ETV Bharat / city

Counting Centre Security: গণনাকেন্দ্রে নিরাপত্তার ফাঁক রাখতে নারাজ কমিশন - counting center

রবিবার ভবানীপুর,সামশেরগঞ্জ ও জঙ্গিপুর নির্বাচনের ফল ঘোষণার দিন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে চলেছে নির্বাচন কমিশন ৷ গণনা কেন্দ্রের ভিতরে ও বাইরে থাকবে সিসিটিভি ক্যামরা। থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থাও ৷

Counting Centre Security
গণনাকেন্দ্রে নিরাপত্তার ফাঁক রাখতে নারাজ কমিশন
author img

By

Published : Oct 1, 2021, 8:41 PM IST

কলকাতা, 1 অক্টোবর: শেষ হয়েছে ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন এবং সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের ভোটদানের প্রক্রিয়া। এবার অপেক্ষা ফলাফলের। আগামী 3 অক্টোবর অর্থাৎ রবিবার ভবানীপুর,সামশেরগঞ্জ ও জঙ্গিপুর নির্বাচনের ফল ঘোষণা করা হবে। ভবানীপুরের গণনা হবে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। কমিশন সূত্রে খবর, গণনা হবে 21 রাউন্ডে।

3 অক্টোবর সকাল 8টা থেকে শুরু হবে গণনা। সবকিছু ঠিকঠাক থাকলে দুপুর 2টোর মধ্যে গণনার কাজ শেষ হতে পারে। তবে এই করোনা প্যানডেমিক পরিস্থিতিতে কিছুটা সময় লেগে যেতে পারে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। গণনার ক্ষেত্রে যাতে কোথাও কোনওরকম ত্রুটি না থাকে এবং যাতে কোভিড প্রটোকল অক্ষরে অক্ষরে মানা হয়, তা পালনে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। নিরাপত্তার বিষয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কমিশন। ইতিমধ্যেই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে 24 জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তিন শিফ্টে ডিউটি করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

আরও পড়ুন: রাজ্যে কমল করোনা সংক্রমণ ও মৃত্যু

অন্যদিকে প্রতিদিন রিটার্নিং অফিসারদের দু'বেলাই গিয়ে গণনা কেন্দ্রের সবকিছু পর্যবেক্ষণ করতে হচ্ছে। ভোট গণনার দিন সকাল থেকে গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে জারি থাকবে 144 ধারা। কোভিড টেস্টের সার্টিফিকেট দেখিয়ে গণনাকেন্দ্রের ভিতরে প্রবেশ করতে হবে। গণনা কেন্দ্রের ভিতরে ও বাইরে থাকবে সিসিটিভি ক্যামরা। ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গণনাকেন্দ্রে। প্রথমে থাকবে রাজ্য পুলিশ, দ্বিতীয় বলয়ে থাকবে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ও তৃতীয় বলয়ে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে। দ্বিতীয় বলয় থেকেই সিসিটিভির ব্যবস্থা থাকছে। শুধুমাত্র সাদা কাগজ ও পেন ছাড়া গণনা কেন্দ্রের ভিতরে আর কিছু নিয়ে প্রবেশ করা যাবে না। একমাত্র রিটার্নিং অফিসার ও অবজার্ভারদের মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি থাকবে।

কলকাতা, 1 অক্টোবর: শেষ হয়েছে ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন এবং সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের ভোটদানের প্রক্রিয়া। এবার অপেক্ষা ফলাফলের। আগামী 3 অক্টোবর অর্থাৎ রবিবার ভবানীপুর,সামশেরগঞ্জ ও জঙ্গিপুর নির্বাচনের ফল ঘোষণা করা হবে। ভবানীপুরের গণনা হবে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। কমিশন সূত্রে খবর, গণনা হবে 21 রাউন্ডে।

3 অক্টোবর সকাল 8টা থেকে শুরু হবে গণনা। সবকিছু ঠিকঠাক থাকলে দুপুর 2টোর মধ্যে গণনার কাজ শেষ হতে পারে। তবে এই করোনা প্যানডেমিক পরিস্থিতিতে কিছুটা সময় লেগে যেতে পারে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। গণনার ক্ষেত্রে যাতে কোথাও কোনওরকম ত্রুটি না থাকে এবং যাতে কোভিড প্রটোকল অক্ষরে অক্ষরে মানা হয়, তা পালনে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। নিরাপত্তার বিষয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কমিশন। ইতিমধ্যেই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে 24 জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তিন শিফ্টে ডিউটি করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

আরও পড়ুন: রাজ্যে কমল করোনা সংক্রমণ ও মৃত্যু

অন্যদিকে প্রতিদিন রিটার্নিং অফিসারদের দু'বেলাই গিয়ে গণনা কেন্দ্রের সবকিছু পর্যবেক্ষণ করতে হচ্ছে। ভোট গণনার দিন সকাল থেকে গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে জারি থাকবে 144 ধারা। কোভিড টেস্টের সার্টিফিকেট দেখিয়ে গণনাকেন্দ্রের ভিতরে প্রবেশ করতে হবে। গণনা কেন্দ্রের ভিতরে ও বাইরে থাকবে সিসিটিভি ক্যামরা। ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গণনাকেন্দ্রে। প্রথমে থাকবে রাজ্য পুলিশ, দ্বিতীয় বলয়ে থাকবে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ও তৃতীয় বলয়ে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে। দ্বিতীয় বলয় থেকেই সিসিটিভির ব্যবস্থা থাকছে। শুধুমাত্র সাদা কাগজ ও পেন ছাড়া গণনা কেন্দ্রের ভিতরে আর কিছু নিয়ে প্রবেশ করা যাবে না। একমাত্র রিটার্নিং অফিসার ও অবজার্ভারদের মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি থাকবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.