারি বলা হয়। কবুত্রী পাসোয়ানের ক্ষেত্রে এই ব্লাডলেস সার্জারিই করা হয়েছে।"
অস্ত্রোপচারের পরে ICU-তে রাখতে হয়নি রোগীকে। এত বড় মাপের একটি সার্জারি হওয়া সত্ত্বেও অস্ত্রোপচারের মাত্র 3 দিনের মাথায় বাড়ি ফিরতেপেরেছেন তিনি। তবে টিউমারটি ক্যানসার কিনা তার রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি। এই বিষয়ে চিকিৎসক শুদ্ধসত্ত্ব সেন বলেন, "যদি ক্যানসার ধরা পড়ে তাহলে সেটাও বিরল। কারণ 1 থেকে 2 কোটি এই ধরনের রোগীর মধ্যে একজনের ক্ষেত্রে ক্যানসার ধরা পড়ার সম্ভাবনা থাকে। অনেক চিকিৎসক আছেন যাঁরা তাঁদের পুরো ক্যারিয়ারে এই ধরনের টিউমার এক-দুটো দেখে থাকবেন। নাও দেখতে পারেন।"
রোগীর বয়স 75 বছর। এত বেশি বয়সের কারণে কোনও ঝুঁকি...?
চিকিৎসক শুদ্ধসত্ত্ব সেন বলেন, "ঝুঁকি ছিল। বয়স 75 বছর হওয়ার রোগীর লিভার ফেল করে যাওয়ার সম্ভবনা ছিল। ব্লাড-প্রেসার, ব্লাড-সুগার, ফুসফুস সহ অন্য কিছু সমস্যাও ছিল। সেইসঙ্গে ছিল বার্ধক্যজনিত সমস্যা। এই অস্ত্রোপচারের আগে আমরাও চিন্তায় ছিলাম। অস্ত্রোপচারের বিষয়টি নিয়ে বিস্তর আলোচনাও করা হয়েছিল।"
কবুত্রীদেবীর ছেলে বিরজু পাসোয়ান বলেন, "প্রথমে অস্ত্রোপচার করতে চাইছিলেন না চিকিৎসক শুদ্ধসত্ত্ব সেন। অন্য চিকিৎসকের কাছে তিনি আমাদের পাঠিয়েছিলেন। কিন্তু আমরা এই চিকিৎসকের কাছেই মায়ের অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিই।"
চিকিৎসক শুদ্ধসত্ত্ব সেন আরও বলেন, "গত 28ফেব্রুয়ারি অস্ত্রোপচার হয়। 3মার্চ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। আশা করছি তিন-চার সপ্তাহের মধ্যে তাঁর লিভার 100 শতাংশ কাজ করতে পারবে। তবে এই ধরনের টিউমার কেন হয় তার সঠিক কারণ এখনও অজানা।
অস্ত্রোপচার না হলে সেক্ষেত্রে কী হতে পারত?
চিকিৎসক শুদ্ধসত্ত্ব সেন বলেন, "গত ছয় মাস ধরে টিউমারটি ক্রমশ বড় হচ্ছিল। অস্ত্রোপচার না করা হলে টিউমারটি ফেটে যেতে পারত। ক্যান্সার হতে পারত। এমন ধরনের ক্যান্সারের আশঙ্কা ছিল যা থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম।"