ETV Bharat / city

কলকাতার নামী স্কুলের বাথরুমে রক্তাক্ত ছাত্রী, নার্সিংহোমে মৃত্যু - south kolkata

দক্ষিণ কলকাতার এক নামী স্কুলের বাথরুম থেকে হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার ছাত্রী । নার্সিংহোমে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 21, 2019, 6:42 PM IST

Updated : Jun 21, 2019, 10:44 PM IST

কলকাতা, 21 জুন : দক্ষিণ কলকাতার এক নামী স্কুলের বাথরুম থেকে হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার ছাত্রী । নার্সিংহোমে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় । মৃতের নাম কৃত্তিকা পাল । উদ্ধারের সময় কৃত্তিকার মুখ প্লাস্টিকে ঢাকা ছিল ।

কৃত্তিকা ওই স্কুলের ক্লাস টেনে পড়ত । আজ স্কুল চলাকালীন বাথরুমে হাতের শিরা কাটা অবস্থায় তাকে উদ্ধার করা হয় । সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী নার্সিংহোমে । সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই কৃত্তিকার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন ।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় ফরেনসিক টিম । জানা গেছে, বাথরুম থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে । সেটি কৃত্তিকার লেখা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে । সূত্রের খবর, সুইসাইড নোটে পারিবারিক কলহের কথা লেখা রয়েছে । সবদিক খতিয়ে দেখছে পুলিশ ।

কলকাতা, 21 জুন : দক্ষিণ কলকাতার এক নামী স্কুলের বাথরুম থেকে হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার ছাত্রী । নার্সিংহোমে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় । মৃতের নাম কৃত্তিকা পাল । উদ্ধারের সময় কৃত্তিকার মুখ প্লাস্টিকে ঢাকা ছিল ।

কৃত্তিকা ওই স্কুলের ক্লাস টেনে পড়ত । আজ স্কুল চলাকালীন বাথরুমে হাতের শিরা কাটা অবস্থায় তাকে উদ্ধার করা হয় । সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী নার্সিংহোমে । সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই কৃত্তিকার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন ।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় ফরেনসিক টিম । জানা গেছে, বাথরুম থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে । সেটি কৃত্তিকার লেখা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে । সূত্রের খবর, সুইসাইড নোটে পারিবারিক কলহের কথা লেখা রয়েছে । সবদিক খতিয়ে দেখছে পুলিশ ।

Intro:কলকাতা, ২০ জুন: আবারো কলকাতা। ফের প্রকাশ্যে হস্তমৈথুনের ঘটনা। এবার উল্টোডাঙা এলাকা। ৪০ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে উঠল অভিযোগ। পুলিশ সূত্রে খবর, প্রকাশ্যে এক তরুণীকে উদ্দেশ্য করে হস্তমৈথুনের অভিযোগ উঠেছে। তবে ঘটনার যথেষ্ট তথ্যপ্রমাণ না পাওয়ায় এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেনি।
Body:পুলিশ সূত্রে খবর, ঘটনা গত সোমবারের। ওইদিন ২৮ বছরের এক তরুণী কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তখন অভিযুক্ত পিন্টু তাঁকে বিরক্ত শুরু করে। এমনকি হস্তমৈথুন শুরু করে রাস্তার উপরেই। ঘটনায় হতভম্ব হয়ে যান ওই তরুণী। সেই মুহূর্তে তার কি করা উচিত বুঝে উঠতে পারেননি। ওই তরুণীর দাবি, পিন্টু নামের ওই ব্যক্তির হস্তমৈথুনের ঘটনা রাস্তার বহু লোক দেখেছে।Conclusion:পুলিশ সূত্রে খবর, FIR দায়ের করেছেন তরুণী। অভিযোগে তিনি জানিয়েছেন, অভিযুক্ত বেশ ক’দিন ধরেই তাঁকে বিরক্ত করছিল। তিনি অভিযুক্তকে জানিয়েছেন তার প্রতি কোন আগ্রহ নেই। অভিযোগ তার পরেও থামেনি পিন্টু। শেষমেষ থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছেন ওই তরুণী। উল্টোডাঙ্গা থানার পক্ষ থেকে পিন্টুকে দেখা করতে বলা হয়েছে বলে সূত্রের খবর।

বছর খানেক আগে কলকাতার বাসে এক হকার এক কলেজ পড়ুয়া তরুণীকে দেখে হস্তমৈথুন করে। ঘটনায় তোলপাড় হয়ে যায়। ওই তরুণী বুদ্ধিমত্তার সঙ্গে ঘটনার ভিডিও ফুটেজ তোলেন। তার ভিত্তিতে গ্রেপ্তারও করা হয় অভিযুক্তকে। আবার বদ পৌঁছে চলন্ত ট্রেনে এক যুবক একই ঘটনা ঘটায়। তার খোঁজ পাওয়া যায়নি।
Last Updated : Jun 21, 2019, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.