ETV Bharat / city

পূর্ব নির্ধারিত দিনেই শুরু হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, জানালেন উপাচার্য

বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে রাস্তা অবরোধ করে ডিসেম্বর মাসের তৃতীয় সিমেস্টারের পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ বিভিন্ন কলেজের পড়ুয়ারা ৷ উপাচার্য জানিয়ে দেন কোনো পরিস্থিতিতেই পরীক্ষা পিছিয়ে দেওয়া যাবে না ৷

ছাত্র বিক্ষোভ
author img

By

Published : Nov 14, 2019, 11:04 PM IST

Updated : Nov 14, 2019, 11:49 PM IST

কলকাতা, 14 নভেম্বর: পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে না বলে জানাল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । তবে নির্ধারিত দিনে পরীক্ষা শুরু হলেও বিক্ষোভকারী পড়ুয়াদের আবেদন মেনে পরীক্ষার মাঝে ছুটি দেওয়া হবে ৷ সেই আবেদন মেনে পরীক্ষার নির্ঘন্ট তৈরি করা হয়েছে । প্রতিটি পরীক্ষার মাঝে 1-2 দিন করে ছুটি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ৷

বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে রাস্তা অবরোধ করে পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ ডিসেম্বর মাসের তৃতীয় সিমেস্টার পিছিয়ে দেওয়ার দাবি তুলেছেন পড়ুয়ারা । আজ সকাল থেকেও বিশ্ববিদ্যালয়ের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান প্রায় 250 জন পড়ুয়া । তাঁদের অভিযোগ, CBCS-এর কারণে যে সিমেস্টার সিস্টেম চালু হয়েছে, তার জন্য উপযুক্ত পরিকাঠামো নেই কলেজগুলিতে ৷ সাড়ে 3 মাস ক্লাস করিয়ে 6 মাসের সিমেস্টার শেষ করে দেওয়া হচ্ছে 4 মাসেই ৷ প্রস্তুতির জন্য পর্যাপ্ত পরিমাণ সময় না পাওয়ায় তৃতীয় সিমেস্টারের পরীক্ষার্থীরা চিন্তিত ৷ তাই জানুয়ারিতে পরীক্ষার দাবিতে, আজ দুপুর পৌনে তিনটে নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে কলেজ স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ দেখান পডু়য়াদের একাংশ ৷

অবরোধ চলাকালীন নিজেদের দাবি নিয়ে উপাচার্যর সঙ্গে বিক্ষোভকারীদের প্রতিনিধিদল দেখা করে আলোচনা করলেও বাইরে চলতে থাকে বিক্ষোভ। উপাচার্য বলেন, "এরকমভাবে কোনও পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া যায় না। কারণ, প্রথম ও তৃতীয় সিমেস্টারের পরীক্ষা একসঙ্গে হয়। দ্বিতীয় ও চতুর্থ সিমেস্টারের পরীক্ষা একসঙ্গে হয়। সর্বভারতীয় ক্ষেত্রে কেউ যদি স্নাতকের পরে স্নাতকোত্তর পড়তে চায় তাহলে সেই সুযোগ থেকে তাঁকে বঞ্চিত করা যায় না।" নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী, 12 ডিসেম্বর থেকে তৃতীয় সিমেস্টারের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে আগামী বছরের জানুয়ারি মাসে ৷ তবে ছাত্রদের দাবি মেনে পরীক্ষার দিনগুলির মাঝে এক থেকে দুদিন করে ছুটি দেওয়া হবে পরীক্ষার্থীদের ৷

কলকাতা, 14 নভেম্বর: পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে না বলে জানাল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । তবে নির্ধারিত দিনে পরীক্ষা শুরু হলেও বিক্ষোভকারী পড়ুয়াদের আবেদন মেনে পরীক্ষার মাঝে ছুটি দেওয়া হবে ৷ সেই আবেদন মেনে পরীক্ষার নির্ঘন্ট তৈরি করা হয়েছে । প্রতিটি পরীক্ষার মাঝে 1-2 দিন করে ছুটি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ৷

বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে রাস্তা অবরোধ করে পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ ডিসেম্বর মাসের তৃতীয় সিমেস্টার পিছিয়ে দেওয়ার দাবি তুলেছেন পড়ুয়ারা । আজ সকাল থেকেও বিশ্ববিদ্যালয়ের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান প্রায় 250 জন পড়ুয়া । তাঁদের অভিযোগ, CBCS-এর কারণে যে সিমেস্টার সিস্টেম চালু হয়েছে, তার জন্য উপযুক্ত পরিকাঠামো নেই কলেজগুলিতে ৷ সাড়ে 3 মাস ক্লাস করিয়ে 6 মাসের সিমেস্টার শেষ করে দেওয়া হচ্ছে 4 মাসেই ৷ প্রস্তুতির জন্য পর্যাপ্ত পরিমাণ সময় না পাওয়ায় তৃতীয় সিমেস্টারের পরীক্ষার্থীরা চিন্তিত ৷ তাই জানুয়ারিতে পরীক্ষার দাবিতে, আজ দুপুর পৌনে তিনটে নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে কলেজ স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ দেখান পডু়য়াদের একাংশ ৷

অবরোধ চলাকালীন নিজেদের দাবি নিয়ে উপাচার্যর সঙ্গে বিক্ষোভকারীদের প্রতিনিধিদল দেখা করে আলোচনা করলেও বাইরে চলতে থাকে বিক্ষোভ। উপাচার্য বলেন, "এরকমভাবে কোনও পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া যায় না। কারণ, প্রথম ও তৃতীয় সিমেস্টারের পরীক্ষা একসঙ্গে হয়। দ্বিতীয় ও চতুর্থ সিমেস্টারের পরীক্ষা একসঙ্গে হয়। সর্বভারতীয় ক্ষেত্রে কেউ যদি স্নাতকের পরে স্নাতকোত্তর পড়তে চায় তাহলে সেই সুযোগ থেকে তাঁকে বঞ্চিত করা যায় না।" নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী, 12 ডিসেম্বর থেকে তৃতীয় সিমেস্টারের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে আগামী বছরের জানুয়ারি মাসে ৷ তবে ছাত্রদের দাবি মেনে পরীক্ষার দিনগুলির মাঝে এক থেকে দুদিন করে ছুটি দেওয়া হবে পরীক্ষার্থীদের ৷

Intro:কলকাতা, 14 নভেম্বর: বিক্ষোভ, অবরোধ, অবস্থান কোনও কিছুর মুখেই তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিন পেছানো সম্ভব নয়। তা সাফ জানিয়ে দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, নির্ধারিত দিনেই পরীক্ষা শুরু হবে। তবে, বিক্ষোভকারী পড়ুয়ারা আবেদন জানিয়েছিলেন পরীক্ষার মধ্যিখানে ছুটি দেওয়ার। সেই আবেদন মেনে পরীক্ষা নির্ঘন্ট তৈরি করা হয়েছে। প্রতিটি পরীক্ষার 1 অথবা 2 দিন করে ছুটি দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন উপাচার্য।


Body:গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয় প্রধান গেটের সামনে ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ বিভিন্ন কলেজ থেকে আসা পড়ুয়ারা। তাঁদের দাবি ছিল, তৃতীয় সেমিস্টারের পরীক্ষা পিছাতে হবে। গতকাল দাবি না মেটায় আজ আবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান প্রায় 250 জন কলেজ পড়ুয়া। তাঁদের অভিযোগ, CBCS-এর কারণে যে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে কলেজগুলিতে তাতে উপযুক্ত পরিকাঠামো নেই। 6 মাসের সেমিস্টার 4 মাসেই শেষ করে দেওয়া হচ্ছে। সাড়ে 3 মাস ক্লাস হয়েছে। শিয়রে পরীক্ষা। সব মিলিয়ে তৃতীয় সেমিস্টারের পরীক্ষার্থীরা চিন্তিত। পরীক্ষার প্রস্তুতির জন্য সময় চেয়ে তাঁদের দাবি, জানুয়ারিতে হোক পরীক্ষা। এই দাবিতে আজ দুপুর পৌনে তিনটে নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে কলেজ স্ট্রিটের রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা।

অবরোধ চলাকালীন নিজেদের দাবি নিয়ে উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বিক্ষোভকারীদের প্রতিনিধিদল। তাঁর সঙ্গে আলোচনার পরও চলতে থাকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। বিক্ষোভ নিয়ে উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, "এরকমভাবে কোনও পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া যায় না। কারণ, প্রথম ও তৃতীয় সেমিস্টারের পরীক্ষা একসঙ্গে হয়। দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার একসঙ্গে হয়। সর্বভারতীয় ক্ষেত্রে কেউ যদি স্নাতকের পরে স্নাতকোত্তর পড়তে চায় তাহলে সেই সুযোগ থেকে তাঁকে বঞ্চিত করা যায় না।"

CBCS নিয়ে একাধিক অভিযোগের ভিত্তিতে উপাচার্য বলেন, "কেন নির্বাচন ঘোষণা হল আমি বলতে পারব না। কেন নির্বাচনের জন্য পরীক্ষা পিছোল আমি বলতে পারব না। আমাদের বাড়ি-ঘরগুলো নিয়ে নেয়, পোলিং বুথ করে তার জন্যই তো করা যায় না। কিন্তু, তার জন্য কেন পরীক্ষা পিছোল তার কৈফিয়ত তো আমি দিতে পারব না। কিছু নিয়ম তো বিশ্ববিদ্যালয়কে মানতে হয়। বিশ্ববিদ্যালয়ে আমাদের ষষ্ঠী পর্যন্ত ক্লাস হয়। আবার লক্ষ্মীপুজোর পর খুলে যায়। কিন্তু, সেটা তো আমাদের বিশ্ববিদ্যালয়ের ক‍্যালেন্ডার। কলেজগুলো তো উচ্চশিক্ষা দপ্তরের ক‍্যালেন্ডার মেনে চলে। এই সমস্যাগুলো তো কলেজ বলতে পারবে। আমরা এক্সামিনিং বডি। আমাদের কাজ পরীক্ষা নেওয়া। তার জন্য আমরা পাঠ‍্যক্রম তৈরি করি, পরীক্ষার দিন ঠিক করি, প্রশ্নপত্র তৈরি করি, আমরা খাতা দেখি, ফলাফল প্রকাশ করি। সুতরাং, আমাদের ভূমিকাটা শুধুমাত্র পরীক্ষাকেন্দ্রীক। প্রশাসনে আমাদের কোনও ভূমিকা নেই।"

সোনালী চক্রবর্তী বন্দ‍্যোপাধ‍্যায় স্পষ্টভাবে জানান, কোনও অবস্থাতেই পরীক্ষার দিন পরিবর্তন করা সম্ভব নয়। তিনি বলেন, "কিছু ছাত্র বিচ্ছিন্নভাবে দাবি করছে বলে বিশ্ববিদ্যালয় তার পরীক্ষার দিন পরিবর্তন করছে। এরা কত সংখ‍্যক ছাত্র? 100 জন বা 200 জন। আমাদের লক্ষাধিক পড়ুয়া পরীক্ষা দেয়। 100-200 জন কিছু বলছে, তার জন্য বাকি সবাই শাস্তি পাবে এটার কোনও মানে হয় না। পুরোটাই ঘেটে যাবে। এটা এমনভাবে ঘড়ির মতো চলে যে এটাকে কোনও একটা জায়গায় থামিয়ে দিলেই পুরোটাই ঘেটে যাবে। বৃহত্তর স্বার্থের কথা তো ভাবতে হবে। চতুর্থ সেমিস্টারকে ঘেটে দিলে ভয়ঙ্কর বেশি বিপদ হবে। তাহলে সর্বভারতীয় পরীক্ষায় অংশগ্রহণই করতে পারবে না।"

তবে, আলোচনার সময় বিক্ষোভকারীরা দুটো পরীক্ষার মধ‍্যিখানে ছুটি রাখার আবেদন করেছিলেন। সেই আবেদন বিবেচনা করেই পরীক্ষার নির্ঘন্ট তৈরি করা হয়েছে বলে জানান উপাচার্য। তিনি বলেন, "ওরা বলছিল ওরা খুব ক্লান্ত হয়ে যায়, যেতে আসতে গিয়ে। তাই দুটো পরীক্ষার মধ্যে যদি গ‍্যাপ দেওয়া যায়। সেই গ‍্যাপটা দেওয়া যায়। রুটিন তৈরি হয়েছে। কোথাও একদিন, কোথাও দু'দিন গ‍্যাপ দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম, 12 ডিসেম্বর পরীক্ষা শুরু হবে। পরীক্ষার রুটিন তখনও দেওয়া হয়নি। শুরুটা বদলানো যায় না। তাহলে পুরোটাই পিছিয়ে যাবে। তৃতীয় সেমিস্টার পিছিয়ে গেলে চতুর্থ সেমিস্টার পিছিয়ে যাবে। চতুর্থ সেমিস্টার পিছিয়ে গেলে সর্বভারতীয় ক্ষেত্রে ভর্তি হতে পারবে না। কারোর দাবির জন্য তো অন‍্য কাউকে বঞ্চিত করা যায় না।"

গত বছর প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছিল 13 ডিসেম্বর। এ বছর 20 ডিসেম্বর থেকে প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। 12 ডিসেম্বর থেকে শুরু হবে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। কোনও পরীক্ষা ডিসেম্বরে আবার কোনও পরীক্ষা জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে। পরীক্ষার শুরুর দিন না পিছালেও দুটো পরীক্ষার মধ্যে ছুটি দেওয়ায় প্রায় আড়াই ঘন্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারী পড়ুয়ারা।


Conclusion:
Last Updated : Nov 14, 2019, 11:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.